মনবুশো স্কলারশিপ: জাপানে সরকারি বৃত্তি নিয়ে পড়তে যেতে চান?

জাপানে সরকারি বৃত্তি নিয়ে পড়তে যেতে চান?
আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৫ই মে, ২০১৭।
আন্ডারগ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট সব ক্ষেত্রেই আবেদনের সুযোগ আছে। যেসব বিষয়ে আবেদন করতে পারবেন, বৃত্তির টাকার পরিমাণ, সময়কাল, আবেদনের নিয়মাবলী সব কিছুই উল্লেখ করা আছে।
[১] নিয়মাবলী
https://drive.google.com/file/d/0B2bBcoSOOxL_N0dRZGlINlRabU0/view
(বিকল্প লিংক, ডাউনলোড তাড়াতাড়ি হয়)
http://moedu.portal.gov.bd/sites/default/files/files/moedu.portal.gov.bd/moedu_scholarship/e5f1114e_37b9_44d0_9091_8cd8213b5259/178_20-04-2017_123900_1.PDF
(অরিজিনাল, ডাউনলোড না ও হতে পারে)
[২] বিগত বছরের পরীক্ষার প্রশ্নাবলী এখানে আছে।
http://www.studyjapan.go.jp/en/toj/toj0302e-32.html#1
[৩] আরো প্রশ্ন থাকলে দূতাবাসে জিজ্ঞাস করুন
http://www.bd.emb-japan.go.jp/itpr_en/education.html

 

Courtesy: Dr. Faisal Zaman

Youth Carnival: