মালয়েশিয়া সরকারের স্কলারশিপ নিয়ে মাস্টার্স করার সুযোগ, আবেদন শেষ ৩০ জুন
মালয়েশিয়া সরকার এমটিসিপির (MTCP) আওতায় বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীদের মালয়েশিয়ায় স্নাতকোত্তরের (মাস্টার্স) জন্য বৃত্তি প্রদান করবে।
মালয়েশিয়ান টেকনিক্যাল কো–অপারেশন প্রোগ্রাম বা এমটিসিপি হলো ১৯৮০ সালে শুরু হওয়া মালয়েশিয়া সরকারের একটি বৃত্তিমূলক কার্যক্রম, যা উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করার মাধ্যমে সেসব দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখে। এমটিসিপির আওতায় প্রতিবছর মালয়েশিয়া সরকার ৬৫টির বেশি কারিগরি প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নবিষয়ক প্রোগ্রাম পরিচালনা করে থাকে, যার কল্যাণে ১৪৪টি দেশের ৩৭ হাজারের বেশি অংশগ্রহণকারী উপকৃত হয়েছেন।
বৃত্তির শর্তাবলি:
- বয়স অনূর্ধ্ব ৪৫ বছর
- স্নাতকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি (অনার্স), অথবা ন্যূনতম সিজিপিএ ৩.৫ (ব্যাচেলর) বা সমতুল্য স্কোর
- ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ (ক) IELTS-এ সর্বনিম্ন স্কোর ৬, অথবা (খ) TOEFL-এ সর্বনিম্ন স্কোর ৬০, অথবা (গ) পূর্ববর্তী ডিগ্রিগুলো ইংরেজি মিডিয়ামে সম্পন্ন করা থাকতে হবে
- সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে
- একবার বৃত্তির জন্য চূড়ান্ত মনোনীত হলে পূর্ণাঙ্গ ডিগ্রি শেষ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় পরিবর্তন করা যাবে না।
- বৃত্তির জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীকে নিম্নবর্ণিত ২০টি বিশ্ববিদ্যালয়ের তালিকা থেকে ন্যূনতম একটি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করার জন্য ‘অফার লেটার’ পেতে হবে.
বৃত্তি প্রদানের ক্ষেত্রে যেসব বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে:
- বিজ্ঞান, প্রযুক্তি ও প্রকৌশল (নার্সিং, মেডিসিন ও ক্লিনিক্যাল ফার্মাসি বাদে)
- অর্থনীতি, অর্থ, ব্যবস্থাপনা ও ব্যাংকিং
- সামাজিক বিজ্ঞান ও মানবিক
- তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
- আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রবিজ্ঞান
- কৃষি ও মৎস্য চাষ
- শিক্ষা
*একজন শিক্ষার্থী যেকোনো একটি বিষয়ে মাস্টার্স করতে পারবেন।
বৃত্তির সুবিধাগুলো:
ক. সম্পূর্ণ টিউশন ফি ফ্রি
খ. শিক্ষার্থীর নিকটতম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ায় যাওয়া-আসার প্লেনের টিকিট।
গ. মাসিক অন্যান্য ভাতা বাবদ ৩ হাজার ৫০০ মালয়েশিয়ান রিংগিত, যার মধ্যে রয়েছে:
- জীবনযাপন ব্যয়
- বইপত্র কেনার খরচ
- প্রয়োজনীয় যন্ত্রপাতির খরচ
- বাড়িভাড়া
- থিসিস ভাতা
- ভ্রমণ ভাতা
- ব্যবহারিক প্রশিক্ষণ ভাতা
- চিকিৎসা ভাতা
- বিমা ভাতা
প্রোগ্রামের সময়সীমা: ২৪ থেকে ৩৬ মাস
আবেদনের শেষ সময়: ৩০ জুন
প্রাথমিক বাছাইতালিকা প্রকাশ: ৫ জুলাই
ইন্টারভিউ: ২ আগস্ট
বৃত্তিপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ: ২৫ আগস্ট
বৃত্তিসংক্রান্ত বিস্তারিত জানতে: biasiswa.mohe.gov.my
অনলাইনে আবেদন করতে: এখানে লগইন করুন
মেডিকেল রিপোর্ট এবং রিকমেন্ডেশন লেটার ফরম: kln.gov.my
এ বছর যেসব বিশ্ববিদ্যালয়ের জন্য পাওয়া যাবে এই বৃত্তি:
- Universiti Malaya (UM)
- Universiti Kebangsaan Malaysia (UKM)
- Universiti Sains Malaysia (USM)
- Universiti Putra Malaysia (UPM)
- Universiti Teknologi Malaysia (UTM)
- Universiti Islam Antarabangsa Malaysia (UIAM/IIUM)
- Universiti Malaysia Perlis (UNIMAP)
- Universiti Malaysia Sarawak (UNIMAS)
- Universiti Teknologi MARA (UiTM)
- Universiti Utara Malaysia (UUM)
- Universiti Malaysia Pahang (UMP)
- Universiti Malaysia Terengganu (UMT)
- Universiti Pertahanan Nasional Malaysia (UPNM)
- Universiti Malaysia Sabah (UMS)
- Universiti Pendidikan Sultan Idris (UPSI)
- Universiti Sains Islam Malaysia (USIM)
- Universiti Teknikal Malaysia Melaka (UTEM)
- Universiti Tun Hussein Onn Malaysia (UTHM)
- Universiti Malaysia Kelantan (UMK)
- Universiti Sultan Zainal Abidin (UNISZA)
বৃত্তিসংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ:
এমটিসিপি সচিবালয়, আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়
ই-মেইল: [email protected], ফোন: +৬০৩-৮৮৮৭ ৪৬৫৮/৪৪২৪ (সকাল ৮.৩০-বিকেল ৪.৩০ মালয়েশিয়া সময়/ সোম-শুক্রবার)
MTCP অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেম–সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য স্ক্রিনশটসহ ই–মেইল করুন: [email protected], cc: [email protected]
বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তিটি দেখুন: