ম্যানেজমেন্ট ট্রেইনি নেবে কমার্শিয়াল ব্যাংক অব সিলন, প্রশিক্ষণকালে বেতন ৬০ হাজার

বেসরকারি খাতের কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি বাংলাদেশ কার্যালয়ে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ পদে জনবল নিয়োগ দেবে। এ পদে আবেদনের জন্য প্রয়োজন নেই কোনো অভিজ্ঞতার। পুরুষ, নারী—উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর কেউ ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি পেলে কর্মস্থল হবে দেশের যেকোনো স্থান।

পদসংখ্যা:
ম্যানেজমেন্ট ট্রেইনি পদে মোট ৫ জন নিয়োগ পাবেন কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসিতে।

আবেদনের যোগ্যতা

এমবিএ ডিগ্রি বা যেকোনো বিষয়ে ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। তবে ব্যাংকিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, অর্থনীতি, গণিত, পরিসংখ্যানে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে বাড়তি যোগ্যতা বলে গণ্য হবে। স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ–৪.০০ স্কেলে কমপক্ষে ৩.২৫ থাকতে হবে। প্রফেশনাল সার্টিফিকেট অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

ইংরেজিতে লেখা ও কথা বলায় সাবলীল হতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে পারদর্শী হতে হবে। ব্যাংকে ও ব্যাংকের বাইরে খুব ভালো উপস্থাপনা করার ক্ষমতাসহ বিশ্লেষণাত্মক দক্ষতা থাকতে হবে।

বেতন

ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নির্বাচিত ব্যক্তিদের এক বছরের প্রশিক্ষণকালে মাসে বেতন হবে ৬০ হাজার টাকা। প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তির পর ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ হিসেবে ব্যাংকে চাকরি স্থায়ী করা হবে এবং মাসিক বেতন হবে ৮০ হাজার টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

Vacancy

5

Job Context

  • Commercial Bank of Ceylon PLC (CBC) is one of the fastest growing regional Banks amongst the Top 1000 Banks of the World for the twelve successive years (The Banker Magazine, UK). In 2020 the Bank has celebrated 100 years of its global existence. The Bank has been operating in Bangladesh for nearly 20 years.
  • With a view to lead the future expansions, drive forward the Bank`s position and further propel the fast growth and progress of the Bank towards the new height in the Industry, the Bank seeks to recruit the talented young and dynamic individuals who meet the necessary criteria as Management Trainees.

Job Responsibilities

  • The Trainees will undergo an extensive on-the-job training for a period of 12 months on the overall Operations of the Bank which will include the coaching, mentoring and sessions on enhancing the soft skills including the leadership and people management capacities.
  • The Management Trainees will specially be trained on Technical and Soft Skills including the Negotiation Skills and Art of Customer Services focusing both the Retail and Corporate Banking clients so that they will be eventually take over the Leading Role in the Bank and perform independently in order to achieve the goals and objectives of the Bank with ambition.

Employment Status

Full-time

Educational Requirements

  • MBA or Basic Degree in any discipline preferably in Banking, Finance, Management, Economics, Mathematics, Statistics with post graduate qualifications from a recognized University (acceptable to the Bank)
  • Professional Certifications will be considered as added advantage.
  • Must possess a minimum CGPA of 3.25 (out of 4.00) for both Graduation and Post-graduation Degrees
  • Must demonstrate excellent communication skills in both oral and written English
  • Should be well conversant with MS Office applications
  • Should demonstrate very good analytical skills with the ability to make presentations both within and outside the Bank
  • Should posses excellent numeric skills, maintain accuracy and prompt in service delivery

Additional Requirements

  • Age at most 30 years
  • Diploma in Banking and/or other relevant field of studies or attending Course on Negotiation Skills will be treated as an added advantage

Job Location

Anywhere in Bangladesh

Salary

  • During the period of 12 months Training as Management Trainee the candidates will be paid an all-inclusive Training Allowance of Tk. 60,000 per month. On successful completion of the training, the trainees will be absorbed into the permanent cadre of the Bank as `Senior Executive Officer` at a starting Gross Salary of Tk.80,000 per
  • month along with the other admissible benefits as per the policy of the Bank

আবেদনের শেষ কবে

কমার্শিয়াল ব্যাংক অব সিলনে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে আবেদন করা যাবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি শ্রীলঙ্কার একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংলাদেশেও ব্যাংকটির কার্যক্রম আছে। ব্যাংকটি ২০০৩ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে।

https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1182908&ln=1&JobKeyword=Commercial%20Bank

Apply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *