রাশিয়া বিশ্বকাপের সেরা ১০ গোল

দেখতে দেখতে শেষ হয়ে গেল রাশিয়া বিশ্বকাপ। পুরো চার সপ্তাহে ৬৪টি ম্যাচ এবং ১৬৯ টি গোল দেখেছে সারা বিশ্বের ফুটবল ভক্তরা। তবে শেষ পর্যন্ত মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফ্রান্স। ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা এক বিশ্বকাপ অনুষ্ঠিত হলো রাশিয়ায়। পুরো বিশ্বকাপই ছিল নাটকীয়তায় পরিপূর্ণ। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল ম্যাচ সবখানেই ছিল নাটক আর নাটক। রাশিয়া বিশ্বকাপে ফুটবল ভক্তরা বেশকিছু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখেছে। সেই ম্যাচগুলোতে একদল গোলের মাধ্যমে এগিয়ে গিয়েছে আবার আরেকদল দুর্দান্তভাবে গোল পরিশোধ করে ম্যাচে ফিরে এসেছে। পুরো বিশ্বকাপে সর্বমোট ১৬৯টি গোল হয়েছে। চলুন দেখি আসি ১৬৯টি গোলের মধ্যে সেরা ১০টি গোল এবং গোলদাতা।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

নাসের চাদলি

১০ নম্বর অবস্থানে রয়েছে জাপানের বিপক্ষে বেলজিয়ামের হয়ে নাসের চাদলির জয়সূচক গোলটি। প্রথমে জাপানের কাছে দুই গোলে পিছিয়ে থাকার পর বেলজিয়াম দুই গোল পরিশোধ করে। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার আগ মুহূর্তে জাপানের একটি কর্ণার থেকে মারা বল থিবো কোর্তোয়ার হাতে পৌঁছানোর পর তিনি দ্রুত সেটি পাস করে দেন কেভিন ডি ব্রুইনার কাছে।

নাসের চাদলি; Source: goal.com

কেভিন ডি ব্রুইনা বল নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যান এবং সেটি পাস করে দেন টমাস মুনিয়েরের কাছে। থমাস মনিরের ক্রস করে বল বাড়ান লুকাকু দিকে। লুকাকু সেটি ডামি করলে বল পেয়ে যান নাসের চাদলি। সেটি থেকে তিনি বেলজিয়ামের জয় সূচক গোলটি করেন। ফলে শেষ পর্যন্ত দুই গোলে পিছিয়ে থাকার পরও ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যাজার্ডরা।

লিওনেল মেসি

রাশিয়া বিশ্বকাপ খুব ভালো যায়নি আর্জেন্টিনা এবং লিওনেল মেসির। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে মাঠে খুঁজে পাওয়া যায়নি লিওনেল মেসিকে। ফলে যা হবার তাই হয়েছে আর্জেন্টিনা দুটি ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় চলে যায়।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }
লিওনেল মেসি; Source: sportsoftheday.com

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয় ছাড়া আর কোনো বিকল্প ছিল না। ফলে এই ম্যাচে মেসির জ্বলে ওঠা খুব দরকার ছিল। তিনি ঠিক সেটাই করেন। এবার অসাধারণভাবে নিজের আয়ত্তে নেন লিওনেল মেসি। তারপর খানিকটা এগিয়ে গিয়ে বক্সের মধ্যে থেকে ডান পায়ে নাইজেরিয়ার জালে বল জড়ান এই ক্ষুদে জাদুকর। ফলে ম্যাচের শুরুতেই ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এবং শেষ পর্যন্ত এই জয়ের ফলে তারা দ্বিতীয় রাউন্ডে উঠে। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে হেরে তাদের বিদায় নিতে হয়।

ডেনিস চেরিসেভ

২০১৮ বিশ্বকাপে স্বাগতিক রাশিয়া যেমন দুর্দান্ত ফুটবল খেলে সবাইকে অবাক করে দিয়েছেন তেমনি অবাক করে দিয়েছেন ডেনিস চেরিশেভ। দ্বিতীয় রাউন্ডে রাশিয়া ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেনকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠে যায়।

ডেনিশ চেরিশেভ; Source: goal.com

কোয়াটার ফাইনালে তারা বেশ লড়াই করে ক্রোয়েশিয়ার কাছে ট্রাইবেকারে হেরে যায়। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩১ মিনিটে ডিজুবার বাড়ানো পাস থেকে গোলার মতো এক শটে ক্রোয়েশিয়ার জালে বল জড়ান ডেনিস । তার এই দলটি সেরা ১০ গোলের তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে।

টনি ক্রুস

রাশিয়া বিশ্বকাপ দুঃসহ স্মৃতি হয়ে থাকবে জার্মানদের। রাশিয়ায় তারা বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে খেলতে আসে এবং অনেকেই ভেবেছিলেন তারা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতবে। কিন্তু গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মেক্সিকোর কাছে তারা হেরে বসে। ফলে দ্বিতীয় ম্যাচে সুইডেনের সাথে জয় ছাড়া আর কোনো বিকল্প ছিল না।

গোলের পর টনি ক্রুসকে ঘিরে সবার উল্লাস; Source: sports.ndtv.com

কিন্তু ম্যাচ যখন ৯৫ মিনিট পর্যন্ত গড়িয়েছে তখনও ফলাফল ১-১। ম্যাচের একদম শেষ মুহূর্তে বাম প্রান্তে একটি ফ্রি কিক পায় জার্মানি। জার্মানির কাছে সেটাই ছিল শেষ সুযোগ। ফ্রি কিক নিতে আসেন টনি ক্রুস। তিনি দুর্দান্তভাবে এক শটে সুইডেনের জালে বল জড়িয়ে জার্মানির রাশিয়া বিশ্বকাপে একমাত্র জয় নিশ্চিত করেন।

জেসে লিনগার্ড

এবারের বিশ্বকাপে সবচেয়ে দুর্বল দল ছিল পানামা। ফলে তারা গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই হেরেছে। তবে তারা ইংল্যান্ডের কাছে গোলবন্যায় ভেসে ৬-১ গোল ব্যবধানে হেরে গেছে।

জেসে লিনগার্ড; Source: zimbio.com

তবে ইংল্যান্ডের হয়ে জেসে লিনগার্ডের তৃতীয় গোলটি ছিল নজরকাড়া। প্রথমে তিনি বক্সের বাইরে বলটি নিজের আয়ত্তে নিয়ে রাহিম স্টার্লিং এর সাথে ওয়ান টু খেলে দারুণ এক শটে বলটি ডান দিয়ে বল জালে জড়ান।

রিকার্ডো কারিশমা

গ্রুপ পর্বে স্পেনের প্রথম দুই ম্যাচে রিকার্ডো কারিশমা কে খেলানো হয়নি। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে তাকে মাঠে নামানো হয়। মাঠে নেমেই তিনি দেশের হয়ে দারুণ এক গোল করেন।

রিকার্ডো কারিশমা; Source: tvmax-9.com

রাইট-উইং দিয়ে রিকার্ডো কারিশমা ডান পায়ে দারুণ এক গোল করার পর দলের দ্বিতীয় গোলেও অবদান রাখেন। তার করা গোলটি তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

নাচো

রাশিয়া গ্রুপ পর্বেই মুখোমুখি হয়েছিল ইউরোপিয়ান দুই জায়ান্ট পর্তুগাল এবং স্পেন। এই ম্যাচে স্প্যানিশ খেলোয়ার নাটোর প্রতি অনেকের প্রত্যাশা ছিল তিনি ভালো করবেন।

নাচো; Source: futaa.com

ম্যাচটি যখন ২-২ গোলে সমতায় তখন তিনি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক হাবলি করে বলটি পর্তুগালের জালে জড়িয়ে স্পেনকে এগিয়ে দেন। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিকে ম্যাচটি শেষ পর্যন্ত ৩-৩ গোলে সমতায় শেষ হয়।

ক্রিস্টিয়ানো রোনালদো

স্পেন পর্তুগাল এর ম্যাচে নাচের গোলটি ভালো ছিল তবে সেরা ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্রি-কিক থেকে করা অসাধারণ গোলটি। স্পেনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন পর্তুগালের ‘ওয়ান ম্যান আর্মি’ ।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }
ক্রিস্টিয়ানো রোনালদো; Source: edigitalagency.com.au

স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেন এবং খেলা যখন প্রায় শেষ রোনালদোর দল তখনও ৩-২ গোলে পিছিয়ে। শেষ মুহূর্তে একটি ফ্রি কিক পায়। সেই ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক শটে গোল করে দলকে রক্ষা করেন রোনালদো। তার সেই গোলটি রয়েছে সেরা ১০ এর তালিকায়।

অ্যাঙ্গেল ডি মারিয়া

ফ্রান্সের বিপক্ষে শুরুতেই পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে গোল হজম করার পরও তাদের খেলার মধ্যে খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায়নি। তবে প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে ৩০ গজ দূর থেকে দুর্দান্ত এক গোল করেন অ্যাঙ্গেল ডি মারিয়া।

অ্যাঙ্গেল ডি মারিয়া; Source: fifa.com

প্রথমে তিনি বলটি নিজের আয়ত্তে নিয়ে তারপর বাঁ পায়ের ছোট পাসে একটু এগিয়ে জায়গা তৈরি করে আগুনের গোলার মতো এক শটে ফ্রান্সের জালে বল জড়িয়ে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। এরপরে আর্জেন্টিনা আরও একটি গোল করে এগিয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে ৪-৩ ব্যবধানে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। অ্যাঙ্গেল ডি মারিয়ার দুর্দান্ত এই গানটি সেরা ১০ টি গোল এর তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

বেঞ্জামিন পাভাদ

রাশিয়া বিশ্বকাপের আগে বেঞ্জামিন পাভাদ খুব বেশি পরিচিত ছিলেন না। এমনকি তিনি যে বিশ্বকাপের মতো মঞ্চে গোল করবেন এমনটাও কেউ প্রত্যাশা করেনি। কিন্তু তার প্রতি আস্থা ছিল কোচ দিদিয়ের দেশমের। তিনি কোচের আস্থা খুব ভালোভাবেই ফিরিয়ে দেন। আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্স যখন ২-১ গোলে পিছিয়ে তখন দারুন এক ভলি থেকে দুর্দান্ত এক গোল করেন বেঞ্জামিন পাভাদ। থিও হার্নান্দেজের বাড়ানো ক্রস নিজের আয়ত্তে নিয়ে প্রথমে একটু জায়গা করে নেন। তারপর দুর্দান্ত এক ভলি করে বল পাঠান আর্জেন্টিনার জালে।

বেঞ্জামিন পাভাদ; Source: 4search.com

তার গোলে ম্যাচে সমতা ফিরে আসার পর আরো ভয়ংকর হয়ে ওঠে ফ্রান্স। শেষ পর্যন্ত তারা ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এবং সর্বশেষে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বেঞ্জামিন পাভাদের দল।

Featured Image: 4search.com

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *