সফলতা অর্জনের কোনো বয়স সীমা নাই — দ্যা হটেস্ট গ্র্যান্ডপা

dd3

৮০ বছর বয়সের দেসহান ওয়াং একজন চায়নিজ। তিনি প্রথম সবার নজরে আসেন যখন তিনি ক্যাটওয়াক শো করেন। আদর করে ভালবেসে মানুষ তাঁর নাম দেয় ”দ্যা হটেস্ট গ্র্যান্ডপা”!

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

images (26)
৬০ বছরের সাধনার ফল ছিল তাঁর সেই ক্যাটওয়াকের শুরু। ২৪ বছর বয়সে তিনি ছিলেন একজন মঞ্চাভিনেতা। ৪৪ বছর বয়সে তিনি ইংরেজি শেখা শুরু করেন তিনি। ৫০ বছর বয়সে তিনি জীম করা শুরু করেন। ৫৭ বছর বয়সে আবার মঞ্চে ফেরেন এবং পৃথিবীর একমাত্র জীবন্ত পারফরমেন্স শিল্প সৃষ্টি করেন যার নাম ”জীবন্ত ভাস্কর্য পারফরমেন্স”। এটা মুলত কোনরকম সংলাপ ছাড়া অভিনয়। এবং ৭৯ বছর বয়সে তিনি ক্যাটওয়াক শুরু করে সারা বিশ্বে সাড়া ফেলে দেন।
৮০ বছরের এই বৃদ্ধ মনে করেন এখনও জীবনে অনেক কিছু অর্জন করার আছে তাঁর। এখনও তিনি স্বপ্ন দেখেন। সফল হবার জন্য কাজ করেন।
তাঁর মতে ‘সম্ভাবনা খুজে নেয়া যায়ই। যদি কেও মনে করে অনেক দেরি হয়ে গেছে, সেটা কখনই করা যাবে না, কখনই সেটাকে হাল ছেড়ে দেয়ার অজুহাত হিসেবে নেয়া যাবেনা। তুমি ছাড়া কেও তোমাকে সফলতা থেকে বিরত রাখতে পারবেনা। আলো ছড়ানোর সময় জ্বলে উঠতে হবে। কোনভাবেই হাল ছেড়ে দেয়া যাবেনা।’ তরুণদের জন্য দেসহানের এই মেসেজ।

 

উইকিপিডিয়াতে দেসহানঃ https://bn.wikipedia.org/s/8a46

ভিডিওঃ https://www.youtube.com/watch?v=HX4saxIfPYw

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

Write up: Saleh Rokon

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *