সহকারী স্টেশন মাস্টার পদে চাকরি, আবেদনের সময় বাড়ল এক মাস

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। সহকারী স্টেশন মাস্টার পদে মোট ২৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে’তে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির সংশোধনী প্রকাশ করা হয়েছে। সংশোধনীতে আবেদনের সময় এক মাস বাড়ানো হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

পদের নাম

সহকারী স্টেশন মাস্টার ।

পদসংখ্যা

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

মোট ২৩৫ জন।

সংশোধনী

বাংলাদেশ রেলওয়ে’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদন দাখিলের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে  আবেদন দাখিলের শেষ তারিখ আগামী ৬ অক্টোবর, ২০২১ এর পরিবর্তে আগামী ৭ নভেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, ইতোমধ্যে যে সকল প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র দাখিল করেছেন, তাদের পূনরায় আবেদন করার প্রয়োজন নেই।

বেতন

৯,৭০০-২৩,৪৯০/-টাকা

আবেদন প্রক্রিয়া

প্রার্থীরা অনলাইনে আবেদন (http://br.teletalk.com.bd) করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

৭ নভেম্বর, ২০২১ বিকেল ৫টা।

সূত্র : বাংলাদেশ রেলওয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *