হল্যান্ডে পড়াশুনা করতে চান? তাহলে হল্যান্ড স্কলারশিপ আপনার জন্য

neth

আবেদনের শেষ সময়ঃ ১ ফেব্রুয়ারী, ২০১৬

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

স্থানঃ নেদারল্যান্ড

ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (ইইএ) এর বাইরে যেসব দেশ, সেসব দেশের ছাত্রদের জন্য হল্যান্ড বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। বৃত্তিতে অংশগ্রহণকারীদের জন্য ডাচ  বিশ্ববিদ্যালয়ে স্নাতক বা মাস্টার্স প্রোগ্রামের জন্য বৃত্তি প্রদান করা হবে। এই বৃত্তির পরিমাণ প্রায় ৫০০০ ইউরো। বৃত্তি প্রাপ্তরা তাদের পড়াশোনার প্রথম বছরের মধ্যে এই অর্থ পাবেন।

যোগ্যতা:

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

১। আপনাকে অবশ্যই ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল বহির্ভূত হতে হবে।

২।  ডাচ যেকোন উচ্চ শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানে পুরো সময়ের জন্য স্নাতক বা মাস্টার্স-এর জন্য আবেদন করেতে হবে।

৪। পছন্দের প্রতিষ্ঠানের নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

৫। নেদারল্যান্ডের শিক্ষা প্রতিষ্ঠানে এর পূর্বে পড়াশোনা করেন নি।

 

আবেদন প্রক্রিয়াঃ

আপনি আপনার পছন্দের ডাচ প্রতিষ্ঠান এ হল্যান্ড বৃত্তির জন্য আবেদন করতে পারেন। এক্ষেত্রে প্রতিষ্ঠান নির্বাচন করবে কারা বৃত্তি পাবে। আপনি ডাচ গবেষণা বিশ্ববিদ্যালয় ও ফলিত বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, সেইসাথে অধ্যয়নের জন্য নির্বাচিত অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারেন।

বৃত্তি সরবরাহকারী প্রতিষ্ঠানঃ 

ডাচ শিক্ষা মন্ত্রণালয় হিসেবে সংস্কৃতি ও বিজ্ঞান এর পাশাপাশি 48 ডাচ গবেষণা বিশ্ববিদ্যালয় ও ফলিত বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে।

তথ্যসুত্রঃ youthop

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

2 Comments

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *