বিদেশি শিক্ষার্থীদের সরকারি-বেসরকারি নানা বৃত্তি দেয় অস্ট্রেলিয়া। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিজস্ব শিক্ষাবৃত্তি আছে। তেমনই একটি স্কলারশিপ ‘গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ’। এটি দেশটির মেলবোর্ন বিশ্ববিদ্যালয় দেয়। এ স্কলারশিপের আওতায় বিদেশি শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর এবং পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার অন্যতম বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
মেলবোর্ন বিশ্ববিদ্যালয় ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি অস্ট্রেলিয়ার অন্যতম প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়ার প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস পার্কভিলে।
সুযোগ-সুবিধা—
- সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;
- প্রতিবছর আবাসন ভাতা হিসেবে মিলবে ৩৭ হাজার ডলার (১ ডলার সমান ১১৬ টাকা ৭১ পয়সা ধরে বাংলাদেশি টাকায় ৪৩ লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা) প্রদান করবে (এ হিসাব ২০ মে বিকেলের);
- আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে ৩০০০ (বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ ৫০ হাজার ১৩৬ টাকা) ডলার প্রদান করবে;
- স্বাস্থ্যবিমা প্রদান করবে।
Summary
The Melbourne Research Scholarship and Research Training Program (RTP) Scholarship are offered to high-achieving international and domestic students who are enrolling in a graduate research degree at the University of Melbourne.
Benefits
Stipend and fee offset scholarships
- Full fee offset for up to two years for students undertaking a Masters by Research degree or up to four years for students undertaking a doctoral degree.
- Living allowance of $37,000 per year pro rata (2024 full-time study rate) for up to two years for students undertaking a Masters by Research degree or up to 3.5 years for students undertaking a doctoral degree. The living allowance may be indexed annually and includes limited paid sick, maternity and parenting leave.
- Relocation grant of $2000 for students moving from States or Territories other than Victoria or $3000 for students moving from outside Australia.
- Overseas Student Health Cover (OSHC) Single Membership for international students who require a student visa to study in Australia
Fee offset scholarships
- Full fee offset for up to two years for students undertaking a Masters by Research degree or up to four years for students undertaking a doctoral degree.
For further information, see Manage my scholarship.
Amount:
100% fee remission and up to $135,000
Duration:
One or more years
Quantity:
600
Eligibility and selection criteria
Eligibility
To be considered for this scholarship, you must:
- have applied for and meet the requirements for a graduate research degree at the University of Melbourne, or
- be currently enrolled in a graduate research degree at the University of Melbourne
Selection criteria
All domestic students who are offered admission to a Masters by Research or doctoral degree (PhD) at the University of Melbourne will receive a Research Training Program Scholarship (Fee Offset).
Graduate Research Scholarships that provide a stipend as well as fee offset are awarded to domestic and international students based on academic merit. Eligible applicants are scored and ranked according to their academic achievement of their last completed degree and their research potential in their field of study. Factors such as completion of a degree at the same level of the research course for which the scholarship is sought, relevant professional experience, refereed publications, specialist medical qualifications or composition of original music may be taken into consideration.
Conditions
These scholarships are subject to the Graduate Research Scholarships Terms & Conditions (as amended).
যোগ্যতা—
- স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে;
- একাডেমিক ফলাফল ভালো হতে হবে;
- ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
বৃত্তির সংখ্যা—
ইউনিভার্সিটি অব মেলবোর্ন গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের আওতায় ৬০০টি বৃত্তি দেওয়া হবে। বৃত্তিগুলো অস্ট্রেলিয়ার ও বিদেশি শিক্ষার্থীদের জন্য।
আবেদনপ্রক্রিয়া—
আবেদনের শেষ সময় আগামী ৩১ অক্টোবর। আবেদনকারী মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট রিসার্চ কোর্সের জন্য নির্বাচিত হওয়ার পর স্নাতক অথবা পিএইচডির জন্য গবেষণা ডিগ্রিতে আবেদন করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের জন্য বিবেচনা করা হবে।
* স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদনের পদ্ধতি সম্পর্কে জানতে ক্লিক করুন