৭৯ পদে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ কোম্পানিতে চার ক্যাটাগরির পদে ১২ ও ১৩তম গ্রেডে ৭৯ জনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

  • ১. পদের নাম: সাবস্টেশন অ্যাটেনডেন্ট
    পদসংখ্যা: ১১
    যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) বা সমমান পাস। শিক্ষাজীবনের সব স্তরে অন্তত দ্বিতীয় বিভাগ বা জিপিএ–৫-এর স্কেলে ২ থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
    বেতন গ্রেড: ১২
  • ২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কমপ্ল্যায়েন্ট সুপারভাইজার
    পদসংখ্যা: ৩৫
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। শিক্ষাজীবনের সব স্তরে অন্তত দ্বিতীয় বিভাগ বা জিপিএ–৫-এর স্কেলে ২ থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
    বেতন গ্রেড: ১২
  • ৩. পদের নাম: রিসেপশনিস্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। শিক্ষাজীবনের সব স্তরে অন্তত দ্বিতীয় বিভাগ বা জিপিএ–৫-এর স্কেলে ২ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।
    বেতন গ্রেড: ১৩
  • ৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লাইনম্যান
    পদসংখ্যা: ২৫
    যোগ্যতা: এসএসসি বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা অন্তত অষ্টম শ্রেণি পাস বা সমমান পাসসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
    বেতন গ্রেড: ১৩

সব পদের অন্যান্য সুবিধা
প্রতি মাসে মূল বেতনের ৫০ থেকে ৬০ শতাংশ বাসাভাড়া, দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গোষ্ঠী বিমা, চিকিৎসা ভাতা ও যাতায়াত ভাতা দেওয়া হবে।

বয়সসীমা
২০২০ সালের ২৫ মার্চ প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে ডেসকোর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপ্রক্রিয়া, আবেদন ফি জমা দেওয়ার বিস্তারিত তথ্য ও নিয়োগসংক্রান্ত তথ্য এই লিংকে জানা যাবে। যেসব প্রার্থী গত ১৩ মার্চ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সাবস্টেশন অ্যাটেনডেন্ট, অ্যাসিস্ট্যান্ট কমপ্ল্যায়েন্ট সুপারভাইজার ও রিসেপশনিস্ট পদে আবেদন করেছেন, তাঁদের আর একই পদে আবেদন করার প্রয়োজন নেই। তাঁদের পূর্ববর্তী আবেদন বহাল থাকবে।

আবেদন ফি
আবেদন ফি বাবদ ১,০০০ টাকা ডাচ্‌-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ মে ২০২৩, রাত ১১টা ৪৫ মিনিট পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *