যেকোনো প্রতিষ্ঠানের কর্মকর্তাদের খুবই ব্যস্ত সময় কাটাতে হয়। এজন্য যে তারা বই পড়ার সময় পান না কিংবা পড়েন না এমন নয়। তাদের অনেকেই সময় বের করে তাদের পছন্দসই বিষয়ে পড়াশোনা করেন। ওয়াল স্ট্রিটে যোগাযোগ করে আগ্রহীরা দেখেন যে, তাদের আগ্রহের বইগুলো ব্যবসা সম্পর্কিত নয়, প্রায় সবগুলোই ইতিহাস, মনোবিজ্ঞান থেকে শুরু করে অন্যান্য বিষয়ের। আজ এমনই ১৩টি বই সম্পর্কে আলোচনা করবো। চলুন দেখে নিই ওয়াল স্ট্রিটের মতে যে বইগুলো সবারই পড়া উচিত।
১. ‘Open: An Autobiography’ by Andre Agassi
Heidi Ridley, CEO of Rosenberg Equities at AXA Investment Managers AXA বলেন, আমি আন্দ্রে আগাসির একজন বড় ভক্ত। আমি টেনিস খেলা দেখাটা খুব উপভোগ করি। আমার মনে হয় আগাসি শতাব্দীর সেরা খেলোয়াড়দের মধ্যে একজন। বইটি তার আত্মজীবনী।
লেখক একটি নাটকীয় ম্যাচের গল্প দিয়ে বইটি শুরু করেন। পরে শৈশব থেকে শুরু করেন – যখন ৩ বছর বয়সী আন্দ্রে আগাসির হাতে তার বাবা টেনিসের র্যাকেট তুলে দেন। তারপর তার জীবনের ঘটনাপ্রবাহ বর্ণনা করে চলেন সেই সাথে তার সংগ্রাম সম্পর্কে বলেন। স্বভাবতই টেনিস জগতের ভেতরের অনেককিছু চলে আসে তার বইয়ের পাতায় পাতায়। বইটি নিয়ে বিতর্ক থাকলেও সর্বোপরি বইটি বেশ ভালো।
২. “Off The Planet” by Jerry Linenger
Heidi Ridley বলেন –
“অনেক বছর আগে আমাদের ক্লায়েন্ট কনফারেন্সে আমার জেরি লিনেনজারের সাথে দেখা করার সুযোগ হয়েছিল। সেখানে তার বক্তৃতা শুনি। তাকে দেখে অভিভূত হয়েছিলাম, এটা ভেবে যে – একজন মানুষ কত বেশি বুদ্ধিমান ও ব্যক্তিত্বসম্পন্ন হতে পারেন। তিনি খুব ভালো বক্তাও। জানতে পেরেছি তিনি একটি অসাধারণ বই প্রকাশ করেছেন।”
কিছু সূচনামূলক অধ্যায়ের পর লেখক Linenger মস্কোর বাইরে স্টার সিটিতে তার গল্পটি শুরু করেন। যেখানে গুটিকয়েক আমেরিকানকে Mir station – এ কাজ করার জন্য বাছাই করা হয়েছে। তিনি ‘Aging Satellite’ সম্পর্কে বিস্তারিত জানার জন্য বেশ কয়েক মাস সময় ব্যয় করেছেন। দুই সাবেক শত্রুর সহযোগিতার সুযোগ বলা যায় একে। যুক্তরাষ্ট্রের কোনো মহাশূন্য স্টেশন নেই আর রাশিয়ার নেই ফান্ড। এই দুইটির সম্মিলনে কাজ করে যাচ্ছেন সেইসব বিজ্ঞানীরা। এই বিষয়গুলো নিয়েই বইটি।
৩. “Homo Deus: A Brief History of Tomorrow” by Yuval Noah Harari
Virginie Morgon, deputy CEO of Eurazeo and president and CEO of Eurazeo North America বলেন –
“হারিরি একজন স্বপ্নদ্রষ্টা এটা অস্বীকার করার উপায় নেই। “Homo deus” বইটি অনুপ্রেরণামূলক কারণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের ক্ষমতা অসীম হতে পারে। আরো উন্নত জীবন ও সমাজ গঠনের জন্য আমাদের নিরন্তর চেষ্টা করা উচিত।”
একুশ শতকে এসে মানুষ অসম্ভবকেও তাদের মেধা, যোগ্যতা ও পরিশ্রম দিয়ে সম্ভব করে তুলছে। আমরা দুর্ভিক্ষ, প্লেগ, যুদ্ধকে নিয়ন্ত্রণ করতে পারি। এখন অনাহারের চেয়ে বার্ধক্যের ফলে বেশী মানুষ মারা যায়। পৃথিবীর ইতিহাসে আমরাই একমাত্র প্রজাতি যারা পুরো পৃথিবীকে বদলে দিয়েছে। কিন্তু আমাদের ভাগ্য আমাদের হাতে নেই। এই ক্ষমতা আধুনিক মানুষের পক্ষেও সম্ভব হয়নি।
যদি Homo sapiens কোনোভাবে এর চেয়ে উন্নত প্রজাতি Homo deus হয়ে যায় তাহলে তারা তাদের ভাগ্যকে কীভাবে নিয়ন্ত্রণ করতে চাইবে? নিজেই এত ক্ষমতার অধিকারী হয়ে পৃথিবীর স্বঘোষিত কর্তা হিসেবে মানুষ কোন কোন পদক্ষেপ নেবে? কী করেই বা তারা এই ক্ষণস্থায়ী পৃথিবীকে নিজেদের ধ্বংসাত্মক ক্ষমতা থেকে রক্ষা করবে? খুবই চ্যালেঞ্জিং এই বইটিতে লেখক Yuval Noah Harari ভবিষ্যতে আমাদের অসীম ক্ষমতা পাওয়ার এই অনুমানটি এবং সেই সাথে মানুষের সুখ প্রাপ্তির জন্য নিরন্তর সাধনা এবং অমরত্বের প্রতি প্রবল আগ্রহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে বর্তমানের Homo sapiens কীভাবে এই পৃথিবী জয় করে নিয়েছে, তাদের বর্তমান বিপদ এবং ভবিষ্যৎ সম্ভাবনার দিকেও আলোকপাত করেছেন।
সর্বোপরি তিনি কিছু মোলিক প্রশ্ন করেছেন এতে। কীভাবে আমরা ধবংস এড়াতে পারি এবং কেমন নতুন পৃথিবী আমরা গড়ে তুলতে পারবো? আমরা আসলে কী হতে চাই?
৪. “Originals: How Non-Conformists Move the World” by Adam Grant
এলায়েন্স বের্নস্টেইনের ফিক্সড ইনকামের প্রধান আশিষ সাহা Ashish Shah, head of fixed income at AllianceBernstein বলেন,
” যারা সৃজনশীল ও মুক্তচিন্তাকে তাদের প্রতিষ্ঠানের কাজের মধ্যে লালন করতে চায়, তাদের জন্য একটি অবশ্যপাঠ্য বই এটি।”
বইটিতে লেখক একজন সফল উদ্ভাবক Dean Kamen এর দিকে দৃষ্টি দেন। মেডিক্যাল ডিভাইসের ক্ষেত্রে যার অনেক সফলতা সেই তিনি Segway এর সাথে কাজ করতে গিয়ে ব্যর্থ হন। তিনি আরো উল্লখ করেন যে, স্টিভ জবসের মতো জনপ্রিয় লোক Segway কে বাজারে তুলে দেওয়ার জন্য এর পক্ষে বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। কিন্তু তবু তারা অসফল হয়েছে। Grant মনে করেন এক ক্ষেত্রে কেউ সফল হলেই অন্য যেকোনো ক্ষেত্রে সে সফল হবে এটা ভাবার কোনো কারণ নেই। একজন মানুষ এক ক্ষেত্রে সফল হলেও অন্য কোন ক্ষেত্রে সফল নাও হতে পারেন।
৫. “The Road to Wigan Pier” by George Orwell
Wall Streeter: Simon Bound, global director of research at Morgan Stanley বলেন –
জর্জ অরওয়েল দ্য রোড ‘ টু উইগান পিয়ের’ বইয়ে নর্থ ইংল্যান্ডের ১৯৩০ সালে দিকের সামাজিক অর্থনৈতিক অসমতাকে অন্তদৃষ্টি দিয়ে দেখেছেন, বিশ্লেষণ করেছেন। যে অসমতা বর্তমান সমাজে ও বর্তমান সময়ের অসমতার সাথে মিলে যায়।
৬. ‘The Captain Class: The Hidden Force That Creates the World’s Greatest Teams” by Sam Walker
Pete Cherecwich, president of corporate and institutional services at Northern Trust বলেন –
“খেলাধুলার জগতের সেরা দলগুলোর সফলতার পেছনে যেসব কারণ আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এতে। নেতৃত্বের উপর লেখা বইগুলোর মধ্যে এটি উল্লেখযোগ্য। আপনি যদি একজন খেলোয়াড় কিংবা ক্রীড়াপ্রেমী হয়ে থাকেন তাহলে এই বইটি আপনার জন্য খুবই আগ্রহের একটি বই হতে পারে।”
৭। ‘The Civil War: A Narrative’ by Shelby Foote
সাম্প্রতিক ঘটনাগুলো ভালো বুঝতে আমি ধ্রুপদী (classical) কাজগুলোর দিকে নজর না দিয়ে পারি না। অর্থনীতির সাম্প্রতিক ঘটনাগুলোকে ইতিহাসের সূত্র থেকে বিশ্লেষণ করে আমি ক্রেতা এবং প্রত্যাশিত বিনিয়োগকারীদের সামনে সামগ্রিক চিত্র তুলে ধরি। এসব অর্থনৈতিক, সামাজিক ঘটনা তাদের বিনিয়োগকে কিভাবে প্রভাবিত করবে সেটাও জানিয়ে দেই।”
“জটিল ও সমস্যাগুলো বছরের পর বছর, দশকের পর দশক ধরে চলতে পারে (যেমন তুরস্কের সেনা অভ্যুত্থান অথবা মিয়ানমারের সাম্প্রতিক মানবিক সংকট)। এই সমস্যাগুলোর একটি সামগ্রিক চিত্র আমাকে এই সংকটের সময়ে বিনিয়োগের সুযোগ ও ঝুঁকি সম্পর্কে বুঝতে সহযোগিতা করে।”
৮. ‘A Man for All Markets: From Las Vegas to Wall Street, How I Beat the Dealer and the Market’ by Edward Thorp
John Spallanzani, chief macro strategist at GFI Group বলেন –
১৯৬০ সালে মি থর্প পরিধানযোগ্য এমন একটি কম্পিউটার আবিষ্কার করেন যা ক্যাসিনোর মতো খেলাগুলোতে জিততে সহযোগিতা করে। তিনি এই জ্ঞান ও অভিজ্ঞতা নিয়ে ওয়াল স্ট্রিটের প্রথম দিকের একটি hedge fund গড়ে তোলেন। তিনি একই সাথে একজন সেরা Bridge Player হয়ে ওঠেন।
৯. ‘Born to Run: A Hidden Tribe, Superathletes, and the Greatest Race the World Has Never Seen’ by Christopher McDougall
Vlad Khandros, global head of market structure and liquidity strategy at UBS বলেন –
‘Born to Run’ বইটি খুবই অনুপ্রেরণাদায়ক। এই বইয়ে লেখকের মতে, আমাদের সামনে সবচেয়ে বড় বাধা থাকতে পারে, কিন্তু তবুও আমরা যা মন থেকে চাই তা পাবোই। এজন্য আমাদের দল বেঁধে কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে সাফল্য নিশ্চিত।”
১০. ‘Grit: The Power of Passion and Perseverance’ by Angela Duckworth
Sebastien Page, head of multiasset investing at T. Rowe Price বলেন –
প্রকাশের পর তাৎক্ষণিকভাবে ‘নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলার’ এই বইয়ে লেখক Angela Duckworth যিনি একজন অগ্রগণ্য মনোবিজ্ঞানী দেখিয়েছেন- যদি কেউ তার নিজের জায়গায় (হতে পারে একজন লেখক, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী হিসেবে) সফল হওয়ার চেষ্টা করে – তাহলে তার সফলতার পেছনে যে বিষয়টি সবচেয়ে বেশি কাজ করে সেটি মেধা নয় – সেটি হচ্ছে প্রচণ্ড ইচ্ছা ও অধ্যাবসায়ের একটি বিশেষ মিশ্রণ, যাকে তিনি বলেন ‘মনোবল’।
তিনি নিজের গল্প শোনান পাঠককে। একজন বিজ্ঞানীর কন্যা হিসেবে তিনি তার মেধার অভাব অনুভব করতেন। কিন্তু সেই তিনিই এখন একজন গবেষক এবং প্রফেসর। বইটিতে তিনি শিক্ষকতা, ব্যবসায়ী পরামর্শ এবং নিউরোসায়েন্স বিষয়গুলোতে প্রাথমিক বাধা অতিক্রম সম্পর্কে বলেন। তার সাফল্যের কারণ বিশ্লেষণ করেন। যেটি সাফল্যের রহস্য সম্পর্কে আমাদের অনুমানকে আরও বেশি স্পষ্টতা দেয় যে, সাফল্য আসলে ‘মেধার’ উপর যতটা না নির্ভর করে তার চেয়েও বেশি নির্ভর করে মানসিক সক্ষমতার উপর।
১১. ‘Leonardo Da Vinci’ by Walter Isaacson
Jason Ader, CEO and founder of SpringOwl Asset Management বলেন –
তার একটি চিত্রকর্ম ৪৫০ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। তিনি The Last Supper , Mona Lisa -র মত অনন্য কিছু চিত্রকর্মের স্রষ্টা। তিনি প্রায় ৫০০ বছর আগেই উড়োজাহাজ, প্যারাসুট, আর্মার্ড কার, স্কুবা গিয়ারের মত আধুনিক যন্ত্রের ধারণা দিয়েছিলেন। এমনকি কয়েকটি যন্ত্রের নকশাও তিনি করেছিলেন। তার মত একজন কিংবদন্তী শিল্পীর জীবন এবং অসাধারণ প্রতিভাগুলো সম্পর্কে সবাই জানতে আগ্রহী হবে।
Featured image source – theconversation.com