যে ১২টি উপায়ে কম্পিউটার হ্যাকিং সনাক্ত করতে পারেন

সাইবার আক্রমণ খুব ঘন ঘন হয় এবং সবাই তাদের তথ্য নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন থাকে। আপনার পাসওয়ার্ডগুলো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো যাতে চুরি না হয় সেজন্য সবসময় আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার কম্পিউটারের যেকোনো সামান্য পরিবর্তনের মাঝেও বোঝা যাবে যে, আপনার তথ্যগুলো চুরি হয়ে যাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক সেই ১২টি সহজ উপায় যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার পিসি হ্যাক হয়েছে কিনা!

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

১. আপনার পিসির এন্টি-ভাইরাস অফ

আপনার পিসির এন্টিভাইরাস অফ; Image Source: brightside.com

আপনি যদি হঠাৎ খেয়াল করেন যে, আপনার পিসির এন্টিভাইরাস নিজে নিজে বন্ধ হয়ে গিয়েছে তবে বুঝে নিতে হবে যে আপনার পিসি খুব সম্ভবত হ্যাক হচ্ছে। আপনি যদি নিজে এন্টি-ভাইরাস অফ না করে রাখেন তবে তা কখন নিজে নিজে অফ হতে পারবে না। হ্যাকাররা সবার প্রথমেই এন্টিভাইরাস অফ করে যাতে করে তারা খুব সহজে আপনার পিসির তথ্যগুলো এক্সেস করতে পারে।

২. পাসওয়ার্ড কাজ করছে না

পাসওয়ার্ড কাজ করছে না; Image Source: brightside.com

আপনি যদি আপনার একাউন্টে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে না পারেন তবে আপনার সাথে সাথে সতর্ক হওয়া উচিত, কেননা আপনার একাউন্টের পাসওয়ার্ড নিজে নিজে বদলে যেতে পারবে না। এ থেকে বুঝে নিতে হবে যে, খুব সম্ভবত আপনার পিসির মাধ্যমে একাউন্ট হ্যাক করা হয়েছে।

৩. আপনার ফ্রেন্ডলিস্টে ফ্রেন্ড হঠাৎ বেড়ে যাওয়া

আপনার ফ্রেন্ডলিস্টের মানুষ হঠাৎ বেড়ে যাওয়া; Image Source: brightside.com

আপনি যদি হঠাৎ করে খেয়াল করেন যে, আপনার সোশ্যাল একাউন্টের ফ্রেন্ডলিস্টের সংখ্যা একবারে অনেক বেড়ে গিয়েছে এবং সবাই অপরিচিত তবে বুঝে নিতে হবে যে খুব সম্ভবত আপনার একাউন্ট হ্যাক হয়েছে এবং আপনার একাউন্ট স্প্যাম পাঠাতে ব্যবহার করা হচ্ছে।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

৪. আপনার পিসির ড্যাশবোর্ডে নতুন আইকন সেভ করা

আপনার পিসির ড্যাশবোর্ডে নতুন আইকন সেভ করা; Image Source: brightside.com

আপনি যদি আপনার পিসির ব্রাউজার ওপেন করার পর ড্যাশবোর্ডে যদি নতুন কোনো আইকন দেখেন তবে তা আপনার পিসি হ্যাকের পূর্বাভাশ হতে পারে। আপনি সেই আইকন ওপেন করলে আপনার পিসি পুরোপুরি হ্যাক ও হয়ে যেতে পারে। এতে লুকিয়ে থাকতে পারে কোনো ভাইরাস যার মাধ্যমে হার্ডডিস্ক ক্র্যাশ করতে পারে।

৫. আপনার পিসির কার্সর নিজে নিজে কাজ করা

 পিসির কার্সর নিজে নিজে কাজ করা; Image Source: internet

আপনি যদি হঠাৎ খেয়াল করেন যে, আপনার পিসির কার্সর নিজে নিজে কাজ করছে তবে তা পিসি হ্যাকের জন্য হতে পারে। আপনার পিসি হ্যাক করে অন্য কেউ পরিচালনা করার সময় এমন ঘটনা হতে পারে। সেক্ষেত্রে আপনাকে সাথে সাথে সতর্ক হতে হবে।

৬. আপনার পিসির সাথে যুক্ত প্রিন্টার ঠিকমতো কাজ করছে না।

আপনার পিসির সাথে যুক্ত প্রিন্টার ঠিকমত কাজ করছে না; Image Source: brightside.com

সাইবার আক্রমণ যে কেবল আপনার পিসিকেই করবে এমনটি কিন্তু নয়। পিসির সাথে সংযুক্ত প্রিন্টারও এর দ্বারা আক্রান্ত হতে পারে। অনেক সময় প্রিন্টার ঠিকমতো কাজ করে না কিংবা আপনি যা প্রিন্ট দিচ্ছেন তা প্রিন্ট না করে অন্য জিনিস প্রিন্ট করছে। এতে বোঝা যায় আপনার পিসির সাথে সাথে প্রিন্টারও সাইবার আক্রমণের শিকার।

৭. আপনাকে বিভিন্ন অপরিচিত ওয়েবসাইটে লিংক করে দেয়া

আপনাকে বিভিন্ন অপরিচিত ওয়েবসাইটে লিংক করে দেয়া; Image source: brightside.com

অনেক সময় এমন হয় যে আপনি গুগলে কোন কিছুর খোঁজ করছেন কিন্তু আপনি বার বার অন্য কোনো সাইট কিংবা লিংকের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। এটির মূল কারণ আপনার পিসি বা ফোন হ্যাক হয়ে যাওয়া। আপনি যখন এই লিংকগুলোর সাথে কানেক্ট হয়ে যাবেন তখন হ্যাকার খুব সহজে আপনার পিসি বা ফোনে সংরক্ষিত সব একাউন্টের পাসওয়ার্ড তথা এক্সেস পেয়ে যাবে।

৮. আপনার ফাইলগুলো ডিলিট হয়ে যাওয়া

আপনার ফাইলগুলো ডিলিট হয়ে যাওয়া; Image Source: brightside.com

আপনি যদি হঠাৎ দেখেন যে, আপনার পিসিতে সংরক্ষিত ফাইলগুলোর মাঝে কিছু ফাইল স্বয়ংক্রিয় ডিলিট হয়ে গিয়েছে, তবে বুঝে নিতে হবে যে, আপনার পিসি হ্যাক হয়ে গিয়েছে। এই কাজ কেবলমাত্র হ্যাকাররাই করতে পারে। তখন অতসত্ত্বর আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৯. আপনার বিভিন্ন ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে খুঁজে পাওয়া

আপনার বিভিন্ন ব্যক্তিগত তথ্য ইন্টারনেটে খুঁজে পাওয়া; Image source: brightside.com

আপনি যদি হঠাৎ ইন্টারনেটে আপনার কোনো ব্যক্তিগত তথ্য খুঁজে পান তবে বুঝে নিতে হবে আপনার পিসি হ্যাক হয়েছে। আপনি যদি নিজে ইন্টারনেটে আপনার সেসব ব্যক্তিগত তথ্য শেয়ার না করেন তবে নিশ্চিতভাবে বলা যায় যে, আপনার পিসি হ্যাক হয়েছে এবং সেখান থেকেই হ্যাকার আপনার তথ্য ইন্টারনেটে দিয়েছে।

১০. আপনি ভুল এন্টিভাইরাস সতর্কতা পাচ্ছেন

আপনি ভুল এন্টিভাইরাস সতর্কতা পাচ্ছেন; Image Source: Brightside.com

আপনার পিসিতে কোনো ভাইরাস থাকে বা এমন কোনো ফাইল থাকে যার মাধ্যমে আপনার তথ্য চুরি হতে পারে তবে এন্টিভাইরাস আপনাকে তার জন্য সতর্কতা প্রদান করবে। কিন্তু এর এক ধরণের প্যাটার্ণ বা ধারা থাকে। যদি আপনি হঠাৎ এমন কোনো সতর্কতা পান যা আগের সতর্কতাগুলোর থেকে আলাদা তবে ধরে নিতে হবে আপনার পিসি হ্যাক হয়েছে। আর তারচেয়েও খারাপ লক্ষণ হলো, আপনার পিসিতে নিজে থেকে যদি কোনো এন্টিভাইরাস ডাউনলোড করা থাকে। এতে বোঝা যাবে যে, আপনার পিসি অবশ্যই হ্যাক হয়েছে।

১১. আপনার পিসির ওয়েবক্যামের পরিবর্তন

আপনার পিসির ওয়েবক্যামের পরিবর্তন; Image Source: brightside.com

আপনি যদি হঠাৎ খেয়াল করেন পিসির ওয়েবক্যাম নিজে থেকেই অন-অফ হচ্ছে তবে বুঝে নিতে হবে এটি হ্যাকিং এর জন্য হচ্ছে। এর মাধ্যমে আপনার ঘরের ছবি বা আপনার ছবি চুরি হতে পারে।

১২. আপনার পিসি খুব ধীরগতির হয়ে গিয়েছে

আপনার পিসি খুব ধীরগতির হয়ে গিয়েছে; Image Source: brightside.com

আপনি যদি দেখেন আপনার পিসি অনেক ধীরগতির হয়ে গিয়েছে তার একটি কারণ হতে পারে হ্যাকিং। তবে এটি নিশ্চিতভাবে বলা যাবে না যে হ্যাকিং এর দরুন এমনটা হয়েছে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *