যে ৪টি কারণে আপনি পিজিসিই(PGCE) কোর্স করবেন

মানুষের পেশাগত দক্ষতাকে বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধরনের কোর্স, প্রশিক্ষণ ও ডিগ্রি চালু রয়েছে। আপনি যদি শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, তবে আপনার জন্য অসাধারণ একটি কোর্স হলো পিজিসিই। চলুন, এই কোর্স সম্পর্কে বিস্তারিত জেনে নিই।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

পিজিসিই কী?

পিজিসিইয়ের পূর্ণরূপ হলো-পোস্ট গ্রাজুয়েট সার্টিফিকেট ইন এডুকেশান। শুনতে আর দশটা সাধারণ স্নাতকোত্তর পর্যায়ে ডিগ্রির মতো মনে হলেও এটি আসলে বেশ আলাদা একটি কোর্স। ৪ বছর মেয়াদী যে বিএড কোর্স প্রচলিত রয়েছে, তার পরিবর্তে আপনি এক বছর মেয়াদী এই পিজিসিই ডিগ্রি করতে পারবেন; দুটোই সমমানের কোর্স। পিজিসিই করার জন্য আপনার নির্দিষ্ট কোনো বিষয়ে স্নাতক পর্যায়ের একটি ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। সেই সাথে আপনার ডিগ্রি বা ডিপ্লোমাতে অর্জিত বিষয়টি, স্কুল পর্যায়ের পাঠ্যপুস্তক হিসেবে অন্তর্ভুক্ত থাকতে হবে।

Source: edgehill.ac.uk

যে বিষয়টির ওপরে আপনার ডিগ্রি আছে, ঐ বিষয়টিকেই শিক্ষকতার জন্য বেছে নেয়া উত্তম হবে। কারণ পিজিসিই আপনাকে আপনার বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে শিক্ষা না দিয়ে, বরং সে বিষয়টি কীভাবে শিক্ষা দিতে হবে, সেই সম্পর্কে কলাকৌশল শেখাবে।
সাধারণত এই কোর্সটি বেশ কয়েকটি জায়গা থেকেই করা যায়। এই কোর্স চালু আছে, এমন কোনো বিশ্ববিদ্যালয়, কোনো শিক্ষানবিশ প্রোগ্রাম অথবা সরাসরি স্কুলে প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে অর্জন করা সম্ভব। উন্নত দেশে নামকরা বিশ্ববিদ্যালয়গুলো থেকেও পিজিসিই ডিগ্রি দেওয়া হয়ে থাকে।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

Source: postgraduatesearch.com

এসবের মধ্যে উল্লেখযোগ্য কিছু বিশ্ববিদ্যালয় হলো-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, ব্রিস্টল বিশ্ববিদ্যালয়, নটিংহাম  বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়,লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজ ইত্যাদি।


যদি বলা হয় যে, প্রতিটি শিক্ষার্থীই তার শিক্ষাজীবনে, কোনো না কোনোভাবে শিক্ষকতা পেশার সাথে সম্পৃক্ত হয়েছে। তবে এতে তেমন অবাক হওয়ার কিছু নেই। কারণ চাহিদার প্রয়োজনে, শখের বশবর্তী হয়ে কিংবা অর্থ উপার্জনের বিকল্প পন্থা হিসেবে, প্রায় সব শিক্ষার্থীরাই শিক্ষকতা কাজ করে থাকে। আবার অনেকেই এটিকে পেশা হিসেবে গ্রহণ করে থাকে। কর্পোরেট চাকরিগুলোর তুলনায়, অনেকেই শিক্ষকতাকে আরামদায়ক পেশা হিসেবে মনে করেন।

Source: stmarys.ac.uk

শিক্ষকতা পেশার জন্য যে কয়েকটি প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে, তার মধ্যে বেশ জনপ্রিয় এবং মর্যাদাপূর্ণ কোর্স হলো পিজিসিই। কেনো পিজিসিই কোর্স করবেন কিংবা এ ডিগ্রি অর্জন কীভাবে আপনার ক্যারিয়ারের সেরা পছন্দ হতে পারে, তার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ৪টি কারণ সম্পর্কে এ আর্টিকেলটিতে আলোচনা করবো।

১. ভবিষ্যৎ কর্মজীবনের সর্বোত্তম প্রস্তুতি নিতে সহায়তা করবে

শিক্ষকতার জন্য সাধারণত যেসব প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, সেগুলোর তুলনায় পিজিসিইতে অধিক পরিমাণে দক্ষতা ও যোগ্যতা অর্জনের সুযোগ পাওয়া যায়। ১ বছরের পূর্ণমেয়াদী কিংবা দুই বছরে ২টি স্বল্পমেয়াদের কোর্সকে ক্লাস এবং লেকচার অংশে ভাগ করা হয়। তাই ক্লাসে শেখার পাশাপাশি লেকচারের মাধ্যমেও জ্ঞানের পরিধি বৃদ্ধি পায়।

Source: stmarys.ac.uk

তাছাড়া কোর্সের শেষ ভাগে স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাদানের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয়, যা ভবিষ্যৎ কর্মজীবনে বেশ সুদূরপ্রসারী প্রভাব ফেলে।

২. সম্মানিত এবং যোগ্যতাসম্পন্ন হিসেবে বিবেচিত হবেন

শিক্ষকতা পেশায় যে কেবলমাত্র আনন্দ ও বিভিন্ন রকমের লোকেদের সাথে যোগাযোগ করার সুযোগ আছে, তা কিন্তু নয়। বরং এটি একটি সম্মানজনক ও বড় ধরনের পেশা। তাই এই পেশায় ক্যারিয়ার গড়তে হলে, আপনাকে বেশ যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। আপনার যদি সুপ্রতিষ্ঠিত ও সম্মানজনক কোনো যোগ্যতা, দক্ষতা ও ডিগ্রি না থাকে, তাহলে বেশিরভাগ প্রতিষ্ঠানই আপনাকে তেমন গুরুত্ব দেবে না।  আপনার যদি এ কোর্স করা থাকে, তবে অন্যদের নিকট আপনার যোগ্যতা ও দক্ষতা প্রমাণ হবে। সেই সাথে আপনি সহজেই শিক্ষকতা হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারবেন।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Source: theconversation.com

পিজিসিই ডিগ্রির উদ্দেশ্য আপনাকে শেখানো কীভাবে একজন ভালো শিক্ষক হওয়া যাবে। আর এ যোগ্যতা আয়ত্ত্ব করার জন্য, এখানে পর্যাপ্ত সময় ও সুযোগ রয়েছে। তাই এই কোর্স করলে আপনি যোগ্য ও দক্ষ শিক্ষক হওয়ার বিভিন্ন কৌশল আয়ত্ত্ব করতে পারবেন। একজন শিক্ষককে সবাই বেশ সম্মানের চোখে দেখে ও সমীহ করে চলে। আমাদের সমাজে সম্মানজনক যে কয়েকটি পেশা রয়েছে, তার মধ্যে শিক্ষকতা অন্যতম। আর একজন শিক্ষক যদি উচ্চতর ডিগ্রিধারী হয়, তবে তার প্রতি সকলের সম্মান আরো বহুগুণে বেড়ে যায়।

৩. খরচ তুলনামূলক কম

আপনি হয়তো চিন্তা করছেন, এতো বড় ধরনের একটা কোর্স, এটি বুঝি বেশ ব্যয়বহুল। কিন্তু এটি মোটেও ব্যয়বহুল কোর্স নয়। তবে আপনি যদি বিদেশি কোনো বিশ্ববিদ্যালয় থেকে, এই ডিগ্রি নিতে চান, সেক্ষেত্রে আপনার খরচ তুলনামূলক বেশি হতে পারে। পিজিসিই সরকার অনুদিত একটি কোর্স, তাই আপনার রয়েছে ব্যয় সংকোচন ও অর্থ সংরক্ষণের বেশ কয়েকটি সুযোগ।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Source: chester.ac.uk

আপনি যদি পদার্থবিজ্ঞান কিংবা আধুনিক ভাষা শিক্ষায় স্নাতক ডিগ্রি নিয়ে থাকেন, তবে আপনাকে বেশ ভাগ্যবান বলা যায়। কারণ আপনার জন্য রয়েছে বেশ কয়েকটি ফান্ডিংয়ের সুবিধা। যেসকল শিক্ষার্থীদের এই কাঙ্ক্ষিত বিষয়গুলো রয়েছে, তারা টিউশন ফি মওকুফ এবং আরো অন্যান্য সুযোগ-সুবিধা পেতে পারেন। এছাড়াও আরো কিছু বিষয় আছে, যেগুলোর জন্যও বিভিন্ন ধরনের অনুদান দেওয়া হয়ে থাকে। আবার টিউশন ফিসহ যাবতীয় খরচ বহন করতে ঋণের জন্যও আবেদন করতে পারবেন।

৪. সারাজীবনের জন্য একটি যোগ্যতা

সম্প্রতি পিজিসিইতে সবচেয়ে বড় যে উন্নতি হয়েছে তা হলো, অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে পিজিসিইকে এমএড কোর্সের অর্ধেক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কোর্সের বাকি অর্ধাংশ আপনি পার্ট টাইম হিসেবে, অর্ধেক খরচে একই বছরের মধ্যে সম্পন্ন করতে পারবেন। এমনকি এ কোর্স শেষ না হওয়া পর্যন্ত আপনি শিক্ষকতা চালিয়ে যেতে পারবেন। এবার চিন্তা করুন তো, আপনার ঝুলিতে একটি পিজিসিই, একটি এমএড ডিগ্রি; আপনি কি আর কোথায়ও থেমে থাকবেন?

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }


শিক্ষকতা বা অন্যকে শিক্ষা দেওয়ার যোগ্যতা সত্যিকার অর্থে এমন একটি যোগ্যতা, আপনি যখন যেখানেই যান না কেনো—এই যোগ্যতাকে আপনি কাজে লাগাতে লাগাতে পারবেন। আপনার সিভিতে যখন আপনার নামের সাথে এতো বড় কোয়ালিফিকেশান যুক্ত হবে, তখন আপনার জন্য বিশ্বের যেকোনো জায়গায় ক্যারিয়ার গঠন করা সহজ হয়ে যাবে।

Source: uwtsd.ac.uk

আপনি চাইলেই এশিয়া ও আফ্রিকায় আন্তর্জাতিক মানের স্কুলগুলোতে শিক্ষকতা করতে পারবেন। আবার কানাডা, অস্ট্রেলিয়ার মতো ইংরেজি ভাষাভাষীর দেশগুলোতেও আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }


আপনি যদি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করতে চান, তাহলে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিজিসিই কোর্সটি সম্পন্ন করুন। এতে শিক্ষকতা পেশায় আপনার ক্যারিয়ার শুরু করা এবং সফলতা অর্জন করা অনেকে সহজ হয়ে যাবে।

Featured Image:Edgehill.ac.uk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *