অনলাইন ব্যবসা বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যবসায় রূপান্তরিত হয়েছে। সারা পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম সারিতে রয়েছে বড় বড় অনলাইন উদ্যোক্তারা। শুধু অনলাইন ব্যবসায়ী নয়, অফলাইনের ব্যবসায়ীরাও এখন অনলাইনের গুরুত্ব বোঝে। ঐতিহ্যবাহী যে কোনো ব্যবসায় অধিক ক্রেতা দর্শকের কাছে পৌঁছানোর সর্বোত্তম মাধ্যম হলো অনলাইন। তাই অনলাইন অথবা অফলাইন যেকোনো উদ্যোগতার জন্যই ওয়েবসাইট থাকা বর্তমান সময়ে একটি অত্যাবশ্যকীয় ব্যাপার। তবে শুধু ওয়েবসাইট থাকলেই হবে না, সেই ওয়েবসাইটটি যেমন চমৎকার ডিজাইনের হতে হবে, তেমনি তার কনটেন্টগুলো সার্চ ইঞ্জিনের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। ওয়েবসাইটের যদি যথাযথ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা না হয়, তবে ব্যবসায়ীর আসল উদ্দেশ্য তথা অধিক ক্রেতা দর্শকের কাছে পৌছানো ব্যর্থ হবে।
Source: CXO Herald
ওয়েবসাইটের এসইও তথা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার জন্য প্রয়োজন হয় একজন এসইও এক্সপার্টের। অনেকে মনে করে এসইও খুব সহজ কাজ। যে কেউ অনলাইনের সামান্য জ্ঞান নিয়েই এসইও করতে পারে। আসলে এসইও মানে কেবল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই তিনটি শব্দ নয়। এসইওর অনেক খুঁটিনাটি দিক রয়েছে, যা কেবল একজন এসইও এক্সপার্টই করতে পারেন।
আপনাকে এসইও সেবা দেওয়ার জন্য অনেক প্রফেশনাল প্রতিষ্ঠান রয়েছে। তাদের সাথে কথা বলে চুক্তির ভিত্তিতে আপনার ওয়েবসাইটের এসইও করে নিতে পারেন। ওয়েবসাইটের যথাযথ এসইও করার জন্য কেন একজন এসইও এক্সপার্ট ভাড়া করা উচিত তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করা হলো।
সাইটের ধরন অনুযায়ী পেশাদার সহায়তা
ভালোভাবে এসইও করতে হলে অনেক ধরনের কৌশল এবং পদ্ধতি প্রয়োগ করতে হয়। একজন সাধারণের পক্ষে এসব কৌশল ও পদ্ধতি জানা প্রায় অসম্ভব। কেননা ওয়েবসাইটের যথাযথ এসইও করার জন্য যেমন কনটেন্টের ধরন, সম্ভাব্য এবং টার্গেট ক্রেতা দর্শক, এসইও অঞ্চল, মানুষের রুচি, বয়স ইত্যাদি বিবেচনা করতে হয়, তেমনি এসইও এক্সপার্টকে ওয়েবসাইট ডিজাইন, কোডিং এবং ইন্টারনাল লিংকিংয়ের মতো বিষয়গুলো জানতে হয়। তাই এসইও বিশেষজ্ঞ নয় এমন কেউ এসইও করার চেষ্টা করলে সে কখনোই কাঙ্ক্ষিত ফল পাবে না।
Source: Medium
বিপরীতে একজন এসইও বিশেষজ্ঞের এসইওর আলাদা আলাদা দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান থাকে। যে কারণে সে প্রমাণিত পদ্ধতি ব্যবহার করে দ্রুত সর্বোচ্চ ফলাফল আনতে সক্ষম হয়। তাছাড়া শীর্ষস্থানীয় সার্চ ইঞ্জিনগুলোর অ্যালগোরিদম বিভিন্ন সময় পরিবর্তিত হয়, যার খোঁজ খবর একজন এসইও বিশেষজ্ঞই রাখেন। সে আপনার ওয়েবসাইট পরিবর্তিত যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত করে তুলতে পারে। তাই ওয়েবসাইটের কাঙ্ক্ষিত ফল পেতে একজন এসইও বিশেষজ্ঞ ভাড়া করুন।
অবিশ্বাস্য ফলাফল
একজন এসিও বিশেষজ্ঞ শুধু ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনের সাথে পরিচয় করিয়ে দেয় না, আরো নানান খুটিনাটি বিষয় নিয়ে কাজ করে। যেমন: আপনার কোনো একটি কনটেন্ট সার্চ লিস্টে সবার উপরে আছে। কিন্তু আপনার সাইট লোড হতে যথেষ্ট সময় নেয়। এমন ওয়েবসাইট নিয়ে সার্চ লিস্টে সবার উপরে থাকলেও আপনি ক্রেতা দর্শক হারাবেন। কিন্তু একজন এসইও এক্সপার্ট এই সব দিক বিবেচনা করে কর্মকৌশল নির্ধারণ করেন। যার ফলে ওয়েবসাইটের কনটেন্টগুলো যেমন সার্চ লিস্টে প্রথম সারিতে থাকে, তেমনি সাইট লোড হতে অল্প সময় নেয়।
Source: AndMine
দক্ষ এসইও এক্সপার্টের হাতে পড়লে ওয়েবসাইটে সবচেয়ে প্রাসঙ্গিক এবং সমসাময়িক কি-ওয়ার্ডগুলো ইনপুট করা হয়। যার ফলে সাম্প্রতিক অন্যান্য প্রতিদ্বন্দ্বী ও প্রতিযোগী ওয়েবসাইটকে পেছনে ফেলে সাইট এগিয়ে যায়।
ব্যবসার প্রাথমিক দিকে মনোযোগী হতে সহায়তা করে
আগেই বলেছি, ওয়েবসাইটের যথাযথ এসইও করতে অনেক খুটিনাটি বিষয় জানার প্রয়োজন হয়। সাথে সাথে কাজটি করার জন্য যথেষ্ট ধৈর্য, একাগ্রতা এবং সময় প্রয়োজন হয়। যা একজন উদ্যোক্তার পক্ষে বের করা বেশ কঠিন। এমনকি উদ্যোক্তা নিজেও যদি একজন এসইও এক্সপার্ট হয়ে থাকে এবং তিনি এসইও করতে লম্বা সময় ব্যয় করেন, তবে তিনি ব্যবসার মৌলিক দিকগুলো দেখার সুযোগ পাবেন না।
Source: Search Engine Land
তাই ব্যবসার সব দিক খেয়াল রেখে সফল হতে হলে আপনাকে এসইও করার দায়িত্ব অন্য কারও হাতে ছেড়ে দিতে হবে। দক্ষ এসইও ফার্ম আউটসোর্সিংয়ের মাধ্যমে এই দায়িত্ব নিয়ে থাকে। যা আপনাকে সম্পূর্ণ দুশ্চিন্তা মুক্ত হয়ে ব্যবসার অন্যান্য দিক সামাল দেওয়ার সুযোগ করে দেয়। ফলে আপনার ব্যবসায়ী সমৃদ্ধি আনা সহজ হয়।
ব্যবসার আয় বাড়াতে সহায়তা করে
ই-কমার্স ব্যবসায়ীদের জন্য ব্যবসার প্রধান এবং একমাত্র হাতিয়ার ওয়েবসাইট। সুতরাং ওয়েবসাইটটি যদি যথাযথভাবে এসইও করা না হয় তবে যত ভালো পণ্যই থাক না কেন, কাঙ্ক্ষিত ক্রেতা দর্শক আকর্ষণ করা কঠিন হবে। যা ব্যবসায়ীকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে।
Source: FlexJobs
বিপরীতে একজন এসইও এক্সপার্টকে দিয়ে ওয়েবসাইটের এসইও করালে, সাইটটি যেমন কাঙ্ক্ষিত ক্রেতা দর্শক আকর্ষণ করতে সক্ষম হবে, তেমনি আশানুরূপ লাভের মুখ দেখতে পাবে। তাই উদ্যোক্তাদের উচিত এসিওকে বিনিয়োগ হিসেবে দেখা।
বাড়তি সুবিধা বুঝে নিন
পেশাদার এসইও ফার্ম শুধু এসইও সেবা নয়, সাথে সাথে আরও নানান সুযোগ সুবিধা দিয়ে থাকে। যা আপনার ই-কমার্স সাইটের বিক্রয় বাড়াতে সহযোগিতা করে। তাই এসইও এক্সপার্ট ভাড়া করার আগে এসব বিষয় বিবেচনা করুন। প্রয়োজনে একাধিক ফার্মের সাথে কথা বলুন। তারপর পছন্দনীয় ফার্ম থেকে এসইও সেবা নিন।
Source: Media Manager
উপরোক্ত বিষয়গুলো বিবেচনায় রেখে ই-কমার্স সাইট বা ওয়েবসাইটের কাঙ্ক্ষিত ফল পেতে এসইও এক্সপার্ট ভাড়া করুন। বিষয়টিকে ব্যবসায় বিনিয়োগ হিসেবে বিবেচনা করুন।
Feature Image : Search Engine Land