সাম্প্রতিক সময়ে একটা বিরাট প্রযুক্তি বিপ্লব ঘটেছে। তাই প্রযুক্তি আমাদের জীবন এবং অস্তিত্বের অনেক ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। তবে প্রযুক্তির এই প্রভাবে বিস্মিত হওয়ার কিছু নেই। কেননা নতুন নতুন প্রযুক্তি এবং উদ্ভাবন মানুষের কল্যাণের জন্যই হয়েছে। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি দিক পর্যায়ক্রমে আরও সহজ ও সুন্দর করতে এসব নতুন নতুন প্রযুক্তি কাজ করছে।
একই ভাবে শিক্ষাক্ষেত্রেও এই প্রযুক্তি নিয়ে এসেছে মহাবিপ্লব। বিশ্বব্যাপী অনলাইনে অনেকগুলো ওয়েবসাইট ও টুলস শিক্ষাক্ষেত্রে রাখছে অবিস্মরণীয় অবদান। অনলাইনে এসব টুলস এবং ওয়েবসাইট শিক্ষার্থীদের জন্য কল্যাণকর শুধুমাত্র এই কারণে নয় যে ইন্টারনেট সংযোগ থাকলেই এগুলো ব্যবহার করা যায়। বরং অনলাইনের এই টুলসগুলো সহজে যেমন ব্যবহার করা যায়, যেমনি এখান থেকে প্রচুর তথ্যও পাওয়া যায়, যা শিক্ষার্থীদের জ্ঞান চর্চা অনেক সহজ করে দেয়। একই সাথে এইসব অনলাইন টুলস ও ওয়েবসাইট ব্যবহার সম্পূর্ণ ফ্রি, যা শিক্ষার্থীদের বড় অঙ্কের শিক্ষ খরচের হাত থেকে রক্ষা করে।
যদি কোনো শিক্ষার্থী যথাযথভাবে এই অনলাইন টুলসগুলো ব্যবহার করতে পারে, তবে বাড়িতে শিক্ষকের সহযোগিতা ছাড়াই একজন শিক্ষার্থী তার প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা সহজেই পেতে পারে। কিন্তু প্রশ্ন হলো আমরা ইন্টারনেটের হাজার হাজার ওয়েবসাইটের মধ্যে থেকে শিক্ষার্থীদের জন্য উপকারী ওয়েবসাইটগুলো সহজে কিভাবে খুঁজে পাবো? অথবা কোন ওয়েবসাইট কি কাজে লাগে তা কিভাবে বুঝবো? আপনাদের এই আকাঙ্ক্ষা পূরণ করতে আজ এমন কিছু অনলাইন টুলস ও ওয়েবসাইটের সন্ধান জানাবো, যা ব্যবহার করে যেকোনো শিক্ষার্থী উপকৃত হতে পারে।
১. গ্রামারলি (Grammarly)
বাঙালি শিক্ষার্থীদের প্রথম ভাষা ইংরেজী নয়। তাছাড়া বিরাট সংখ্যক শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াশোনা করে। তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার সব শিক্ষা ইংরেজি ভাষায় গ্রহণ করতে হয়। এমনকি সকল বাড়ির কাজ ও পরীক্ষা ইংরেজি ভাষায় দিতে হয়।
সুতরাং বাংলা মাধ্যম থেকে হঠাৎ করে ইংরেজি মাধ্যমে প্রবেশ করে অনেক শিক্ষার্থী ইংরেজি ভাষার সাথে তাল মেলাতে পারে না। ফলে বিশ্ববিদ্যালয়ের সকল বাড়ির কাজ লেখা এবং অন্যান্য চর্চায় ইংরেজি ভাষা ব্যবহার করতে গিয়ে প্রতিনিয়ত ভুল করে। শিক্ষার্থীদের ইংরেজি ভাষার ব্যাকরণগত সমস্যা এবং যতিচিহ্নের ব্যবহার ঠিক করে দিতে অনলাইন একটি চমৎকার টুলস আছে, যার নাম Grammarly। Grammarly ব্যবহার করে যেকোনো শিক্ষার্থী তার ইংরেজি রচনার বানান, যতিচিহ্ন এবং ব্যাকরণগত সমস্যা ঠিক করে নিতে পারেন।
২. স্টাডি গাইড জোন (Study Guide Zone)
অনলাইনে যে স্বল্পসংখ্যক শিক্ষা, পরামর্শক এবং তথ্যমূলক ওয়েবসাইট আছে Study Guide Zone তাদের মধ্যে অন্যতম একটি। যদিও এই ওয়েবসাইটটি দেখতে পুরনো ধাঁচের এবং ঐতিহ্যবাহী মনে হয়।
আপনি যদি বিভিন্ন বিষয়ের পাঠ বুঝতে অসুবিধায় পড়েন তাহলে এই ওয়েবসাইটটি আপনাকে সহযোগিতা করতে পারে। বিষয় ভিত্তিক অনেক পাঠ এই ওয়েবসাইটটি সহজ ভাবে উপস্থাপন করে। এমনকি SAT, TOEFL এবং ACT এর মতো পরীক্ষার জন্য আপনাকে পর্যাপ্ত সাহায্য করতে পারে Study Guide Zone।
৩. ইজিহাব (EssayHub)
অনলাইনে সৃজনশীল লেখা বিকাশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এই EssayHub। এই প্ল্যাটফর্মটি আপনার সৃজনশীল লেখার উন্নতি করতে, চর্চা বাড়াতে এবং সৃজনশীল সাহিত্য দক্ষতা বৃদ্ধি করতে সহায়তা করবে। EssayHub ব্যবহার করতে কিছুই লাগবে না, শুধু ওয়েবসাইটটিতে রেজিস্ট্রেশন করতে হবে। এভাবে খুব সহজেই আপনি EssayHub-এ প্রবেশ করতে পারবেন।
আপনার লেখার দক্ষতা বাড়াতে EssayHub-এ বিদ্যমান অসংখ্য অনলাইন ক্লাস, সেশন এবং টিউটোরিয়াল থেকে পছন্দমতো বেছে নিতে পারেন। EssayHub অন্যান্য সৃজনশীল লেখা প্রশিক্ষণ সার্ভিসের চেয়ে আকর্ষণীয় এই কারণে যে, এখানে বিদ্যমান ক্লাস এবং টিউটোরিয়ালগুলো যথাযথ এবং সম্পূর্ণ। এখানে বিদ্যমান ক্লাসগুলো যথার্থই সৃজনশীল এবং গভীর।
সুতরাং আপনি যদি কোনো ভাবেই আপনার সৃজনশীল লেখার উন্নতি করতে না পারেন তবে এই EssayHub হতে পারে আপনার লেখার দক্ষতা বাড়ানোর সবচেয়ে চমৎকার সাহায্যকারী হাত।
৪. কম্পাস লার্নিং (Compass Learning)
কম্পাস লার্নিং একটি চমৎকার ওয়েবসাইট যা শিক্ষার্থীদের বাড়িতে বসে পাঠ দুর্বলতা এবং পাঠ যথাযথভাবে বুঝতে সহযোগিতা করে। এছাড়া সকল শিক্ষার্থীকে সাধারণ মনোবিজ্ঞান এবং মানসিক ব্যাপারগুলো সহজে বুঝতে সহযোগিতা করে।
এই ওয়েবসাইটটি শিক্ষার্থীদের শিক্ষার পদ্ধতি বা জানার কৌশল আরো ভালোভাবে বুঝতে সহযোগিতা করে, যাতে শিক্ষার্থীরা যথাযথভাবে সঠিক শিক্ষাটা গ্রহণ করতে পারে। শিক্ষার্থীরা এই ওয়েবসাইটটি ব্যবহার করে খুব সহজেই নিজের ব্যক্তিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে শিক্ষা গ্রহণের পদ্ধতি এবং প্রক্রিয়াগুলো আয়ত্ত করতে পারি, যা শিক্ষার্থীকে নিজে নিজে পরবর্তী পাঠ বুঝতে অনুপ্রাণিত করে।
৫. কোর্সেরা (Coursera)
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের পাঠ উন্নতিতে নিঃসন্দেহে এটি আরেকটি দরকারী ওয়েবসাইট। এই ওয়েবসাইটে বিশ্ব বিখ্যাত ও গুরুত্বপূর্ণ তালিকাভুক্ত কিছু বিশ্ববিদ্যালয় ও কলেজের কোর্স খুঁজে পাওয়া যায়। আরো চমৎকার ব্যাপার হলো, প্রায় সব বিষয়েরই কোর্স এখানে খুঁজে পাওয়া যায়। যেমন মানবিক, বিশুদ্ধ বিজ্ঞান, সমাজ এবং এর কাছাকাছি আরো অন্যান্য বিষয়।
সুতরাং বিশ্বব্যাপী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পাঠ সহজ করতে এই ওয়েবসাইটটি খুবই উপকারী। আপনি যদি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী হয়ে থাকেন তবে আজই একবার খুঁজে দেখতে পারেন, আপনার বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো এখানে পাওয়া যায় কিনা।
এই নিবন্ধটি এখানেই শেষ নয়। এমন আরও কিছু চমৎকার ওয়েবসাইট সন্ধান পরবর্তী নিবন্ধ আপনাদের জানাবো। আশা করি সেই সাইটগুলোও শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী হবে।