সবুজ ভবিষ্যতের জন্য ৫টি পরিবেশবান্ধব প্লাষ্টিকের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান

Image Source-packwordld.com

বর্তমানে বিভিন্ন দেশ, কোম্পানি সৃজনশীল পদ্ধতিতে কার্বনের পরিমাণ হ্রাস করে পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে ও ব্যবহারে আগ্রহী হয়ে উঠছে। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকারক বর্জ্য অপসারণ করা, বিশেষ করে প্লাষ্টিকের পণ্য যেমন প্লাষ্টিকের থালা বাসন, ছুরি, চামচ, কাচি ইত্যাদির ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পণ্য ব্যবহার করা। সাম্প্রতিক বছরগুলোতে অনেক কোম্পানি পরিবেশবান্ধব একবার ব্যবহার যোগ্য প্যাকেট এবং থালা-বাসন ব্যাপক হারে ব্যবহার করছে। এসব পরিবেশবান্ধব, জৈবযুক্ত, জীবাণুবিয়োজ্য পণ্যগুলো প্রাকৃতিক উপাদান যেমন বিভিন্ন গাছের আঁশ ও তন্তু দিয়ে তৈরী করা হয় যা ব্যবহারের পর ফেলে দিলে পরিবেশের কোনো ক্ষতি হয় না বরং তা প্রাকৃতিক উপায়ে পচে যায়; এমনকি অনেক সময় প্রকৃতির জন্য মূল্যবান সম্পদে পরিণত হয়।

এই সচেতন ও পরিবেশবান্ধব কোম্পানিগুলোকে ধন্যবাদ, যাদের কারণে আমরা ভবিষ্যতে একটি বর্জ্যমুক্ত পৃথিবী গড়তে পারবো।

ওয়ার্ল্ড সেনট্রিক

Image Source: usecoproduct.com

এটি একটি মার্কিন প্রতিষ্ঠান যা বাসাবাড়িতে ও অফিসে ব্যবহারের জন্য পরিবেশবান্ধব ব্যাগ, চামচ, ছুরি, কাঁচ ইত্যাদি তৈরি করে। এসব পরিবেশবান্ধব পণ্য তারা এক ধরণের চিরজীবি গাছের শেকড় থেকে তৈরি করে যা ব্যবহারের পর ফেলে দিলে নির্দিষ্ট প্রাকৃতিক প্রক্রিয়ায় ভেংগে কার্বনকে ভূ-গর্ভস্থে থাকতে সাহায্য করে। এই কোম্পানি তাদের লাভের ২৫% বিভিন্ন দাতব্য সংস্থায় দান করে ত্থাকে।

পেপিলিকো

Image Source: Indigogo.com

পেপিলিকো তৈরি পেপার প্লেট একটি অসাধারণ আবিস্কার। এই প্লেটগুলো ভূট্টো দানা ও আনারসের মুকুট নামের দুইটি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়। আপনি প্লেটটি ব্যবহারের পর মাটিতে পুতেঁ রাখুন, নিয়ম করে পানি দিন, কয়েকদিন পর দেখবেন একটি গাছের চারা গজাবে। কচি চারাটি বেড়ে উঠার জন্য প্রয়োজনীয় যে পুষ্টি ও খনিজ পদার্থ দরকার তা প্লেটটি তৈরী করার সময় মিশিয়ে দেয়া হয়।বিশ্বাস না হলে, ব্যবহার  করে দেখতে পারেন।

বি গ্রিন প্যাকেজিং

Image Source: greenphillyblog.com

বি গ্রিন প্যাকেজিং খাবার পরিবেশনের জন্য একবার ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করে। এটি ক্ষতিকর প্লাস্টিকের,কাগজ ও ফয়েল পেপারের বিকল্প ব্যবহারযোগ্য একটি পন্য। ভোক্তাদের জন্য নিত্যনতুন পরিবেশবান্ধব পণ্য তৈরি করার জন্য তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে।ক্রেতাদের কাছে নিরাপদ ও টেকসই পণ্য পৌছে দেয়া এই কোম্পানির মূল  উদ্দেশ্য।

ইকোওয়্যার

Image Source: ecowareproduct.com

ইকোওয়্যার নিউজিল্যান্ড ভিত্তিক একটি কার্বন নিরপেক্ষ কোম্পানি। এছাড়া ও তারা সবসমসয় পরিবেশবান্ধব পণ্য উৎপাদনের প্রযুক্তি আবিষ্কারে বিনিয়োগ করে থাকে।তাদের ২৫০টির ও বেশি পণ্য রয়েছে। তারা খাবার প্যাকেজিং পণ্যে ছাড়াও জৈব প্লাষ্টিক প্যাকেজিং তৈরি করে থাকে যাতে কার্বনের পরিমাণ সাধারন প্লাষ্টিক থেকে ৮০% কম থাকে। ইকোওয়্যার মূল উদ্দেশ্য হচ্ছে পরিবেশবান্ধব টেকসই পণ্য উৎপাদন করা যার গুনগত মানে অতুলনীয় ও সাশ্র্যয়ী।

টিপা

Image Source: embassies.gov.il

টিপা বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করে থাকে যেমন-খাদ্য প্যাকেজিং পণ্য,জিপলক ব্যাগ, আর্বজনা ব্যাগ ইত্যাদি। এসব পণ্য ক্রেতারা ব্যাপক হারে ব্যবহার করে থাকেন। টিপার পণ্য টেকসই ও দেখতে স্বচ্ছ প্লাস্টিকের মত কিন্তু এসব পণ্যে কোন ক্ষতিকর পর্দাথ নেই। ফল,সবজি,শুকনো,ঠান্ডা,বেকড করা খাবার সংরক্ষন করে রাখতে পারবেন।

সাধারণ প্লাস্টিকের পণ্য পরিবেশ, মানবদেহ এবং প্রাণীজগৎ জন্য ক্ষতিকর। আমাদের উচিৎ এসব পণ্য বর্জন করা এবং পরিবেশবান্ধব পণ্য ব্যবহার এবং অন্যও ব্যবহারে উৎসাহিত করা। এসব পরিবেশবান্ধব পণ্য প্রযুক্তির এমন এক আবিষ্কার যা একটি সুন্দর সবুজ বর্জ্যমূক্ত পৃথিবী গড়তে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *