টোফেল পরীক্ষার প্রস্তুতির সময় প্রায় সবাইকে প্রচন্ড চাপের মধ্যে দিয়ে যেতে হয়। কারণ টোফেল পরীক্ষায় একটি সুনির্দিষ্ট স্কোর করতে হয়, যেটা করতে না পারলে পুরো পরিশ্রমই প্রায় পণ্ডশ্রমে পরিণত হয়ে যায়। মাসের পর মাস দিনরাত প্রস্তুতির নেওয়ার পাশাপাশি প্রচুর অর্থ ব্যয় করতে হয় এই পরীক্ষার পেছনে। অনেকে পড়ার চাপের কারণে পরীক্ষার আগের রাত না ঘুমিয়েই কাটিয়ে দেন।
তবে যদি কেউ শুরু থেকে টোফেল পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেন, তাহলে পরীক্ষার সময় আর তার জন্য খুব বেশি চাপ মনে হবে না। তবে শুধুমাত্র ধরাবাঁধা নিয়মে পড়ে গেলে হবে না। টোফেল প্রস্তুতির জন্য হতে হবে বেশ কৌশলী। যদি কেউ সঠিক কৌশল গ্রহণ করে প্রস্তুতি নিতে নেন, তাহলে তার জন্য টোফেল পরীক্ষায় ভালো স্কোর করা খুবই সহজ হয়ে যায়। তাই চলুন জেনে নেওয়া যাক, টোফেলের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কোন কোন কৌশল গ্রহণ করতে হবে।
১. নোট করার ক্ষেত্রে খুব দক্ষ হতে হবে
যখন আপনি টোফেল পরীক্ষা দিবেন, তখন আপনি শুধুমাত্র একবারই কোনো অডিও ক্লিপস শুনতে পাবেন। অডিও ক্লিপস শোনার পরই আপনাকে মুখে বলে বা খাতায় লিখে প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষার সময় যেহেতু আপনি অডিও ক্লিপস পুনরায় শুনতে পারবেন না, সে কারণে অডিও ক্লিপস শোনার সময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো নোট করে রাখতে হবে। তাই আপনি যখন টোফেলের প্রস্তুতি নিবেন, তখন থেকেই নোট করার ক্ষেত্রে খুবই দক্ষ হতে হবে। আপনি চাইলে বাংলাতেও নোট করতে পারেন অথবা ইংরেজিতেও নোট করতে পারেন। তবে উভয় ভাষায় করাটাই সম্ভবত সবচেয়ে ভালো।
অডিও শোনাকালীন, সঠিক সময়ে সঠিক তথ্যটি টুকে রাখতে হবে, যেন কোনো গুরুত্বপূর্ণ তথ্যই বাদ না পড়ে। এক্ষেত্রে প্রস্তুতির জন্য বিভিন্ন দৈর্ঘ্যের ও বিভিন্ন লেভেলের অর্থাৎ সহজ বা কঠিন অডিও ক্লিপস শুনে অনুশীলন করতে হবে। একবার নোট নেওয়ার পর পুনরায় অডিও ক্লিপস শুনবেন এবং মিলিয়ে দেখবেন, আপনার নেওয়া নোটগুলো ঠিক আছে কিনা।
তবে নোট নেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, হাতের লেখা যেন ভালো হয়। নাহলে পরে বুঝতে অসুবিধা হতে পারে। এভাবে নোট করলে আপনি যেমন টোফেল পরীক্ষায় ভালো করতে পারবেন, তেমনি পরবর্তীতে পড়াশোনার ক্ষেত্রেও এটা উপকারে আসবে।
২. টোফেল টেস্ট দিতে হবে
যখন কেউ টোফেল পরীক্ষার প্রস্তুতি নেন, তখন তার নির্দিষ্ট একটি নাম্বার পাওয়া বা স্কোর করার লক্ষ্য থাকে। টোফেল প্রস্তুতির সময় আপনি যদি বিভিন্ন পরীক্ষা বা টেস্ট দেন, তাহলে আপনি খুব সহজে আপনার লক্ষ্য নির্ধারণ করতে পারবেন। অর্থাৎ নির্দিষ্ট স্কোর করার জন্য আপনাকে কী কী করতে হবে, সেটা বুঝতে পারবেন।
টোফেলের বিভিন্ন টেস্টের মাধ্যমে আপনি খুব সহজেই পরীক্ষার পরিবেশ, প্রশ্নের ধরন ও পরীক্ষায় কী কী বাধার সম্মুখীন হতে হবে, সেগুলো সম্পর্কে জানতে পারবেন। টোফেলের প্রস্তুতিমূলক পরীক্ষা দেওয়ার বিভিন্ন সুযোগ রয়েছে, সেগুলোতে অংশগ্রহণ করে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারেন।
৩. প্রতিদিন পড়তে হবে
অনেক ইংরেজি ভাষাভাষী মানুষ রয়েছেন, যারা শব্দভাণ্ডার বাড়ানোর জন্য নিয়মিত বিভিন্ন বই পড়ে থাকেন। ইংরেজি শব্দের উপর দক্ষতা বৃদ্ধির জন্য ইংরেজি ভাষাভাষীরা যেহেতু নিয়মিত পড়েন, তাহলে আমাদের দেশ থেকে যারা টোফেল পরীক্ষা দেবেন, তাদের অবশ্যই আরো বেশি পড়া উচিত।
ভোকাবুলারির পাশাপাশি রিডিং পড়ার দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রচুর পরিমাণ বই পড়তে হবে। বিভিন্ন বিষয়ের বিভিন্ন ধরনের বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে। কারণ টোফেল পরীক্ষায় আপনাকে কী ধরনের বই পড়তে দেওয়া হবে, সেটা আপনি জানেন না। তাই বিভিন্ন বিষয়ের প্রচুর পরিমাণ বই পড়ার মাধ্যমে নিজের প্রস্তুতি শাণিত করতে হবে।
৪. নিয়মিত পডকাস্ট শুনবেন
আমাদের দেশে পডকাস্ট এখনো জনপ্রিয় না হলেও, ইউরোপ আমেরিকায় বেশ জনপ্রিয়তা লাভ করেছে। পডকাস্ট নির্ভর বিভিন্ন ধরনের ইংরেজি অনলাইন রেডিও রয়েছে, যেমন, বিবিসি বা এনপিআর। এসব রেডিওতে ইংরেজি ভাষাভাষী মানুষদের বিভিন্ন অনুষ্ঠান নিয়মিত শুনলে তাদের উচ্চারণ বোঝার ক্ষমতা বৃদ্ধি পায়। এর পাশাপাশি পডকাস্ট শোনার মাধ্যমে আপনি নিজের স্পিকিং বা ইংরেজি বলার দক্ষতা বৃদ্ধি করতে পারেন।
পডকাস্টের বক্তার উচ্চারণ অনুকরণের মাধ্যমে আপনি ইংরেজি উচ্চারণে বেশ দক্ষ হয়ে উঠতে পারেন। কোনো কিছু দেখে যত সহজে বোঝা যায়, সেটা শুনে বোঝা অনেক কঠিন। সে কারণে যদি ইংরেজি বোঝার দক্ষতা বাড়াতে চান, তাহলে নিয়মিত পডকাস্ট শুনতে পারেন।
৫. টাইপিং স্পিড বাড়াতে হবে
টোফেল পরীক্ষার একটা অংশ হচ্ছে লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষা আপনাকে দিতে হবে একটা অপরিচিত কম্পিটারে, কোয়ার্টি (QWERTY) কিবোর্ডের সাহায্যে। এখন আপনি যদি এই কিবোর্ডের সাথে আগে থেকে পরিচিত না হয়ে থাকেন, তারা পরীক্ষার সময় রচনা লিখে শেষ করতে পারবেন না। সে কারণে আপনাকে প্রথম থেকেই টাইপিং স্পিড বাড়াতে হবে।
টাইপিং স্পিড বাড়ানোর জন্য পরীক্ষার প্রস্তুতির সময় নিয়ম করে বিভিন্ন বিষয়ে লিখতে হবে। আপনি যেকোনো কিছু লিখে অনুশীলন করতে পারেন। তবে অনেকে এটাকে খুব সহজ বিষয় হিসেবে নেন এবং ঠিকমত অনুশীলন করে না। ফলে পরীক্ষার সময় গিয়ে তারা বিপদে পড়ে যান।
তাই আপনাকে পরীক্ষার আগেই নিশ্চিত করতে হবে, আপনি যেন কোয়ার্টি কিবোর্ডে খুব দ্রুত লিখতে পারেন। অনেক অনলাইন সাইট ও টুলস রয়েছে, যেখানে আপনি এই বিশেষ দক্ষতা অর্জনে অনুশীলন করতে পারেন।
Featured Image: utc.edu