হতাশ ব্লগারদের চাঙ্গা করতে ৫টি পরামর্শ

এটা সত্যি যে ব্লগ লেখা এবং তা সফল করা খুব সহজ কাজ নয়। কিন্তু নিয়মিত ব্লগ লিখতে পারলে যে কোনো বিষয়ে নিজের বিশ্লেষণী ক্ষমতা যেমন বাড়ে সফল হতে পারলে তেমন আয়ও করা যায়। তবে নিদারুণ সত্য হল বেশিরভাগ ব্লগার ব্যর্থ হয়। কেননা শুরুতে তাদের যে অনুপ্রেরণা থাকে কিছুদিন কাজ করার পর তারা সেই অনুপ্রেরণা হারিয়ে ফেলে। ব্লগারদের মনে রাখা দরকার যেখানে মূল ধারার পত্রিকার ওয়েবসাইট সফল করতে উদ্যোক্তাদের গলদঘর্ম অবস্থা হয়, সেখানে এক দুই জন মানুষের লেখা প্রকাশ করে ব্লগ কত দ্রুতই বা সফল হতে পারে! সুতরাং ব্লগিং করতে হলে প্রথমেই প্রয়োজন ধৈর্য ও আত্মবিশ্বাস।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }
photo: make easy money

এছাড়াও আরও নানান বিষয়ে নজর রাখতে হয়। ইতিপূর্বে ব্লগ নিয়ে লেখা নিবন্ধে আমি অন্যতম প্রধান ৪টি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজ এ বিষয়ে দ্বিতীয় পর্বের আলোচনায় থাকছে আরও কয়েকটি বিশেষ পরামর্শ, যা হতাশ ব্লগারদের চাঙ্গা করবে বলে আশা রাখি।

১. অন্যের চেয়ে ভাল করুন

আপনার ব্লগ সাইটে কোনো অডিও ট্রাক, ছবি বা সাধারণ ব্লগ পোস্ট যাই প্রকাশ করুন না কেন, চেষ্টা করুন তা যেন আপনার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে ভালো হয়। এমন কাজ করা কী সহজ? সম্ভবত! তাহলে বেশির ভাগ ব্লগার তাদের কনটেন্ট নিয়ে হতাশ কেন?

photo: whatmelknows

আসলে অন্যের চেয়ে ভাল করার কোনো অফিসিয়াল নিয়ম বা পদ্ধতি নেই। যার কনটেন্ট তার, প্রত্যেকের কনটেন্ট তার নিজের মতো করে ভাল। সুতরাং এ নিয়ে বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। তবে আপনি ক্রমাগত চেষ্টা করে যান নিজের পূর্বের কাজের চেয়ে ভাল কাজ করার।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

সাথে সাথে অতিরিক্ত বা বিশেষ কিছু করুন। আপনি খুব ভাল কোনো পডকাস্ট তথা অডিও তৈরি করুন অথবা একটি গুরুগম্ভীর দীর্ঘ ব্লগ পোস্ট লিখুন। এমন সব কাজ করুন যা সচরাচর অন্য ব্লগাররা করতে চায় না। এভাবে কাজ করলে আপনি কিছুদিনের মধ্যে এমন কিছু বিশেষ কাজ করে ফেলবেন যা অন্য অনেকে হয়তো চিন্তাও করেনি। সাফল্য লাভের এটিই গোপন সুত্র।

২. আপনার ব্লগের বার্তা ছড়িয়ে দিনে

আপনার ব্লগ সম্পর্কিত শব্দ তথা কীওয়ার্ড ইন্টারনেটের সম্ভাব্য সব মাধ্যমে ছড়িয়ে দিন, যা দ্রুত আপনার কনটেন্টের পাঠক বাড়াতে সাহায্য করবে। আর একবার যদি পাঠক সৃষ্টি করতে পারেন তো আপনার সাফল্য অবশ্যম্ভাবী। এতে অন্যান্য ব্লগারদের মধ্যে স্বভাবতই চাঞ্চল্য সৃষ্টি হবে। কিন্তু আপনার তা নিয়ে ভাবলে চলবে না।

সকল সামাজিক যোগযোগ প্ল্যাটফর্ম ও অন্যান্য প্রভাব বিস্তারকারী মাধ্যম ব্যবহার করুন। অতিথি ব্লগারদের পোস্ট দেওয়ার সুযোগ করে দিন। যার মাধ্যমে আপনি অন্য ব্লগারদের পাঠকসহ আরও অনেক মানুষের সংস্পর্শে আসতে পারবেন।

photo: 123rf

আপনার সমমনা মানুষের সংস্পর্শে যান, তাদের থেকে পরামর্শ নিন, পর্যবেক্ষণ করুন তারা কী করে আর নিজের কনটেন্টে তা বাস্তবায়ন করুন। অন্য সফল অনলাইন ব্লগার বন্ধুর সাহায্য পাওয়া কঠিন হতে পারে। তবে আপনি যদি লেগে থাকেন আর ভাল বন্ধুত্ব গড়ে তুলতে পারেন তবে নিশ্চয় অন্য সফল ব্লগারের সাথে কফি আড্ডায় অনেক কিছু শিখে নিতে পারবেন।

আর হ্যা, আপনার ব্লগ সাইটে “আপনিও লিখতে পারেন” বোতাম যোগ করতে ভুল করবেন না।

৩. সামাজিক যোগাযোগ মাধ্যমের যথাযথ ব্যবহার

আপনি জানেন কত সংখ্যক ব্লগার তাদের ব্লগের প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে না? তারা মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ভাল কাজ করে না, এতে কোনোই উপকার হয় না। আসলে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে জানেন না।

photo: webstarkmedia

সামাজিক যোগাযোগ মাধ্যমের যথাযথ ব্যবহার করতে পারলে অল্প দিনেই একটি ব্লগ সাইট সফল করে তোলো সম্ভব। সুতরাং সকল সুপ্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যমে আজই আইডি তৈরি করুন আর ব্লগের সকল আপডেট শেয়ার করা শুরু করুন। সাথে পাঠককে আকৃষ্ট করতে যোগ করুন বিশেষ কিছু কথা। বাজেট থাকলে আপনি সামাজিক যোগযোগ মাধ্যমে আপনার ব্লগের বিজ্ঞাপনও দিতে পারেন।

সাথে সাথে আপনার সাইটের কনটেন্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার বোতাম সংযুক্ত করতে ভুলবেন না। এতে সমমনা ব্যক্তিরা আপনার লেখা ভাল লাগলে নিজ থেকেই সামাজিক মাধ্যমে শেয়ার করবে, যা আরও বিপুল সংখ্যক পাঠকের কাছে আপনাকে নিয়ে যাবে।

৪. হ্যাকার থেকে নিরাপদ থাকুন

আপনার ব্লগ সাইট চালু করার পর নিয়মিত লেখা শুরু করেছেন, যথেষ্ট পাঠকও পেয়েছেন। এমন সময় যদি সাইটটি হ্যাক হয়ে যায় তাহলে কেমন হবে? নিশ্চয় আপনার এতদিনের সব শ্রম জলে যাবে। সুতরাং ব্লগ সাইট তৈরি করার সাথে সাথে সাইটের নিরাপত্তা নিয়েও ভাবতে হবে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তবে নিচের উল্লেখিত বিষয়গুলো নিশ্চিত করুন:

  •  একটি শক্তিশালী পাসওয়ার্ড ও ইউজার নেইম নির্ধারণ করুন। এক্ষেত্রে পাসওয়ার্ড নির্ধারণ করার সময় বিশেষ বর্ণ তথা: #, *, /, %, ইত্যাদি ব্যবহার করুন। যদি তা মনে রাখা খুব কঠিন হয়, তবে অন্য কোথাও লিখে রাখুন।
  • সাইটে একটি নিরাপত্তা প্লাগইন সংযুক্ত করুন। ওয়ার্ডপ্রেসের সাথে ভালভাবে কাজ করে এমন অনেকগুলি বিনামূল্যের নিরাপত্তা প্লাগইন সাইট আছে, সেখান থেকে পছন্দ মতো একটি বেছে নিন।
  • সাইটের ইনস্টলেশন আপডেট তথা সকল হালনাগাতকৃত তথ্য সংরক্ষণ করুন।

৫. আকর্ষণীয় শিরোনাম লিখুন

photo: safuan borhan

আকর্ষণীয় শিরোনামের জন্য দৈনিক পত্রিকা বিক্রি হয়। ব্লগের ক্ষেত্রেও তাই। তবে এটা বলা সহজ, কিন্তু খুব আকর্ষণীয় একই সাথে যথাযথ শিরোনাম নির্বাচন করা সত্যিই খুব সৃজনশীলতার ব্যাপার। যথাযথ এবং আকর্ষণীয় শিরোনাম দিতে পারলে ব্লগে আপনা থেকেই প্রচুর পাঠক পাওয়া যাবে।

সবশেষে বলতে চাই, সকল কাজের সাফল্য নির্ভর করে নিজের সৃজন ক্ষমতার উপর। নিজের সৃজনশীলতার স্বাক্ষর রাখতে পারলে ব্লগে সফল হওয়া সময়ের ব্যাপার মাত্র।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *