কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স ক্ষেত্রে উচ্চ বেতনের ৫টি চাকরি

বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স ও মেশিন লার্নিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স ক্ষেত্রে কর্মজীবন গড়ার প্রতি মনোনিবেশ করেছে। এসব ক্ষেত্রে বিভিন্ন ধরনের চাকরির পদও সৃষ্টি হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স প্রতিষ্ঠানসমূহ বেশিরভাগ চাকরিতেই উচ্চ বেতন প্রদান করে থাকে। আমি এ আর্টিকেলটি কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও রোবটিক্স ক্ষেত্রে উচ্চ বেতনের সেরা ৫টি চাকরি সম্পর্কে বিস্তারিত আলোচনা উপস্থাপন করবো।

১. ডাটা সাইন্স ম্যানেজার

কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স শিল্পে অন্যতম উচ্চ বেতনের চাকরির পদ হলো ডাটা সাইন্স ম্যানেজার। এ পদে চাকরি করে বছরে গড়ে প্রায় ৮৫ হাজার পাউন্ড বেতন পাওয়া সম্ভব। যা বাংলাদেশর হিসাব অনুযায়ী প্রায় ৮৮ লাখ টাকা। একজন ডাটা সাইন্স ম্যানেজার ক্লায়েন্টদের অন্তর্দৃষ্টি, মেশিন লার্নিং ও অ্যালগরিদম ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পণ্য সামগ্রী উৎপাদন করে এবং ব্যবসায়িক বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে।

Source:wsj.com

ডাটা সাইন্স ম্যানেজাররা তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে, প্রোগামিং ও পরিসংখ্যানিক বিশ্লেষণের মাধ্যমে, বিভিন্ন ক্লায়েন্টদের বুঝাতে চেষ্টা করে থাকে। কীভাবে মেশিন লার্নিং, ডাটা বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের ব্যবসার জন্য উপকারী হতে পারে এবং কোন ধরনের পণ্য তাদের ব্যবসার জন্য অধিক লাভজনক হবে। এছাড়াও একজন ডাটা সাইন্স ম্যানেজার ডাটা বিজ্ঞানীদের একটি দলকে দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে পরিচালনা করে থাকেন। ডাটা সাইন্স ম্যানেজার হতে হলে, ডাটা বিজ্ঞানের উপরে ভালো অভিজ্ঞতা থাকতে হবে এবং ডাটা বিজ্ঞানের সাথে সম্পৃক্ত কোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়াও সমস্যা সমাধানের যোগ্যতা ও ভালো যোগাযোগের দক্ষতা থাকা আবশ্যক। আপনার এসব দক্ষতা ও যোগ্যতা থাকলে ডাটা সাইন্স ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করতে পারেন।

২. বড় ডাটা ইঞ্জিনিয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডাটা সাইন্স ও মেশিন লার্নিংয়ের ন্যায় শিল্পে, একজন বড় ডাটা ইঞ্জিনিয়ারকে বেশ উচ্চমানের বেতন প্রদান করা হয়ে থাকে। একজন বড় ডাটা ইঞ্জিনিয়ারের বার্ষিক গড় বেতন প্রায় ৭৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশের হিসাব অনুযায়ী প্রায় ৭৮ লক্ষ টাকা।

Source:reed.co.uk

ডাটা বিজ্ঞান হলো এমন একটি ক্ষেত্র, যা বিভিন্ন ধরণের তথ্য সংশ্লেষ, প্রস্তুতি এবং বিশ্লেষণের সাথে সম্পর্কিত এবং যেখানে বিভিন্ন আকারের ডাটা নিয়ে কাজ করা হয়। বড় ডাটা এমন ডাটাসমূহের বিশাল পরিমাণকে নির্দেশ করে, যা প্রথাগত অ্যাপ্লিকেশনগুলোতে কার্যকর করা যায় না। বড় ডাটাকে যদি আমরা সংজ্ঞায়িত করি, তাহলে আমরা বলতে পারি, যে ডাটার পরিমান অনেক বেশি থাকে, ডাটাগুলোর উৎপন্নের হারও অনেক বেশি। সেই সাথে, ডাটাগুলোর নির্দিষ্ট কোনো আকারে থাকে না। কারণ ডাটার আকারগুলো প্রতিনিয়ত বদলাতে থাকে। একজন বড় ডাটা ইঞ্জিনিয়ার বড় ডাটা নির্মাণ, নকশাকরণ, উন্নয়ন, রূপান্তর এবং ডাটা সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানের মতো কাজগুলো করে থাকেন।

Source:careerfunda.com

বড় ডাটা ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করতে হলে, অবশ্যই ডাটা সাইন্স সংক্রান্ত কোনো বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করতে হবে। আবার ডাটা বিশ্লেষণ, নকশা প্রণয়ন, রূপান্তর, প্রক্রিয়াকরণ করার যোগ্যতা, দক্ষতা এবং বিভিন্ন টুলস ব্যবহার ও পরিচালনা করার সক্ষমতা থাকতে হবে। এছাড়াও পাইথন, জাভা, সি ++ ইত্যাদি ভাষার জ্ঞান , দলবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা, প্রকল্প পরিচালনা করা এবং বিশ্লেষণধর্মী দক্ষতা থাকা বিশেষভাবে জরুরী।

৩. মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং শিল্পে উচ্চ বেতনের আরেকটি চাকরির পদ হলো মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার। একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের বার্ষিক গড় বেতন প্রায় ৬৮ হাজার পাউন্ড, যা বাংলাদেশের মুদ্রার হিসেবে প্রায় ৭০ লক্ষ টাকা। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারা হলো এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রামার, যারা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বিশিষ্ট বিভিন্ন ধরনের যন্ত্র তৈরির প্রতি মনোনিবেশ করে থাকে। তারা এমন যন্ত্র তৈরি করার চেষ্টা করে, যা কোনো নির্দেশনা ছাড়াই শিখতে, চিন্তা করতে , কর্ম সম্পাদন করতে এবং বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।

Source:marketwatch.com

যেমন: মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের দ্বারা চালকবিহীন গাড়ি, ড্রোন ইত্যাদির ন্যায় কৃত্রিম বুদ্ধিমত্তা বিশিষ্ট যন্ত্রগুলো আবিষ্কার হয়েছে। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়তে হলে, অবশ্যই মেশিন লার্নিং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর কিংবা আরো উচ্চতর শিক্ষাগত ডিগ্রি অর্জন করা আবশ্যক। এছাড়াও কম্পিউটার প্রোগ্রামিং ভাষায় দক্ষতা থাকতে হবে। আবার গাণিতিক, বিশ্লেষণাত্মক এবং বিভিন্ন সমস্যা সমাধানের দক্ষতা ও যোগ্যতা থাকা জরুরী।

৪. সফটওয়্যার ইঞ্জিনিয়ার

বিভিন্ন শিল্পে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা এবং রোবটিক্স ক্ষেত্রে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের চাহিদা দিনেদিনে বৃদ্ধি পাচ্ছে। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বেশ উচ্চমানের বেতনও প্রদান করা হয়ে থাকে। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বার্ষিক গড় বেতন প্রায় ৫৯ হাজার পাউন্ড; যা বাংলাদেশের হিসাব অনুযায়ী প্রায় ৬২ লক্ষ টাকা।

Source:analyticsindiamag.com

সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে, কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত প্রোগ্রামিংয়ের জন্য বিভিন্ন সফটওয়্যার সিস্টেমের নকশা প্রণয়ন, উন্নয়ন, পরীক্ষা-নিরীক্ষা এবং পরিচালনা করে থাকেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়তে হলে, অবশ্যই প্রযুক্তিগত ব্যবহারিক দক্ষতা এবং কম্পিউটার সংক্রান্ত বিষয়ে উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণ থাকতে হবে।

৫. অটোমেশন ইঞ্জিনিয়ার

কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে আরেকটি উচ্চ বেতনের চাকরির পদ হলো অটোমেশন ইঞ্জিনিয়ার। একজন অটোমেশন ইঞ্জিনিয়ারের বার্ষিক গড় বেতন প্রায় ৩৬ হাজার পাউন্ড; যা বাংলাদেশের হিসাব অনুযায়ী প্রায় ৩৮ লক্ষ টাকা। অটোমেশন ইঞ্জিনিয়াররা অটোমেশন লিপি ও ফ্রেমওয়ার্ক ব্যবহার করে, নতুন কিংবা বিদ্যমান কৃত্রিম বুদ্ধিমত্তা বিশিষ্ট সফটওয়্যারের জন্য স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করার প্রক্রিয়াগুলো ডেভলপ করে থাকেন।

Source:motherjones.com

অটোমেশন ইঞ্জিনিয়ারদের ভূমিকা সফটওয়্যার ডেভলপমেন্ট চক্রের একটি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য অংশ। আবার তারা তাদের কাজের মাধ্যমে নিয়মিত ডেভলপারদের সহযোগিতা করে থাকেন। অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করতে হলে, আপনাকে অবশ্যই বিভিন্ন প্রোগ্রামিং ভাষা জানতে হবে এবং কোডিং বিষয়ে দক্ষতা থাকতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও রোবোটিক্স ক্ষেত্রে আপনার ক্যারিয়ার গড়ার ইচ্ছা থাকলে, আপনি আপনার যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে, এসব উচ্চমানের বেতনভুক্ত চাকরিগুলো থেকে, যেকোনোটিকে ক্যারিয়ার গড়ার হাতিয়ার হিসেবে গ্রহণ করতে পারেন।

Featured Image:hackernoon.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *