আপনার টাইপিং এর গতি কি ধীর? টাইপ করার সময় বার বার ভুল হয়? তাহলে আজকের লেখাটি আপনার জন্য। আপনি চাইলেই অনলাইনে ফ্রী টাইপিং ক্লাস করতে পারবেন। আপনি শিক্ষার্থী চাকরিজীবী অথবা যা-ই হন না কেন, এই ফ্রী অনলাইন টাইপিং সাইটগুলো আপনার টাইপিং গতি ও দক্ষতা আরো একধাপ বাড়িয়ে তুলতে সাহায্য করবে। এমনই ৭টি ফ্রি ওয়েবসাইটের কথা আজ আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক।
Typing.com
Typing.com ব্যাপকভাবে ব্যবহৃত একটি ওয়েবসাইট। নতুন শিক্ষার্থী থেকে শুরু করে প্রফেসনাল সবার জন্য রয়েছে ৪৫টি টাইপিং কোর্স সুবিধা। প্রথমে আপনি ছোট কোর্স গুলো নিতে পারেন যাতে করে আপনি আপনার টাইপ করার গতি ও সামর্থ্য বুঝতে পারবেন। প্রথমের কোর্স গুলোতে আপনাকে কীবোর্ডে আপনার হাতের ও আঙ্গুলের অবস্থান কিভাবে হবে তা বুঝিয়ে দেয়া হবে। এই সাইটে আপনি আপনার টাইপিং গতি, শুদ্ধতা ও ভুলত্রুটির ফলাফল দেখতে পাবেন। এছাড়াও এই সাইটে ৮টি মজার টাইপিং গেমস রয়েছে। এসব গেমস খেলেও আপনি টাইপিং শিখতে পারবেন। এই ওয়েবসাইটে শিক্ষক ও শিক্ষার্থীরা আলাদাভাবে লগইন করার ব্যবস্থা আছে। শিক্ষকরা সহজেই শিক্ষার্থীদের টাইপিং কাজ দিতে পারেন এবং তাদের কাজের ফলাফল দেখতে পারবেন।
Website Link: Typing.com
Typing Tutor
টাইপিং শেখার আরেকটি ওয়েবসাইট হচ্ছে Typing tutor. ।এই সাইটে আপনি নিজের ইচ্ছামত কীবোর্ডের লে-আউট এবং কীবোর্ডের যে কোন নির্দিষ্ট সারি নির্বাচন করতে পারবেন এবং সেই নির্দিষ্ট অক্ষর সেটের জন্য টাইপিং অনুশিলন করতে পারবেন। যেমন-আপনি চাইলে শুধু কী বোর্ডের উপরের সারির অক্ষর গুলো দিয়ে টাইপিং অনুশীলন করতে পারেন অথবা আপনি মধ্যম এবং নিচের সারির এমনকি কী বোর্ডের সব সারির অক্ষর ব্যবহার করেও প্র্যাকটিস করতে পারবেন। সেইসাথে আপনার টাইপিং করা ভুলগুলো লাল ও সঠিক টাইপিংগুলো সবুজ হয়ে জ্বলে উঠবে।
Website Link: Typing Tutor
Speed Online Typing
এই সাইটে বিভিন্ন ধরণের টাইপিং অনুশীলনের অপশন রয়েছে।এখানে আপনি আপনার জন্য টাইপিং লক্ষ্য সেট করতে পারবেন যেমন-আপনার টাইপিং স্পিড কতটুকু হবে, আপনি কোন টাইপিং অনুশীলনটি শিখতে চান তা আপনি নিজেই সেট করে দিতে পারবেন। এবং আপনার ঊন্নতির ফলাফল নিজেই পর্যবেক্ষণ করতে পারবেন।
Website Link: Speed Typing Onling
Keybr.com
ফ্রী টাইপিং শিখার আরেকটি ওয়েবসাইট হচ্ছে keybr.com. নিয়মমতো এই সাইটে অনুশীলন করলে আপনার টাইপিং গতি বাড়বে ও নির্ভুল হবে। এই সাইট প্রথমে ৭ টি ভাষা ও ৩ টি ধাপ দেওয়া হবে।আপনি আপনার পছন্দের ভাষা ও ধাপ নির্বাচন করে নিবেন। অনলাইনে টাইপিং টেস্ট দেওয়ার পর এই ওয়েবসাইটেও আপনার ভুল গুলো লাল ও সঠিক টাইপিংগুলো সবুজ হয়ে জ্বলে উঠবে। এছাড়াও আপনি আপনার ফেসবুক লিঙ্ক যোগ করে আপনার ফেসবুক বন্ধুদেরকে টাইপিং এ চ্যালেঞ্জ করতে পারবেন।
Website Link: Keybr
Ratatype
আপনার টাইপিং গতি আর দ্রুত করতে পারেন Ratatype মাধ্যমে। একটি সুপারহিরোর ছবি আপনাকে মূল পেইজে স্বাগত জানাবে।সাইটটিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য আলাদা পাঠদান এবং অনুশীলনীর ব্যবস্থা রয়েছে। আপনি আপনার টাইপিং সফলতা এবং ভুলত্রুটি গুলো ফেসবুকের বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন এবং তাদের ও টাইপিং শেখার জন্য উৎসাহিত করতে পারবেন। এই ওয়েবসাইটে আপনি আপনার বন্ধুদের নিয়ে গ্রুপ খুলে তাদের সাথে চ্যাট করতে পারবেন ও একইসাথে টাইপিং প্রতিযোগিতা করতে পারবেন।
Website link- Ratatype
Typing Club
টাইপিং শিখার আরেকটি কার্যকরী ওয়েবসাইট হচ্ছে Typing club.সাইট ব্যবহারকারীদের একটি ধাপ থেকে আরেকটি ধাপে যেতে ৫ টি করে স্টার অর্জন করতে হবে। প্রতিদিন অল্প কিছু সময় এই সাইট ব্যয় করলে আপনি সহজেই টাইপিং পারদর্শী হয়ে উঠবেন। এই ওয়েবসাইটে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে না তবে আপনি যদি আপনার দৈনন্দিন দেখতে চান তাহলে প্রোফাইল তৈরি করে রাখতে পারেন।
Website Link: TypingClub
Typing cat
আপনি আপনার টাইপিং দক্ষতা কে আরও বাড়াতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। এই সাইটে বিভিন্ন ধরণের টাইপিং কোর্স ও গেমস রয়েছে। বেসিক টাইপিং থেকে শুরু করে এখানে ECMA Script, HTML5, CSS3 মত কোর্স রয়েছে যা প্রোগ্রামার এবং ডেভেলপারদের জন্য খুব উপকারি। Typing cat ১২টি কীবোর্ড লে-আউট আছে যা আপনার টাইপিং সক্ষমতা বাড়িয়ে তুলবে কয়েক গুণ।
Website Link: Typing Cat
বর্তমান যুগে ভালভাবে টাইপিং জানা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। আপনি একজন লেখক, ব্লগার অথবা সাংবাদিক যাই হন না কেন,এটি আপনার কর্মক্ষেত্রের গুরুত্বপূর্ণ অংশ। কর্মক্ষেত্রে একজন ধীর গতির টাইপিস্ট হওয়া যেমন লজ্জাজনক তেমনি একইসাথে এটি আপনার প্রোডাক্টিভিটিকেও প্রভাবিত করে। আপনার টাইপিং গতি ভালো হলে অল্প সময়ের মধ্যে ও নির্ভুলভাবে হাতের কাজ শেষ করতে পারবেন। প্রতিদিন এই সব ওয়েবসাইটে এক ঘণ্টা সময় ব্যয় করলে আপনি টাইপিং শিখতে পারবেন। দ্রুত টাইপিইং শেখা নির্ভর করে আপনার নিয়মিত অনুশীলনের উপর।
এসব ফ্রী ওয়েবসাইটে সহজেই কোর্স ও টেস্ট দিয়ে জলদি আপনি আপনার প্রত্যাশিত ফলাফল পাবেন। তাই দেরী না করে আজই শুরু করুন আর হয়ে উঠুন টাইপিং এক্সপার্ট।