আজকের পৃথিবীতে চলছে প্রযুক্তির বিশ্বায়ন। দৈনন্দিন জীবন থেকে ব্যবসায় প্রতিষ্ঠান পর্যন্ত প্রযুক্তির ব্যবহার উল্লেখ্য। কারণ, প্রযুক্তির ব্যবহারে সহজ হয়েছে প্রতিটি কাজ। আজকাল প্রতিটি প্রতিষ্ঠানেই রয়েছে ওয়েব সাইটের ব্যবহার। ওয়েব সাইটের এই বহুল ব্যবহারে বাড়ছে মানুষের তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তার শঙ্কা। আজকাল হরহামেশাই ঘটে চলেছে সাইবার অ্যাটাক।
Source: monkfox.com
যদিও এসব সাইবার ডাকাতের লক্ষ্য থাকে বড় বড় প্রাইভেট প্রতিষ্ঠান, সরকারী প্রতিষ্ঠান, ব্যাংক সহ সাধারণ মানুষের তথ্য নিয়ে কারবারি প্রতিষ্ঠান। কিন্তু আজকাল এই সাইবার ডাকাতের হাত থেকে ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোও রেহাই পাচ্ছে না। কারণ, এই সকল ছোট ছোট প্রতিষ্ঠানগুলো তেমন উল্লেখযোগ্য সিকিউরিটি গ্রহণ করে না। খুব সহজেই ভেঙে ফেলতে পারে নিরাপত্তা ব্যবস্থা। তাই সময় এসে গেছে এই সকল ছোটো ছোটো প্রতিষ্ঠানগুলোর শক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার।
আজকে এমন কিছু সাইবার সিকিউরিটি সম্পর্কে আলোচনা করবো, যেগুলো ব্যবহার করে যেকোনো ক্ষুদ্র প্রতিষ্ঠান গ্রহণ করতে পারে সাইবার সুরক্ষা।
কমোডো
যদি আপনার হয়ে থাকে একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান। তাহলে আপনিও ব্যবহার করতে পারেন এই কমোডো নামক সিকিউরিটি ব্যবস্থা। কারণ, এটি খুবই সস্তা। আপনি খুব কম টাকা খরচ করেও গ্রহণ করতে পারেন তাদের এই নিরাপত্তা ব্যবস্থা। কমোডোর কিছু ফ্রি সেবার পাশাপাশি রয়েছে খুবই স্বল্প মূল্যের অনেকগুলো সুরক্ষা ব্যবস্থা।
Source: APKPure.com
এগুলো এতোই সস্তা যে, কোনো প্রতিষ্ঠানের ব্যক্তির পক্ষে এই সেবা গ্রহণ করা সম্ভব। এদের সেবাগুলোর মধ্যে রয়েছে, কমোডো ওয়ান, রিমোট মনিটরিং ম্যানেজমেন্ট(আর আর এম), প্যাচ ম্যানেজমেন্ট, সার্ভিস ডেস্ক। কমোডো সিকিউর বক্স আপনার ডিভাইসকে দিচ্ছে সকল প্রকার ম্যালয়ারের থেকে সুরক্ষা। এদের রয়েছে ফ্রি এন্টিভাইরাস, ফ্রি ইন্টারনেট সিকিউরিটি, মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট, ফায়ার ওয়াল প্রোটেকশন, পিওএস সিস্টেম সিকিউরিটি সহ আরও অনেক সেবা।
ইএসইটি
যদি আপনার অনেকগুলো সমস্যার একটি মাত্র সমাধান চান। তাহলে আপনার জন্য রয়েছে ইএসইটি। এই সিকিউরিটি ব্যবস্থা আপনাকে দিবে একটি সম্পূর্ণ বান্ডেল, যা সুরক্ষা দিবে আপনার কম্পিউটার, মোবাইল ডিভাইস, ইউএসবি ড্রাইভ, নেটওয়ার্ক এবং সার্ভার। বর্তমানে ইএসইটি সিকিউরিটি বিজনেস প্যাক উইন্ডোজ এবং ম্যাক কম্পিউটার ছাড়াও আইফোন, এন্ড্রয়েড ফোন, ফাইল সার্ভার এবং ইমেইল একাউন্টের সুরক্ষা সেবা দিচ্ছে।
Source: pcworld.com
এই প্রতিষ্ঠানটির রয়েছে বেশ কিছু সেবা, যা আপনি আপনার মতো করে ক্রয় ক্ষমতার ওপর ভিত্তি করে কিনতে পারেন। এগুলোর মাঝে রয়েছে, এন্ড পয়েন্ট সিকিউরিটি, মোবাইল সিকিউরিটি, রিমোট ম্যানেজমেন্ট, টু-ফ্যাক্টর অথেনটিকেশন, এনক্রাইপশন, ফাইল সিকিউরিটি, ইমেইল সিকিউরিটি এবং ভিজুয়ালাইজেশন সিকিউরিটি। এই সেবাগুলো ব্যবহারের মাধ্যমে গড়ে তুলতে পারেন এক শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা।
Source: welivesecurity.com
জিরাস ওয়াই-ফাই ইন্সপেক্টর
আজকাল অধিকাংশ প্রতিষ্ঠান লোকাল এরিয়া ইন্টারনেট ব্যবহার করে থাকে। যদিও এই লোকাল নেটওয়ার্ক, অর্থাৎ ওয়ারলেস ল্যান সংযোগ ব্যবহার খুবই সাশ্রয়ী। তবুও এতে অনেক ধরণের সাইবার এ্যাটাকের ঘটনা ঘটার সম্ভাবনা থাকে।
Source: computerweekly.com
এক্ষেত্রে আপনিও যদি এরকম লোকাল ওয়ারলেস কানেকশন ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে জিরাস ওয়াই-ফাই ইনস্পেকটর। এটি ব্যবহার করে আপনি আপনার নেটওয়ার্কটি নজরদারি করতে পারবেন। ফলে আপনার ইন্টারনেট ব্যবস্থাটি হয়ে উঠবে আরও সুরক্ষিত।
লুক আউট মোবাইল সিকিউরিটি
এটি আপনার ডিভাইসের সুরক্ষা ব্যবস্থায় কাজ করে থাকে। লুক আউট সিকিউরিটি ব্যবস্থাটি ধারাবাহিক কিছু কাজের মাধ্যমে সুরক্ষা নিশ্চিত করে থাকে। এটি প্রথমে সমস্যা চিহ্নিত করে এবং পরবর্তীতে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। আপনার মোবাইলে যে সকল হুমকি রয়েছে প্রায় সবগুলোর বিরুদ্ধেই এটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম।
Source: lookout.com
এটি সর্বক্ষণ আপনার মোবাইলে ভেসে থাকবে এবং আপনাকে রিস্কের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নোটিফিকেশন দেবে। তাই আপনিও এই সিকিউরিটি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আপনার মোবাইল ডিভাইসে গড়ে তুলতে পারেন শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা।
র্যান্ডম ডট ওআরজি
আমরা যেকোনো ডিভাইসে অথবা সিকিউরিটি ব্যবস্থায় পাসওয়ার্ড ব্যবহার করে থাকি। পাসওয়ার্ড নির্বাচনে আমরা অনেকেই নিজের নাম অথবা ব্যক্তিগত কোনো সংখ্যা নির্বাচন করে থাকি। ফলে সাইবার ডাকাতেরা খুব সহজেই আমাদের এই নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে ফেলতে পারে। তাই এরকম পাসওয়ার্ড নির্বাচন করা কখনোই উচিৎ নয়। এক্ষেত্রে আপনাকে সহায়তা করতে পারে র্যান্ডম ডট ও আর জি। এটি আপনাকে সরবরাহ করবে শক্তিশালী ২৪ ক্যারেক্টার বিশিষ্ট আলফা নিউমেরিক পাসওয়ার্ড। যা আপনাকে দেবে এক শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা।
স্টে সেফ অনলাইন
এটি সবসময় আপনাকে জানতে সাহায্য করবে, কে আপনার সাইটে এসেছিলো। স্টে সেফ অনলাইন জাতীয় সাইবার সিকিউরিটি এ্যালাইন্সের একটি পণ্য। এর মধ্য রয়েছে সকল ধরণের টুলস, যেগুলো ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানের সাইবার ডাকাতি, তথ্য চুরি সহ অনেক ধরণের অনলাইন হুমকি থেকে নিরাপত্তা দিয়ে থাকে।
Source: time.com
এটি আপনাকে শেখাবে কীভাবে সাইবার নিরাপত্তা গ্রহণ করতে হয়। হুমকিগুলোকে পর্যবেক্ষণ করতে হয়। কীভাবে কর্মীদের সাইবার সিকিউরিটি সম্পর্কে দক্ষ করে তুলতে হয়। এখান থেকে আপনি আরও শিখতে পারবেন, কীভাবে সাইবার ডাকাতির পর রিপোর্ট তৈরি করতে হয় এবং এই ক্ষতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়।
ক্লাউডফ্লায়ার
যদি আপনারও একটি ওয়েবসাইট থাকে তাহলে আপনিও ব্যবহার করতে পারেন এটি। আর এই ক্লাউডফ্লায়ার খুবই স্বল্প মূল্যে পাওয়া যায়। ক্লাউডফ্লায়ার সকল ধরণের ম্যালিসিয়াস এ্যাটাকের বিরুদ্ধে যুদ্ধ করে সুরক্ষা দিবে আপনার ওয়েবসাইটকে।
Source: oneofakind.solutions
এমন কয়েকটি এ্যাটাক হচ্ছে (এস কিউ এল) এবং ডেনিয়াল-অফ-সার্ভিস(ডিওএস)। যা আপনার ওয়েবসাইটকে একেবারে বন্ধ করে দিতে পারে। ক্লাউডফ্লায়ার সহজেই স্বয়ংক্রিয়ভাবে এই এ্যাটাকগুলো চিহ্নিত করতে পারে এবং ব্লক করে দিতে পারে। এভাবে আপনার ওয়েবসাইটকে সুরক্ষিত রাখতে পারে এটি।
এফসিসি বিজ সাইবার প্ল্যানার ২.০
আজকাল অনেক ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে যারা সাইবার সিকিউরিটি গ্রহণ করতে চান। কিন্তু তারা জানেন না কীভাবে এটি গ্রহণ করতে হয়। এদের সাহায্য করার জন্য রয়েছে এফসিসি বিজ সাইবার প্ল্যানার। এটি আপনাকে সাইবার সিকিউরিটি গ্রহণের সঠিক পথ দেখিয়ে দেবে। শুধুমাত্র আপনি ব্যবসার কিছু তথ্য দেবেন তাদের।
chicagotribune.com
তারা আপনার সকল তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রয়োজনীয় সাইবার সিকিউরিটি সম্পর্কে ধারণা দেবে। এরা যেসব বিষয়ে ধারণা দিয়ে থাকে সেগুলো হচ্ছে, ডাটা সিকিউরিটি, স্ক্যাম, ফ্রাউড, নেটওয়ার্ক সিকিউরিটি, ওয়েবসাইট সিকিউরিটি, ইমেইল, মোবাইল ডিভাইস সুরক্ষা।
Feature Image Source: blog.naiop.org