Home Posts নাসায় ইন্টার্নশিপ, হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের সুযোগ
Posts

নাসায় ইন্টার্নশিপ, হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীদের সুযোগ

Share
Share

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসায় নভোচারীসহ বেশ কয়েকটি পদে চাকরির সুযোগ মেলে। অনেকেরই স্বপ্ন থাকতে পারে সেই সংস্থায় কাজ করার। চাকরি আপাতত না হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে নাসা। ইন্টার্নশিপের নাম স্টেম (STEM-Science, Technology, Engineering, and Mathematics) ইন্টার্নশিপ। প্রতিষ্ঠানটি বছরে ৩ (স্প্রিং, সামার এবং ফল) সেশনে দুই হাজারের বেশি প্রার্থীকে দিয়ে থাকে এই ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ পূর্ণকালীন বা খণ্ডকালীন যেকোনোটি হতে পারে। এ ইন্টার্নশিপ নাসার কোনো কেন্দ্র বা প্রতিষ্ঠানেও হতে পারে।

নাসায় এই ইন্টার্নশিপের আবেদনের জন্য বেশ যোগ্যতার প্রয়োজন। কারণ, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিচালনা, কক্ষপথে স্যাটেলাইট পাঠানো, মহাকাশ থেকে আবহাওয়ার নজরদারি, সৌরজগতের বিভিন্ন গ্রহের তথ্য উদ্‌ঘাটনে বিভিন্ন মহাকাশ মিশন পরিচালনাসহ নানা ধরনের কাজ করে নাসা। চাঁদ ও মঙ্গলে বসবাসের সম্ভাবনা সম্পর্কেও করে গবেষণা। বিশ্বের গ্রহ, সৌরজগৎ এবং এর বাইরের জগৎকে আরও ভালো করে বোঝার জন্য ক্রমাগত মিশন চালায় নাসা।

নাসার এই আন্তর্জাতিক ইন্টার্নশিপ শিক্ষার্থীদের বৈশ্বিক পরিবেশে বহু-সাংস্কৃতিক আন্তর্জাতিক মিশনে আরও ভালোভাবে কাজ করতে প্রস্তুত করে। ইন্টার্নশিপের মাধ্যমে ইন্টার্নরা ভবিষ্যতে বিজ্ঞানী, প্রকৌশলী ও অন্যান্য পেশাজীবী হিসেবে আন্তর্জাতিক পরিসরে কাজ করার সুযোগ পেয়ে নানা অভিজ্ঞতা অর্জন করেন।

এ ইন্টার্নশিপ প্রোগ্রামে হাইস্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এই ইন্টার্নশিপ শিক্ষার্থীদের গবেষক, বিজ্ঞানী, প্রকৌশলী ও বিভিন্ন পেশার ব্যক্তিদের সঙ্গে কাজের সুযোগ প্রদানের মাধ্যমে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের সুযোগ করে দেয়।

আবেদন শেষ কবে-

নাসার স্টেম ইন্টার্নশিপে আগ্রহী প্রার্থীরা সামার সেশনের জন্য ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আর ফল সেশনে আবেদনের সুযোগ ১৬ মে পর্যন্ত।

*ইন্টার্নশিপে আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *