বাংলা উপন্যাস: কী পড়া যায় (২য় অংশ) – সুশান্ত পল

0
হুমায়ুন আহমেদের
  1. ১৯৭১
  2. অচিনপুর
  3. অন্ধকারের গান
  4. অন্যদিন
  5. অপেক্ষা
  6. অমানুষ
  7. আগুনের পরশমনি
  8. আজ আমি কোথাও যাবো না
  9. আজ চিত্রার বিয়ে
  10. আজ হিমুর বিয়ে
  11. আমার আছে জল
  12. আমিই মিসির আলি
  13. আশাবরী
  14. আসমানীরা তিন বোন
  15. এপিটাফ
  16. কুহক
  17. কোথাও কেউ নেই
  18. গৌরীপুর জংশন
  19. জলকন্যা
  20. জোছনা ও জননীর গল্প
  21. তিথির নীল তোয়ালে
  22. তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে
  23. তেতুল বনে জোছনা
  24. তোমাদের এই নগরে
  25. দাঁড়কাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই
  26. দিঘির জলে কার ছায়া গো
  27. দেবী
  28. নন্দিত নরকে
  29. নবনী
  30. নির্বাসন
  31. নিশীথিনী
  32. নীল অপরাজিতা
  33. পাখি আমার একলা পাখি
  34. পুফি
  35. প্রথম প্রহর
  36. বহুব্রীহি
  37. বাসর
  38. বৃষ্টি ও মেঘমালা
  39. মধ্যাহ্ন
  40. মাতাল হাওয়া
  41. মিসির আলীর অমীমাংসিত রহস্য
  42. মৃন্ময়ী
  43. মেঘ বলেছে যাব যাব
  44. মেঘের উপর বাড়ি
  45. যদিও সন্ধ্যা
  46. রুমালী
  47. রূপা
  48. রূপালী দ্বীপ
  49. রোদনভরা এ বসন্ত
  50. লীলাবতী
  51. শঙ্খনীল কারাগার
  52. শুভ্র
  53. শ্যামল ছায়া
  54. সূর্যের দিন
  55. হিমু এবং পিএইচডি বল্টু ভাই
  56. হিমু রিমান্ডে
  57. হিমুর নীল জোছনা
  58. হিমুর রূপালী রাত্রি
  59. হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম
মুহম্মদ জাফর ইকবালের
  1. আকাশ বাড়িয়ে দাও
  2. আমার বন্ধু রাশেদ
  3. আমি তপু
  4. ইকারাস
  5. কাচ সমুদ্র
  6. কাজলের দিনরাত্রি
  7. গ্রামের নাম কাঁকনডুবি
  8. দস্যি কজন
  9. নিঃসঙ্গ গ্রহচারী
  10. প্রডিজি
  11. ফিনিক্স
  12. বিবর্ন তুষার
  13. বৃষ্টির ঠিকানা
  14. বেজি
  15. মহব্বত আলীর একদিন
  16. মেকু কাহিনী
  17. রঙিন চশমা
  18. রবো নিশি
  19. রাশা
  20. শান্তা পরিবার
  21. সেরিনা
অন্যান্য
  1. অ-এ অজগর: আবদুল মান্নান সৈয়দ
  2. অজগর: হরিপদ দত্ত
  3. অনুভব: দিব্যেন্দু পালিত
  4. অনুর পাঠশালা: মাহমুদুল হক
  5. অন্তর্জলী যাত্রা: কমলকুমার মজুমদার
  6. অন্যজীবন: জাহানারা ইমাম
  7. অপরাজিতা: হোসনে আরা মণি
  8. অপরিণত পাপ: শেখ আব্দুল হাকিম
  9. অমল ধবল চাকরি: রাহাত খান
  10. অমাবতী: রাখাল রাহা
  11. অরণ্যের অধিকার: মহাশ্বেতা দেবী
  12. অলীক মানুষ: সৈয়দ মুস্তাফা সিরাজ
  13. অলৌকিক জলযান: অতীন বন্দ্যোপাধ্যায়
  14. অসময়: বিমল কর
  15. অসাধু সিদ্ধার্থ: জগদীশ গুপ্ত
  16. আগুনপাখি: হাসান আজিজুল হক
  17. আধ্যাত্মিকা: প্যারীচাঁদ মিত্র
  18. আফ্রিকী দুলহান: মাহবুবুর রহমান
  19. আবদুল্লাহ: কাজী ইমদাদুল হক
  20. আবু ইব্রাহীমের মৃত্যু: শহীদুল জহির
  21. আমরা হেঁটেছি যারা: ইমতিয়ার শামীম
  22. আমার মেয়েকে বলি: শরমিনী আব্বাসী
  23. আমি বীরাঙ্গনা বলছি: নীলিমা ইব্রাহীম
  24. আমি মৃণালিনী নই: হরিশংকর জলদাস
  25. আয়না: আবুল মনসুর আহমদ
  26. আরেক ফাল্গুন: জহির রায়হান
  27. আলালের ঘরের দুলাল:প্যারিচাঁদ মিত্র
  28. উড়ুক্কু: নাসরীন জাহান
  29. উড়ে যায় নিশিপক্ষী: নাসরিন জাহান
  30. উত্তম পুরুষ: রশীদ করিম
  31. উপনিবেশ: নারায়ণ গঙ্গোপাধ্যায়
  32. উপমহাদেশ: আল মাহমুদ
  33. এই দেখা যায় বাংলাদেশ: মইনুল আহসান সাবের
  34. এক অভিনেতার মৃত্যু:বিমল কর
  35. এক আশ্চর্য বশীকরণ কিস্‌সা: আফসার আমেদ
  36. একাত্তরের যীশু: শাহরিয়ার কবির
  37. ঐন্দ্রজালিক: ভগীরথ মিশ্র
  38. ওয়ানপাইস ফাদার মাদার অথবা শতাব্দির শেষ ইউলিসিস: সুবিমল মিশ্র
  39. ওয়ারিশ: শওকত আলী
  40. কংকাবতী: ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
  41. কড়ি দিয়ে কিনলাম:বিমল মিত্র
  42. কবেজ লেঠেল: মইনুল আহসান সাবের
  43. কলকাতার কাছেই: গজেন্দ্রকুমার মিত্র
  44. কলঙ্কিনী কঙ্কাবতী:নীহাররঞ্জন গুপ্ত
  45. কাঁদো নদী কাঁদো: সৈয়দ ওয়ালিউল্লাহ
  46. কাচের দেয়াল: পরিতোষ বাড়ৈ
  47. কাছের মানুষ: সুচিত্রা ভট্টাচার্য
  48. কাঠকয়লার ছবি: সেলিনা হোসেন
  49. কাদম্বরী দেবীর সুইসাইড নোট:রঞ্জন বন্দ্যোপাধ্যায়
  50. কারুবাসনা:জীবনানন্দ দাশ
  51. কালকেতু ও ফুল্লরা: সুব্রত অগাস্টিন গোমেজ
  52. কালাকাল: ইমদাদুল হক মিলন
  53. কালো আগুন: আবুল বাশার
  54. কালো বরফ: মাহমুদুল হক
  55. কাশবনের কন্যা: শামসুদ্দিন আবুল কালাম
  56. কুকুর সম্পর্কে দুএকটি কথা যা আমি জানি: সন্দীপন চট্টোপাধ্যায়
  57. কুবেরের বিষয় আশয়: শ্যামল গঙ্গোপাধ্যায়
  58. কুরসিনামা: জাকির তালুকদার
  59. কেরী সাহেবের মুন্সী: প্রমথনাথ বিশী
  60. ক্রাচের কর্ণেল: শাহাদুজ্জামান
  61. ক্রীতদাসী: আল মাহমুদ
  62. ক্রুশকাঠে কন্যা: নাসরিন জাহান
  63. খেলাঘর: বাসুদেব
  64. খেলাঘর: মাহমুদুল হক
  65. খেলারাম খেলে যা: সৈয়দ শামসুল হক
  66. গড়শ্রীখণ্ড: অমিয়ভূষণ মজুমদার
  67. গায়ত্রী সন্ধ্যা: সেলিনা হোসেন
  68. গুলমোহর রিপাবলিক: এবাদুর রহমান
  69. গোধূলিয়া: নিমাই ভট্টাচার্য
  70. চতুষ্পাঠী: স্বপ্নময় চক্রবর্তী
  71. চরণ দিলাম রাঙায়ে: ফাল্গুনী মুখোপাধ্যায়
  72. চাঁদের অমাবস্যা: সৈয়দ ওয়ালিউল্লাহ
  73. চাকা: সেলিম আল দীন
  74. চিতা বহ্নিমান: ফাল্গুনী মুখোপাধ্যায়
  75. চোট্টি মুণ্ডা ও তার তীর: মহাশ্বেতা দেবী
  76. জনক ও কালোকফি: সৈয়দ শামসুল হক
  77. জাগরী: সতীনাথ ভাদুড়ি
  78. জীবন আমার বোন: মাহমুদুল হক
  79. জীবন ও রাজনৈতিক বাস্তবতা: শহীদুল জহির
  80. জেনারেল ও নারীরা: আনিসুল হক
  81. জ্বালানী কাঠ জ্বলো: আলোক সরকার
  82. ঠাট্টা: মইনুল আহসান সাবের
  83. ডমরু-চরিত: ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
  84. ঢোঁড়াই চরিত মানস: সতীনাথ ভাদুড়ী
  85. তালাশ: শাহীন আখতার
  86. তিতাস একটি নদীর নাম: অদ্বৈত মল্লবর্মণ
  87. তিস্তাপারের বৃত্তান্ত:দেবেশ রায়
  88. তিস্তাপুরাণ:দেবেশ রায়
  89. তৃতীয় ভুবন: দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  90. তেইশ নম্বর তৈলচিত্র: আলাউদ্দীন আল আজাদ
  91. দাস ক্যাপিটাল: এবাদুর রহমান
  92. দিনযাপন: কায়েস আহমেদ
  93. দৃষ্টিপাত: যাযাবর
  94. দোজখনামা: রবিশংকর বল
  95. দ্বিতীয় দিনের কাহিনী: সৈয়দ শামসুল হক
  96. ন হন্যতে: মৈত্রেয়ী দেবী
  97. নভেরা: হাসনাত আবদুল হাই
  98. নামগন্ধ: মলয় রায়চৌধুরী
  99. নিক্রপলিস: মামুন হুসাইন
  100. নিম অন্নপূর্ণা: কমলকুমার মজুমদার
  101. নিমন্ত্রণ: তসলিমা নাসরিন
  102. নিমন্ত্রণ: নিমাই ভট্টাচার্য
  103. নিশিকুটুম্ব: মনোজ বসু
  104. নিষিদ্ধ লোবান: সৈয়দ শামসুল হক
  105. নিষিদ্ধ স্বপ্নের ডায়েরী: সন্দীপন চট্টোপাধ্যায়
  106. নীল দংশন: সৈয়দ শামসুল হক
  107. নীল ময়ূরের যৌবন: সেলিনা হোসেন
  108. নীলকন্ঠ পাখির খোঁজে: অতীন বন্দ্যোপাধ্যায়
  109. নুরজাহান: ইমদাদুল হক মিলন
  110. নুরজাহান: ইমদাদুল হক মিলন
  111. নোটর দল: লীলা মজুমদার
  112. পদ্মার পলিদ্বীপ: আবু ইসহাক
  113. পরাধীনতা: ইমদাদুল হক মিলন
  114. পুত্র পিতাকে: চানক্য সেন
  115. পুরুষ সুন্দর: আল মাহমুদ
  116. পৌষ ফাগুনের পালা: গজেন্দ্রকুমার মিত্র
  117. প্রজাপতির দুর্গ: শ্যামল ভট্টাচার্য
  118. প্রথম প্রতিশ্রুতি: আশাপূর্ণা দেবী
  119. ফাঁদ: আনিসুল হক
  120. ফুলবউ: আবুল বাশার
  121. বং থেকে বাংলা: রিজিয়া রহমান
  122. বয়ন: পাপড়ি রহমান
  123. বরফ গলা নদী: জহির রায়হান
  124. বসুধার জন্য: তিলোত্তমা মজুমদার
  125. বারো ঘর এক উঠোন: জ্যোতিরিন্দ্র নন্দী
  126. বারো রকমের মানুষ: ইমদাদুল হক মিলন
  127. বিবাহবার্ষিকী: দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
  128. বিষাদবৃক্ষ: মিহির সেনগুপ্ত
  129. বিষাদসিন্ধু: মীর মশাররফ হোসেন
  130. বেনের মেয়ে: হরপ্রসাদ শাস্ত্রী
  131. বোবা কাহিনী: জসীমউদ্দীন
  132. ভাটির দেশ: অমিতাভ ঘোষ
  133. মধু সাধুখাঁ: অমিয়ভূষণ মজুমদার
  134. মনে মেঘের ছায়া: দেবদাস ভট্টাচার্য
  135. মফিজন: মাহবুবুল আলম
  136. মরুস্বর্গ: আবুল বাশার
  137. মহাস্থবির জাতক: প্রেমাঙ্কুর আতর্থী
  138. মহিষকুড়ার উপকথা: অমিয়ভূষণ মজুমদার
  139. মা: আনিসুল হক
  140. মাটির জাহাজ: মাহমুদুল হক
  141. মানুষ যেখানে যায় না: মইনুল আহসান সাবের
  142. মায়ের কাছে যাচ্ছি: রশীদ করীম
  143. মাল্যবান: জীবনানন্দ দাশ
  144. মীরার দুপুর: জ্যোতিরিন্দ্র নন্দী
  145. মুসলমানমঙ্গল: জাকির তালুকদার
  146. মৃগয়া: বনফুল
  147. মৃগয়া: ভগীরথ মিশ্র
  148. মৃত্যুর আগে মাটি: প্রশান্ত মৃধা
  149. মেঘের সাড়ি ধরতে নারি: লীলা মজুমদার
  150. মেঘের সোনালী চুল: নাসরীন জাহান
  151. মেমসাহেব: নিমাই ভট্টাচার্য
  152. মৈত্রেয় জাতক: বাণী বসু
  153. যারা ভোর এনেছিল: আনিসুল হক
  154. রক্তগোলাপ: সৈয়দ শামসুল হক
  155. রক্তের অক্ষর: রিজিয়া রহমান
  156. রহুচণ্ডালের হাড়: অভিজিৎ সেন
  157. রাইফেল রোটি আওরাত: আনোয়ার পাশা
  158. রাজনগর: অমিয়ভূষণ মজুমদার
  159. রাজপাঠ: তিলোত্তমা মজুমদার
  160. লজ্জা: তসলিমা নাসরিন
  161. লালসালু: সৈয়দ ওয়ালিউল্লাহ
  162. লুলু: ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়
  163. লোটাকম্বল:সঞ্জীব চট্টোপাধ্যায়
  164. শতকিয়া: সুবোধ ঘোষ
  165. শয়নযান: ভাস্কর চক্রবর্তী
  166. শাপ মোচন: ফাল্গুনী মুখোপাধ্যায়
  167. শাহাজাদা দারাশিকো: শ্যামল গঙ্গোপাধ্যায়
  168. শুন বরনারী: সুবোধ ঘোষ
  169. শেষ বিকালের মেয়ে: জহির রায়হান
  170. সংশপ্তক: শহীদুল্লা কায়সার
  171. সাধু হাটির লোকজন: হোসেন উদ্দীন হোসেন
  172. সাপলুডু খেলা: সেলিম মোরশেদ
  173. সারেং বউ: শহীদুল্লাহ কায়সার
  174. সাহেব বিবি গোলাম:বিমল মিত্র
  175. সীমান্তে সংঘাত: শাহরিয়ার কবির
  176. সুবর্ণলতা: আশাপূর্ণা দেবী
  177. সুহাসিনীর পমেটম: কমলকুমার মজুমদার
  178. সূর্যদীঘল বাড়ি: আবু ইসহাক
  179. সে রাতে পূণিমা ছিল: শহীদুল জহির
  180. সেঁজুতি তোমার জন্য: আনিসুল হক
  181. সোনার হরিণ নেই: আশুতোষ মুখোপাধ্যায়
  182. হাঙর নদী গ্রেনেড: সেলিনা হোসেন
  183. হাজার চুরাশির মা: মহাশ্বেতা দেবী
  184. হাজার বছর ধরে: জহির রায়হান
  185. হার্বাট: নবারুণ ভট্টাচার্য
  186. হুতুম পেঁচার নকশা: কালী প্রসন্ন সিংহ
শেষকথা। ওপরের তালিকায় ডায়রি, ভ্রমণকাহিনী, জীবনী, স্মৃতিকথা, কবিতা, রম্যরচনা ননফিকশন ইত্যাদি বইয়ের নাম নেই। বড় নিষ্ঠুরভাবে সেসব বই বাদ দিয়ে তালিকাটি বানিয়েছি। কয়েকটির কথা বলছি।
অসমাপ্ত আত্মজীবনী
আমার মা সব জানে
একাত্তরের চিঠি
একাত্তরের ডায়রি
একাত্তরের দিনগুলি
গোঁসাইবাগান
চাচাকাহিনী
ছবির দেশে, কবিতার দেশে
ছোটদের রাজনীতি ও অর্থনীতি
জীবনের জলছবি
তর্কপ্রিয় ভারতীয়
পথে-প্রবাসে
পরার্থপরতার অর্থনীতি
পাকদণ্ডী
পালামৌ
বাঙালনামা
ভাস্কর চক্রবর্তীর গদ্য
ভোলগা থেকে গঙ্গা
মূলধারা ’৭১
যদ্যপি আমার গুরু
শঙ্খ ঘোষের গদ্য
সুলতানার স্বপ্ন
সন্দীপন চট্টোপাধ্যায়ের ডায়রি
আরও কত কত চমৎকার সব বাংলা বই!! ওসব বই ছুঁয়ে দেখতেও বড় ভাল লাগে।
সেসব বই নিয়ে আলাদা তালিকা করার ইচ্ছে আছে। এখানে যে উপন্যাসগুলির নাম লিখেছি, সেগুলির শতকরা ৮০ ভাগ উপন্যাসই আমি এখনও পড়িনি। সে হিসেবে তালিকাটি আমার ব্যক্তিগত রুচি কিংবা পছন্দের দর্পণ নয়। তবে তালিকাটি তৈরি করার সময় আমি নিজ থেকে অনেক উপন্যাসের নাম অন্তর্ভুক্ত করেছি, যেগুলি তালিকায় রাখার মত বলে আমার কাছে মনে হয়েছে। আমার ব্যক্তিগত সংগ্রহে বইয়ের সংখ্যা সাড়ে ৬ হাজারের বেশি। সেই বইগুলির মধ্যে অনেক অনেক ভাল উপন্যাস আছে, যেগুলিকে আমি এই তালিকায় রাখতে পারতাম, কিন্তু রাখিনি। কেন রাখিনি, তার কৈফিয়ত দুটো। এক। তালিকা তৈরি করার সময় সেগুলির নাম মনে আসেনি। দুই। আমার মনে হয়েছে, সেই উপন্যাসগুলির প্রতি ভালোলাগা এখনও পর্যন্ত সার্বজনীন হয়ে ওঠেনি। সে ভালোলাগানোর উদ্যোগটি আমি নিজেই নিতে পারতাম, কিন্তু সাহস হলো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *