আইবিএ এর প্রস্তুতিতে কোন বই পড়ব এবং কিভাবে পড়ব

0

প্রথমেই আসা যাক কোন পার্টের জন্য কি কি বই লাগবে:

Mathematics:

1.Previous 10 years questions

2.Official GMAT Review

3.Nova’s Math GRE

4.Manhattan GMAT

 

Analytical Puzzle:

  1. Previous 10 years questions
  2. GRE Big Book
  3. Official GMAT review(Critical reasoning)
  4. Barron’s GRE (12 th Edition)

 

Verbal:

  1. Previous 10 years questions

 

Sentence Completion, Analogy, Synonym, Antonym,Reading Comprehension:

  1. GRE Big book
  1. Barron’s SAT

Grammar, Error Detection, Sentence Correction:

  1. Cliff’s Toefl
  2. Official GMAT Review

 

———————————-

এখন আসা যাক কোন বই কিভাবে পড়বেন

শুরুতে গ্রামার করতে চাইলে Cliff’s Toefl আগে পড়ুন । পেজ নাম্বার-৩৯ থেকে শুরু করে পেজ ১৯৬ পর্যন্ত গ্রামারের রুলসগুলো ভালোভাবে পড়ে নিন । এরপর এই বইয়ের মিনি টেস্টগুলো করে ফেলুন । এরপর Official GMAT Review টা ধরতে পারেন । এখানকার কমপক্ষে ১০০ Sentence Correction বুঝে বুঝে করতে পারলে IBA সহ BCS/ Bank Jobs/ EMBA এক্সামের গ্রামার পার্ট নিয়ে আর চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ্‌ !

Sentence Completion এর জন্য GRE Big Book এর কোন বিকল্প এখনও তৈরী হয়নি । যদিও আইবিএর sentence completion গুলো আরো সহজ হয় তারপরও প্রেফার করবো Big Book 27 টা টেস্টের কম্পক্ষে ১৫ টা টেস্ট ভালোভাবে শেষ করুন ।

রিডিং কম্প্রিহেনশনের জন্য IBA এর BBA, MBA আগের বছরের প্রশ্নগুলো শলভ করলেই চলবে । তবে বেটার প্র্যাকটিসের জন্য GMAT review দেখতে পারেন ।

এবার আসা যাক ম্যাথ পার্টে । ম্যাথের বেসিক রুলস শিখার জন্য Manhattan GMAT & Official GMAT এর ম্যাথ পার্টের রুলসগুলো ভালোভাবে দেখুন । আর প্র্যাকটিসের জন্য Official GMAT Review এর যে ২২০+ ম্যাথ আছে সেগুলো শেষ করে ফেলুন । এরপর আইবিএর আগের বছরের প্রশ্নগুলো ভালোভাবে দেখুন ।

এনালাইটিক্যাল পাজলের বেসিক জিনিসগুলো ধরতে Barron’s GRE 12 th edition টা দেখতে পারেন । আসা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ্‌ । ফারদার প্র্যাকটিসের জন্য GRE Big Book. ক্রিটিক্যাল রিসোনিংয়ের জন্য Official GMAT.

That’s All ! Have a nice preparation !

 

Courtesy: SHAHRIAR AHMED SADIB

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *