ছেলেদের যত জনপ্রিয় প্রফেশনাল ফ্যাশান

0

যুগের সাথে তাল মিলিয়ে চলতে আজকাল আমাদের সবাইকে বেশ ফ্যাশন সচেতন হতে হচ্ছে। সময়ের গতির সাথে পাল্লা দিয়ে মানুষের ধ্যানধারনা অনেক বেশি উন্নত এবং প্রশস্ত হচ্ছে। তাই সব ক্ষেত্রেই আমাদের নিত্য নতুন ফ্যাশন ডিজাইনের দিকে খেয়াল রাখতে হয়। তবে বর্তমান যুগে মেয়েদের পাশাপাশি ছেলেরাও অনেক বেশি সচেতন হয়ে উঠেছে যা খুব বেশি দিন আগেও চোখে পরত না। আর বর্তমানে ছেলেদের ফ্যাশন মূলত ক্যাজুয়াল কাপড়চোপড় হলেও যারা নিজেদের একটু বেশি আকৃষ্ট করতে চান তারা অনেকেই ফরমাল (স্যুট) পোশাকে থাকতে ভালবাসেন। কিন্তু তাদের এই স্যুটের সাথে কি ধরনের জুতা মানানসই হবে তা নিয়ে অনেকেই বিপাকে পরে যান। তাই নিজেদের এই বিড়ম্বনা দূর করতে দেখে নিন নিচের সমন্বয়গুলোঃ

কালো স্যুটঃ

কালো স্যুটের সাথে সাধারণত কালো জুতাই সবচেয়ে বেশি ভাল মানায়। আর কালো রঙটা মূলত অফিস বা কোন অনুষ্ঠানে ব্যবহৃত হয় বলে কালো রঙের চামড়ার জুতা পড়া উত্তম।

উজ্জ্বল নীলঃ

এই ধরনের স্যুটের সাথে বেশ কিছু রঙের জুতা খাপ খায়। যেমনঃ কালো রঙের জুতা, অক্সব্লাড (কিছুটা লালচে) বর্ণের জুতা, চামড়ার জুতা কিংবা কিছুটা গাঢ় কাঠ রঙের জুতা। এই সব পোশাকের সাথে ফরমাল অথবা দুই ফিতার জুতা দেখতে ভালই লাগে।

সাদাঃ

সাধারণত অনেক ছেলেরাই সাদা স্যুট পড়তে চায় না। কারণ তাদের ধারনা এই ধরনের পোশাকের সাথে জুতার সমন্বয় করা একটু জটিল। কিন্তু সাদার সাথে খুব সহজেই কাপড়ের তৈরি সাদা, হালকা নীলাভ জুতা পরতে পারেন। এছাড়াও হালকা বাদামী পোঁড়া কাঠ বর্ণের জুতাও পড়তে পারেন।

গাঢ় ধূসরখয়েরীঃ

ছেলেদের মাঝে এই রঙটির প্রচলন খুব বেশি। এমনকি এর সাথে জুতার রঙটাও খুব সহজেই মিলিয়ে নেওয়া যায়। কফি, কালো রঙের জুতা গাঢ় ধূসরখয়েরী বর্ণের স্যুটের সাথে সচরাচর ব্যবহার করা হয়। চামড়ার তৈরি জুতাও বেশ মানানসই এই কাপড়ের সাথে।

ছাই বর্ণঃ

ছাই রঙের স্যুটের সাথে উজ্জ্বল কালো, গাঢ় কফি এবং গাঢ় বাদামী বর্ণের জুতা চিন্তামুক্ত ভাবে পরিধান করা যায়। এবং এই সমন্বয়গুলো অফিসের মত স্থানগুলোতে বেশি ভাল লাগে।

খাকি রংঃ

এই ধরনের স্যুটের সাথে সাধারণত কাপড়ের তৈরি নীলাভ বর্ণের জুতাগুলো ভাল লাগে। এছাড়াও কালো এবং খয়েরী রঙের জুতাও এর সাথে মানানসই লাগে।

হালকা ছাইঃ

প্রচলিত ছাই বর্ণের পোশাকের মত এটিও অনেক রঙের জুতার সাথে মানানসই। এর মধ্যে চামড়ার তৈরি কালো জুতা খুব বেশি ভাল লাগে এবং এটি বেশ ফরমাল একটি সমন্বয়। এছাড়াও খয়েরী গাঢ় বাদামী বর্ণের জুতাও ব্যবহার করা যায়।

গাঢ় নীলঃ

ব্যবসায়ীমনা মানুষ যাদের নিত্যনতুন জায়গায় যেতে হয় তারা মূলত এই ধরনের স্যুট পরে কারণ প্রায় সব ধরনের জুতাই এর সাথে মানিয়ে যায়। কালো, বার্নিশ, গাঢ় বাদামী কফি রঙের জুতা এই কাপড়ের সাথে সাধারণত পরা হয়। এছাড়াও যারা একটু ক্যাজুয়াল বেশে থাকতে চান তারা হালকা ছাই রঙের দুই ফিতার জুতা পরতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *