অনলাইনে যেখানে মিলবে শিক্ষা

বর্তমানে শিক্ষার হার বৃদ্ধির সাথে সাথে প্রতিযোগিতাও অনেক বেড়ে গেছে। বেশি নম্বর না থাকলে এখন কোথাও ভর্তি হওয়া যায় না।কিন্তু আপনার নম্বর যতই থাকুক না কেন ইদানিং অনলাইনে অনেক ধরনের সুবিধা দেওয়া হচ্ছে আগ্রহী শিক্ষার্থীদের জন্য। এমনই কিছু অনলাইন সাইট এর কথা এখানে তুলে ধরা হলঃ

কোর্সেরাঃ

কোর্সেরা ফ্রী শিক্ষার জন্য যথেষ্ট ভাল অনলাইন সাইট যা  বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর আদলে তৈরি করা হয়েছে। এখানে অনেক ধরনের ডাটাবেস নিয়ে কাজ করা হয়। বিভিন্ন ভাল বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো কোর্স এখানে করানো হয়। তাছাড়াও এখানে যাদুঘর ট্রাস্ট এর উপর ভিত্তি করে বেশ কিছু কোর্স আছে।

www.coursera.org

ইডিএক্সঃ

শিক্ষার জন্য একটি বিশাল অনলাইন সাইট। এটি মাধ্যমিক শিক্ষার উপর ভিত্তি করে কোর্সগুলো সাজালেও এখানে আরও অনেক কিছুই পাওয়া যায়। এটা বেশ উচ্চ অবস্থা সম্পন্ন এবং জনপ্রিয় একটি সাইট।

www.edx.org

Poets&Quants | How Harvard Business School Is Reimagining Online ...

খান একাডেমীঃ

এটি উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার উপর ভিত্তি করে তৈরি করা ফ্রী অনলাইন সাইট। এটি তার অন্তর্গত কোর্সগুলোকে বেশ বিস্তৃত করে রেখেছে। এতে অনেক ধরনের বিষয় আছে যা শিখার মাধ্যমে ভবিষ্যতে উপার্জন করা সহজ হয়।

College Tours: Where to Eat Near Harvard and MIT, Cambridge ...

ওপেন কালচার অনলাইন কোর্সেসঃ

এখানে পড়া খুব সহজ এবং অনেক বিষয় খুব সহজে খুঁজে পাওয়া যায়। এখানে প্রায় ১০০০ লেকচার, ভিডিওকে বেশি জোড় দেওয়া হয়েছে। বিশ্বের প্রায় একশটি বিশ্ববিদ্যালয়ের কোর্স এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা ব্রাউজ করাও বেশ সহজ।

উদেমীঃ

এটা অনেকটা কোর্সেরার মতই। এটি মাধ্যমিক শিক্ষার উপর বেশি জোড় দিয়েছে। তবে এখানে কিছু কোর্স ফ্রীতে করা যায় আর কিছু কোর্সের জন্য টাকা দিতে হয়।

https://www.udemy.com/

একাডেমীক আর্থঃ

এটি মাধ্যমিক শিক্ষার উপর বেশি জোড় দিলেও উদেমীর চেয়ে এর কোর্স সংখ্যা অনেক বেশি এবং রিসোর্স অনেক বেশি। তবে এখানে যেকোন বিষয় অনুসন্ধান করা খুব সহজ।

750+ Free Online Courses from the Best Colleges

এলিসনঃ

অন্যান্য অনলাইন সাইটের মত হলেও প্রত্যয়নপত্রের জন্য এলিসন সবচেয়ে ভাল। এখানে ব্যবসা, প্রযুক্তি স্বাস্থ্যবিষয়ক শিক্ষার উপর বেশি জোড় দিয়েছে।

https://alison.com/

আইটিউন্‌সইউ ফ্রী কোর্সেসঃ

এটা একটু ভিন্ন ধাঁচের ফ্রী অনলাইন সাইট। কোর্সগুলো লেকচার ভিডিও এর মাধ্যমে পড়ানো হয়। এখানে বিভিন্ন ভাবে কোর্সের বিষয় অনুসন্ধান করা যায়। এটি আইপড, আইফনের মাধ্যমে ব্যবহার করা গেলেও গুগল, অ্যান্ড্রোয়েড, উইন্ডোজ মোবাইলের সাথে খুব একটা সঙ্গতিপূর্ণ নয়।

Stanford Online (@StanfordOnline) | Twitter

স্ট্যানফোর্ড অনলাইনঃ

বলতে গেলে এটা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন সাইট। এখানে সেশন ভিত্তিক কোর্স করানো হয়। এর কিছু কোর্স আইটিউনের জন্য তৈরি করা হলেও বেশিরভাগ কোর্স ব্রাউজিংএর মাধ্যমে করা যায়। এখানে পড়ার বিষয় সীমিত হলেও এর বিষয়গুলো বেশ উচ্চপর্যায়ের।

https://online.stanford.edu/

6 Reasons Why Online Courses Are the Future of Education - The ...

হার্ভার্ড এক্সটেনশনঃ

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মত এটাও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন সাইট। এর বিশেষত্ত হল এটি ব্রাউজ করা সস্তা। এটি পড়ার জন্যও সহজ এবং এর প্রত্যয়নপত্রের চাহিদা বেশ ভাল।

https://www.extension.harvard.edu/

ইউসি বারকেলেই ক্লাস সেন্টারঃ

অন্যান্য অনলাইন সাইটের মত এটিও বেশ সহজ অনলাইন সাইট। এখানে উচ্চ মাধ্যমিক বিষয়গুলোর উপর বেশি জোড় দেওয়া হয় তবে খুব বেশি কোর্স নেই। এখানে লেকচার, ওয়েবকাস্ট, আরএসএস ফিডের মাধ্যমে পড়ানো হয়।

এমআইটি ওপেনকোর্সওয়ারঃ

উচ্চ মাধ্যমিক বিষয়গুলোর উপর ভিত্তি করে তৈরি করা অনলাইন সাইট। এর অন্তর্ভুক্ত বিষয়গুলো বেশ উন্নতমানের। এটি আরএসএস ফিডের মাধ্যমে পড়ানো হয়।

https://ocw.mit.edu/index.htm

কোডএকাডেমীঃ

এখানে মূলত কোডিং শিখানো হয়। কোডাররা সাধারণত এখানে কোড করে নিজের স্কিল উন্নত করার জন্য। এই সাইটটি বেশ গুছানো এবং সাবলীল ভাষায় লিখা হয়েছে। এর একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি ড্যাশবোর্ড যা দিয়ে নিজের কাজের উন্নয়ন করা খুব সহজ।

https://www.codecademy.com/

কোডঃ

কোডিং করা এবং অ্যাপ লিখার আরেকটি সাইট। এখানে উচ্চ পর্যায়ের কোড করানো হয়। তবে এখানে ছোটদের জন্যও কোড করার সুযোগ করে দেওয়া আছে। এখানে বিভিন্ন অ্যাপ, রবোটিক, জাভাস্ক্রিপ্ট এর উপর বেশ জোড় দিয়েছে। অনুসন্ধান করার জন্য এটি বেশ ভাল একটি সাইট।

https://code.org/

How to get into Harvard, MIT or X*?

লেসনপাথঃ

বেশ ভাল এবং জনপ্রিয় একটি সাইট। এখানে বিষয় বিপুল পরিমানে না হলেও অন্তর্ভুক্ত বিষয়গুলো যথেষ্ট উন্নতমানের। ব্যবহারযোগ্য ফ্রী অনলাইন সাইট।

https://www.commonsense.org/education/website/lessonpaths

ন্যাশনাল জিওগ্রাফিক কিডসঃ

শিশুকিশোরদের জন্য জনপ্রিয় ফ্রী অনলাইন সাইট। এখানে শিখার মত অনেক কিছু আছে। এছাড়াও এখানে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে গেইম, ধাঁধা, ভিডিও, ছবি আছে। সাধারণত উন্নত বিশ্বে এর চাহিদা ঢের।

25 Killer Sites For Free Online Education

ফান ব্রেইনঃ

শিশুকিশোরদের জন্য এটিও বেশ জনপ্রিয় ফ্রী অনলাইন সাইট। এখানে বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ধাঁধা দেওয়া থাকে। তবে এখানে গনিতের উপর বেশি জোড় দেওয়া হয়েছে।

Cities, MOOCs and Global Networks | GlobalHigherEd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *