সময়ের পরিবর্তনের সাথে সাথে মানুষের কাজের ক্ষেত্রও বাড়ছে। দেখা যায় কর্মক্ষেত্রে অনেকেই কাজের সাথে হেঁয়ালি করে থাকেন। যার ফলে নিজেদের সাথে কাজেরও ক্ষতি হয়। আবার অনেকে আছেন যারা নিজেদেরকে এই অবস্থা থেকে সরিয়ে নিতে চান কিন্তু কিভাবে ও কোথা থেকে শুরু করবেন তা বুঝে উঠতে পারছেন না। তাদের জন্য কিছু পরামর্শ নিচে তুলে ধরা হলঃ
- নিজের প্রতিটি কাজের জন্য সময় নির্ধারণ করে রাখুন। তাহলে কাজ করতে সুবিধা হবে এবং একই দিনে অনেকগুলো কাজ করতে পারবেন।
- প্রয়োজনে আপনার কার্যপ্রণালীকে আলাদা করে তালিকাভুক্ত করুন। তাতে আপনি শুরুর দিকে ভুলে গেলেও সমস্যা হবে না। আপনি কাজের পাশে এর সময়সীমাও লিখে রাখতে পারেন।
- আপনার নিজের ডেস্ক এবং আশপাশ পরিষ্কার রাখুন। তাতে আপনার কাজে মন বসবে এবং প্রফুল্লতার সাথে কাজ করতে পারবেন।
- আপনার সহকর্মীদের সাথে ভাল সম্পর্ক বজায় রাখুন। কাজের সময় দরকার পরলে আপনি তাদের সাহায্য নিন এবং অন্য কেউ চাইলে তাকে সাহায্য করুন।
- কাজের মাঝে কিছু সময় বিরতি নিন। তাতে আপনার উপর বেশি চাপ পরবে না এবং অনেক কাজও অকপটে করা সম্ভব হয়ে উঠবে।
- উচ্চপদস্থ কর্মকর্তা বা কর্মীর নির্দেশিত দায়িত্বগুলো ভাল করে বুঝে নিন। কোথাও কোন সংশয় বা অস্পষ্টতা থাকলে তার সাথে আলোচনায় বসুন। আপনার করণীয় সম্পর্কে তাকে অবহিত করুন। হয়ত তার কোন পরামর্শ বা নির্দেশনা থাকতে পারে তা মনোযোগ দিয়ে শুনুন এবং নিজের কাজে সমন্বয় করুন।
- বড় ধরনের কোন কাজের দায়িত্ব পেলে ওটাকে আপনি নিজের মত করে ছোট ছোট ভাগে এমন ভাবে ভাগ করুন যেন কম সময়ে ও কম পরিশ্রমে কাজটি শেষ হয়ে যায়।
- অফিসে বাড়তি আড্ডা ও বাজে আলোচনা পরিহার করুন।
- মোবাইল ও অন্যান্য ইলেক্ট্রিক ডিভাইজ ব্যবহার পরিহার করুন। কাজের সময় ফেসবুক, টুইটার ইত্যাদি ওয়েব ব্রাউজ করবেন না।
- প্রতিকূল পরিবেশ থাকলেও কাজ অব্যাহত রাখুন এবং অন্যকে কাজ করতে উৎসাহিত করুন।
- যদি চাকুরীটি আপনার মনের মত এবং প্রত্যাশিত হয়ে থাকে তাহলে মনোযোগ দিয়ে দায়িত্বগুলো পালন করতে হবে। অন্যথায় প্রতিষ্ঠান পালটালেও আপনার মন কিন্তু স্থির হবে না।
- কেউ আপনাকে কটাক্ষ করে কথা বললে তা গায়ে না লাগিয়ে এড়িয়ে চলুন।
- সারা দিন কি কাজ করেছেন তা দিন শেষে আপনি হিসেব করুন। আগামীকাল কি কাজ করবেন সেটারও একটি তালিকা তৈরি করে ফেলুন।
- নিজের ঘরও পরিষ্কার রাখুন। তাহলে আপনার মন ও শরীর উভয় ভাল থাকবে এবং বাড়িতে কাজ করতেও আপনার খারাপ লাগবে না।
- নিজের ক্যারিয়ারের ও অভিজ্ঞতার জন্য একই পোস্টে থেকে নতুন কাজের দায়িত্ব সাহসিকতার সাথে গ্রহণ করুন।
- কাজের সাথে নিজের প্রতিও খেয়াল রাখুন যেন অসুস্থতার দরুণ কাজের বিঘ্ন না ঘটে।
- নিজেকে প্রতিদিন নতুন করে উৎসাহ দিন এবং নিজের কাজকে ভালবাসুন ও নিষ্ঠার সাথে কাজ করুন।
- প্রতিদিন নির্দিষ্ট দায়িত্বগুলোর মনে মনে লিস্ট করে নিন। এছাড়াও আরও দায়িত্ব পালন এর মানসিক প্রস্তুতি রাখুন।