উচ্চ শিক্ষার জন্য ভিসা ইন্টারভিউয়ে কি ধরণের প্রশ্নের সম্মুখীন হতে পারেন ?

 

Image result for higher study visa interview

ভিসা ইন্টারভিউ নিয়ে অনেকেই ভয়ে থাকেন ! কেমন যে প্রশ্ন করে ? যদি রিজেক্ট হয় ! কিনতু, খুব সহজেই আপনি ভিসা ইন্টারভিউ পার পেয়ে যাবেন। যদি মানসিকভাবে কিছু প্রশ্নের উত্তর আগে থেকেই ভেবে রাখেন। আপনি স্টুডেন্ট কিনা সেটা যাচাইয়ের জন্য কিছু বেসিক প্রশ্ন এবং পেপার দেওয়া হতে পারে (সময় ২০ মিনিটের মতো পাবেন ) . সত্যি কথা বলতে তারা দেখে আপনি জেনুইন স্টুডেন্ট কিনা। ভিসা ইন্টারভিউ এ সফল হওয়ার প্রধান অস্ত্রই হচ্ছে আপনি যা তাই বলবেন কোনো কিছু বানিয়ে বলতে যাবেন না। প্রশ্নের উত্তর দেওয়ার সময় একটু ধীরে বলুন কারণ তারা আপনার উত্তরটা টাইপ করে থাকে। যদি কোনো প্রশ্ন বুঝতে না পারেন তবে। আবার জিজ্ঞেস করুন। ভুল উত্তর দেওয়ার চেয়ে এটা ভালো। তারা একই প্রশ্ন বিভিন্ন ভাবে জিজ্ঞেস করতে পারে , আপনি সঠিক উত্তর দিয়ে থাকেন অথবা না দিয়ে থাকেন কিনতু confused হবেন না। উদহারণ হিসাবে, স্পোউস নিয়ে তারা বিভিন্ন প্রশ্ন করতে পারে , কারণ তারা যাচাই করতে চাই এটা রিয়েল স্পোউস কিনা !!

Image result for higher study

ভিসা ইন্টারভিউয়ে যে ধরণের প্রশ্নের সম্মুখীন হতে পারেন ?

১) আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে(সংক্ষিপ্ত) বলতে হতে পারে।
২) আপনার পূর্বের এডুকেশন সম্পর্কে বিস্তারিত বলতে হতে পারে।
৩) আপনি যদি আপনার এক্সপেরিয়েন্স হিসাবে কোনো জব এক্সপেরিয়েন্স দিয়ে থাকেন তাহলে সে সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে।
৪) আপনি যে কোর্স এ সিলেক্ট হয়েছেন তার সম্পর্কে বিস্তারিত।
৫) আপনার কোর্স লেআউট অথবা সাবজেক্ট এর বিস্তারিত জিজ্ঞেস করতে পারে।
৬) আপনার কোর্স এর টোটাল ক্রেডিট।
৭) কোর্স অথবা প্রোগ্রাম এর ডিরেক্টরের নাম।
৮) কেন আপনি এই কোর্সটি করবেন বলে মনস্থির করেছেন ?
৯) আপনার পূর্বের এডুকেশন এবং জবের সাথে কোর্সটির সম্পর্ক কি ?
১০) কিভাবে কোর্সটি আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে ?
১১) কেন আপনি এই ইউনিভার্সিটি সিলেক্ট করেছেন ?
১২) কেন আপনি এই দেশকে (যে দেশে যাবেন) সিলেক্ট করেছেন ?
১৩) যে শহরে আপনি যাবেন তার সম্পর্কে কিছু বলুন ?
১৪) (যদি আপনার ইয়ার গ্যাপ থাকে) কেন আপনি আবার স্টাডি তে যেতে চাচ্ছেন ?
১৫) আপনার লিভিং এবং এডুকেশন কস্ট কিভাবে ব্যবস্থা করবেন ?
১৬) যদি কখনো কোনো ইমার্জেন্সি কারণে টাকার দরকার হয় কিভাবে তা ব্যবস্থা করবেন ?
১৭) কেন আপনি আপনার spouse এর জন্য এপলাই করেছেন (যদি থাকে)
১৮) কত দিন হলো আপনার বিয়ের ?
১৯) কেন আপনার spouse তার ক্যরিয়ার ছেড়ে আপনার সাথে যাবে ?
২০) কিভাবে আপনার শিশুকে দেখাশোনা করবেন ? (যখন বাহিরে থাকবেন পড়াশুনা কিংবা অন্য কারণে)
২১) কোর্সটি শেষে আপনার পরিকল্পনা কি ?
২২) কোর্স শেষ করে কি আপনি কি জব করবেন ?
২৩) আপনার বসবাস করা নিয়ে কি ভেবেছেন ?
২৪) আপনার কি কোনো আত্মীয় ঐ দেশে(যেখানে যাবেন) আছে ?
২৫) যদি থাকে তবে তাদের কাছ থেকে কোনো সাহায্য পাবেন কি ?
২৬) তারা কত দিন ধরে আছেন ওখানে ?
২৭) আবার আসি আপনার একাডেমিক কিছু প্রশ্ন নিয়ে ?

(*** ব্যাংক স্টেটমেন্ট এবং স্পন্সর এর বিস্তারিত বলতে হতে পারে )

Written By,
Raju Ahmed Rony
Machine Learning Enthusiast
Manager, Idea & Innovation, Youth Carnival
LinkedIn: https://www.linkedin.com/in/rarony/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *