জিআরই পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী ছাত্র-ছাত্রীদের একটি বড় সমস্যার মধ্যে পড়তে দেখা যায় ভার্বাল (Verbal) অংশটি নিয়ে। প্রথম প্রথম এই ভার্বাল অংশের প্রশ্ন সমাধান করতে গিয়ে রীতিমতো হতাশ হয়ে পরে অনেকেই। অনেকে ভাবেন যে হয়তো হাজার হাজার ভোকাবুলারি পড়ার মাধ্যমে ভার্বাল অংশে ভালো করা সম্ভব। কেউ কেউ আবার সব ইংরেজি পত্রিকা নিয়ে বসে যান।
কিন্তু আসল ব্যাপারটি হলো, অন্যান্য সব পরীক্ষার মতো এই ভার্বাল অংশের প্রস্তুতির জন্যেও আছে কিছু কলাকৌশল। শুধু ভোকাবুলারি পড়াও যেমন আপনাকে ভালো ফলের নিশ্চয়তা দিতে পারে না, তেমনি শুধু ভার্বাল প্রশ্নোত্তর অনুশীলন করলেও পরীক্ষায় সব প্রশ্নের সঠিক উত্তর দেয়া সম্ভব নয়।
অধিকাংশ পরীক্ষার্থী, যাদের মাতৃভাষা ইংরেজি নয়, তাদেরকেই ভার্বাল অংশটি নিয়ে বেশি সমস্যায় পড়তে দেখা যায়। এর প্রধান কারণ হলো ইংরেজির সাথে কম সখ্যতা থাকা। আবার এর কোনো নির্দিষ্ট সিলেবাসও নেই।
ভার্বাল অংশে ভালো করতে হলে কেবল ভোকাবুলারি পড়া, জিআরই প্রশ্নোত্তর অনুশীলন বা পত্রিকা পড়াই যথেষ্ট নয়। ইংরেজি ভাষার সাথে অন্তরঙ্গতা বাড়ানোর সবরকম উপায় আপনাকে অবলম্বন করতে হবে। কারণ ভার্বাল অংশে কেবল আপনার মধ্যে ইংরেজি শব্দভাণ্ডার কতটা তা যাচাই করা হয় না। আপনি যে কোনো ইংরেজি প্রবন্ধ পরে এর মূলভাব কতটা বুঝতে পারেন, সেটাই যাচাই করা হয়। তাই ইংরেজি আপনার মাতৃভাষা না হলেও জিআরই ভার্বালে ভালো করতে হলে ইংরেজি ভাষাকে যতটা সম্ভব আপন করে নিতে হবে।
এখানে কতরকম ভাবে আপনি ইংরেজি ভাষার সাথে অন্তরঙ্গতা বৃদ্ধি করবেন তথা ভার্বাল অংশের জন্য প্রস্তুতি নেবেন, তা নিয়েই আলোচনা করা হলো।
১. ডিকশনারির যথাযথ ব্যবহার করুন
ইংরেজি ভাষা ভালোভাবে শিখতে চান বলে ইংরেজি অভিধানকে আপন ভাবার কোনো কারণ নেই। অনেকেই জিআরইর প্রস্তুতিই শুরু করেন অভিধানের বিভিন্ন শব্দার্থ মুখস্ত করার মাধ্যমে। কিন্তু প্রথম কথা হলো, অভিধানের সব শব্দ মনে রাখা সম্ভব নয়। আর একটি শব্দ একেক বাক্যে একেক অর্থে ব্যবহৃত হয়।
তাই এক্ষেত্রে যেটা করা যেতে পারে, জিআরই পরীক্ষায় বহুল ব্যবহৃত শব্দগুলো বিভিন্ন বইয়ে বা নোট আকারে পাওয়া যায়। এর মধ্যেই কোনো একটি বই আপনি পড়া শুরু করতে পারেন। ম্যাগুশ জিআরই ভোকাবুলারি এ সংক্রান্ত একটি জনপ্রিয় অ্যাপ। এতে প্রায় হাজার খানেক জিআরই শব্দার্থ পেয়ে যাবেন। এছাড়াও অনলাইন থেকেও এ সংক্রান্ত অনেক পিডিএফ পেয়ে যাবেন।
আর জিআরইর প্রশ্নোত্তর অনুশীলনের সময় অজানা শব্দগুলোর অর্থ অভিধান থেকে জেনে নিতে পারেন। এর জন্য প্লেস্টোর থেকে পছন্দসই অভিধান ডাউনলোড করে রাখতে পারেন।
গুগল ট্রান্সলেটরের একটি অ্যাড অন আছে। এটি ব্যবহার করলে আপনি যদি কোনো ইংরেজি প্রবন্ধ পড়ার সময় কোনো শব্দ সিলেক্ট করেন, তবে অটোমেটিকভাবে তার অর্থ পাশে চলে আসে। সময় বাঁচাতে এটি বেশ কার্যকর পদ্ধতি।
তবে একটা কথা মাথায় রাখতে হবে, কেবল শব্দের অর্থ মনে রাখাই যথেষ্ট নয়, শব্দের ব্যবহার জানাটাই বেশি জরুরি। আর শব্দার্থ মনে রাখার জন্য কেবল অর্থ নয়, সাথে সেই শব্দের ব্যবহার আছে, এমন কোনো বাক্য বা ঘটনা মনে রাখার চেষ্টা করুন।
২. ইংরেজি জার্নাল, সংবাদপত্র ও বই পড়ুন বেশি বেশি
মনে রাখবেন, জিআরইতে কখনো সরাসরি শব্দার্থ আসে না। প্রশ্নগুলো এমনভাবে করা হয় যে, আপনি যদি টেক্সট বা প্রবন্ধটির মূলভাব বুঝতে না পারেন, তবে শব্দার্থ জানলেও আপনার দ্বারা সঠিক উত্তর বাছাই করা সম্ভব হবে না। আর উত্তর দেবার জন্যও আপনি নিজের মনমতো কোনো শব্দ বা বাক্য বানাতে পারবেন না। একটি উত্তরের জন্য ৩ বা ৫টি অপশন দেয়া হবে, সেখান থেকেই আপনাকে উত্তর বাছাই করতে হবে।
এর জন্য ইংরেজি বিভিন্ন বাগধারা, প্রচলিত আচার, প্রকাশভঙ্গি ইত্যাদির সাথে আপনার পরিচিত হওয়া প্রয়োজন। তাই শুধু বিভিন্ন বই থেকে জিআরই প্রশ্নোত্তর অনুশীলন করাই যথেষ্ট নয়। আপনি যে বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান, সেই বিষয়ক বেশি বেশি জার্নালও পড়তে হবে। এতে নিজ বিষয় সম্পর্কে আপনার জ্ঞানও বাড়বে, পাশাপাশি জিআরইর প্রস্তুতিও নেয়া হবে।
এছাড়াও আপনি যদি সংবাদপত্র কিংবা বই পড়তে ভালোবাসেন, তবে এই সময়টুকু বেশি বেশি ইংরেজি পত্রিকা বা বই পড়ুন। মোটকথা, আপনার ভালো লাগার কাজগুলোর মাধ্যমেই জিআরই প্রস্তুতি নিন। তাহলে জিআরই প্রস্তুতি আপনার কাছে কঠিন মনে হবে না, বরং জিআরই প্রস্তুতিকে আপনি জীবনের অংশ বানিয়ে নিতে পারবেন।
আর জিআরই পরীক্ষার্থীদের কাছে জনপ্রিয় কিছু পত্রিকা হলো দ্য নিউইয়র্কার (The New Yorker), দ্য গার্ডিয়ান (The Guardian), সায়েন্টিফিক আমেরিকান (Scientific American), দ্য ইকোনোমিস্ট (The Economist) ইত্যাদি।
৩. ইংরেজি সিনেমা, খবর বা সিরিয়াল দেখুন নিয়মিত
শুধু ইংরেজি প্রবন্ধ পড়াই যথেষ্ট নয়। সিনেমা বা খবর থেকেও আপনি অনেক অজানা শব্দের চমকপ্রদ ব্যবহার জানতে পারবেন। পাশাপাশি বিভিন্ন শব্দের সঠিক উচ্চারণও শিখতে পারবেন। বিবিসি, সিএনএন ইত্যাদি খবরের চ্যানেলগুলো থেকে জানতে পারবেন বহির্বিশ্বের বর্তমান পরিস্থিতি, যা থেকে কোনো জিআরই কম্প্রিহেনশন পেয়ে যেতে পারেন পরীক্ষায়।
তবে এগুলো দেখতে হবে জিআরই প্রস্তুতি নেয়ার প্রাথমিক সময়ে, যেন পরবর্তীতে জিআরই প্রশ্নোত্তর অনুশীলনের সময় ইংরেজির প্রতি কোনো বিকর্ষণ কাজ না করে। কিন্তু পরীক্ষার আগমুহূর্তে এগুলো দেখার পেছনে সময় দেয়া অনর্থক।
Featured Image:Times Higher Education