জিআরইর ভার্বালের (Verbal Reasoning) গুরুত্বপূর্ণ একটি অংশ হলো কম্প্রিহেনশন। জিআরই পরীক্ষার প্রতিটি ভার্বাল সেকশনে প্রায় ৪-৫টি ছোট,বড় ও মাঝারি প্রায় ৩ ধরনের কম্প্রিহেনশন এসে থাকে। আর প্রতিটি সেকশনের ২০টি প্রশ্নের মধ্যে প্রায় ১০ থেকে ১১টি প্রশ্ন এসে থাকে এই কম্প্রিহেনশনগুলো থেকে।
এর মধ্যে বড় কম্প্রিহেনশনগুলোর একটি থেকেই ৩-৪ টি প্রশ্ন হতে পারে। কিন্তু এগুলো এতো বড় আর গুরুগম্ভীর ইংরেজিতে লেখা থাকে যে, অনেক পরীক্ষার্থী এই কম্প্রিহেনশনগুলো না পড়েই আন্দাজে যে কোন উত্তরে টিক দিয়ে আসেন। কিন্তু না জেনে উত্তর দেয়ায় এখানেই অনেক নাম্বার কমে যায় পরীক্ষার্থীদের। তাই ভালো ফল করতে চাইলে কম্প্রিহেনশনের এই প্রশ্নোত্তর দেয়ার অনুশীলনও যথাযথভাবে করতে হবে ।
জিআরই কম্প্রিহেনশনগুলো পড়ার কিছু কৌশল আছে। আর কম্প্রিহেনশনে ভালো ফল করার একটি কৌশল হলো, এগুলো থেকে কী ধরণের প্রশ্ন আসে, সে সম্পর্কে ভালোভাবে জানা। আগে থেকে প্রশ্নের ধরন সম্পর্কে জানলে পরীক্ষার সময় এগুলো দেখে আর ঘাবড়ানোর ভয় থাকে না। আবার উত্তর কেমন হবে সে সম্পর্কেও আগে থেকে ধারণা রাখলে পরীক্ষার হলে সঠিক উত্তর বাছাই করা সহজ হবে।
এখানে কম্প্রিহেনশন অংশের বিভিন্ন ধরনের প্রশ্ন এবং সেগুলোর উত্তর কেমন হবে, তা নিয়েই বিস্তারিত আলোচনা করা হলো।
১. মূলভাব সম্পর্কিত প্রশ্ন
প্রায় প্রতিটি কম্প্রিহেনশন থেকেই মূলভাব সম্পর্কিত একটি প্রশ্ন পরীক্ষায় আসেই। এ প্রশ্নগুলোতে সাধারণত কম্প্রিহেনশনের মূল বক্তব্য বা এর উদ্দেশ্য সম্পর্কে জানতে চাওয়া হয়। উত্তরের অপশনগুলোতে কিছু বিভ্রান্তিকর ও প্রায় কাছাকাছি বাক্য দেয়া থাকে, যার মধ্য থেকে সঠিক উত্তর বাছাই করতে হয়। উদাহরণস্বরূপ কিছু প্রশ্ন এখানে দেয়া হলো,
- In this passage, the author is primarily concerned with…?
- Which of the following would be the most appropriate title for the given argument?
২. লেখকের বক্তব্য থেকে প্রশ্ন
কিছু কম্প্রিহেনশনে লেখক কোনো একটি মতবাদের পক্ষে বা বিপক্ষে সমালোচনা করেন কিংবা শেষে নতুন বা নিজস্ব মতবাদ প্রকাশ করেন। লেখকের এই মতামত নিয়েও প্রশ্ন আসতে পারে। এক্ষেত্রে কম্প্রিহেনশনের মূলভাব ও লেখকের মতবাদ এই দুটোকে আলাদাভাবে যাচাই করতে হবে। এধরনের কিছু প্রশ্ন হলো,
- The author’s attitude towards contemporary cinema can be best described as…?
- The passage regards the idea of modern artistic activity with…?
৩. নির্দিষ্ট কোনো তথ্য থেকে প্রশ্ন
কম্প্রিহেনশনে বর্ণিত কোনো ঘটনা বা তথ্য থেকেও প্রশ্ন আসতে পারে। তবে এ প্রশ্নগুলো এতটা সহজ নয় যে, কম্প্রিহেনশনের ওই তথ্য সংবলিত অংশ পড়লেই তা থেকে উত্তর করা যাবে। বরং প্রশ্নগুলো নির্দিষ্ট কোনো ঘটনা বা তথ্যের মূলভাব কী বা সেই তথ্য দেয়ার উদ্দেশ্য কী, এসম্পর্কিত হয়ে থাকে। যেমন,
- The author refers to ‘example phrase’ in line 5, primarily in order to… ?
- According to the passage, the critics considered the ideas found in the novelist’s work to be…?
৪. অন্তর্নিহিত ভাবমূলক প্রশ্ন
অনেক সময় কম্প্রিহেনশনে কোনো একটি সমস্যা ও তার বিভিন্ন সমাধান নিয়ে আলোচনা করা হয়। কম্প্রিহেনশনে বর্ণিত কোনো সমস্যা বা মতবাদের সাপেক্ষে যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সমাধান বা নির্দেশনা দেয়া হয়, তবে সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। যেমন,
- It can be inferred from the passage that, in evaluating the scientist’s theory, some of the critics were….?
- The passage suggests that if the predictions of the geological department were to be true, it would be….?
৫. গঠনমূলক প্রশ্ন
এ ধরনের প্রশ্নে সরাসরি কম্প্রিহেনশনের গঠন বা কাঠামো নিয়ে জিজ্ঞাসা করা হয়। এর মাধ্যমে পরীক্ষার্থী কম্প্রিহেনশনে বর্ণিত ঘটনার ক্রম কতটা ধরতে পেরেছেন, তাই যাচাই করা হয়। যেমন,
- Which of the following best describes the structure of the passage?
- Which of the following best describes the organization of the lines 17 through 23?
৬. তুলনামূলক প্রশ্ন
জিআরই পরীক্ষায় এ ধরনের প্রশ্নগুলোই সবচেয়ে জটিল এবং গোলমেলে হিসেবে পরিচিত। এসকল প্রশ্নের মাধ্যমে আপনি পুরো কম্প্রিহেনশনের অন্তর্নিহিত সকল যুক্তি ও এদের তারতম্য কতটা বুঝতে পেরেছেন এবং তুলনা করতে পেরেছেন, তাই যাচাই করা হয়। এরকম প্রশ্নে সাধারণত জানতে চাওয়া হয়, কম্প্রিহেনশনে বর্ণিত ২টি বাক্য বা তথ্য বা দুজন বক্তার বক্তব্যের মধ্যে মিল বা অমিল কী।
এর সঠিক উত্তর খুঁজে পাওয়ার জন্যে আপনাকে কম্প্রিহেনশনের প্রত্যেকটি যুক্তি ও তথ্যগুলোর মধ্যে মিল, অমিল, মূলভাব ইত্যাদি ভালোভাবে বুঝতে হবে। এ ধরনের প্রশ্নের উদাহরণ,
- Which of the following situations is most closely analogous to the situation described by the author as an irony, in lines 11 and 12?
- Which of the following describes a situation that is analogous to the situation described in the second paragraph?
৭. না বোধক প্রশ্ন
এ ধরনের প্রশ্নে জানতে চাওয়া হয় যে, উত্তরের অপশনগুলোর মধ্যে কোনটি সত্য নয়। কিন্তু এই ‘নয়’ শব্দটি অনেকে খেয়াল করেন না বলে সঠিক উত্তরটি খুঁজতে সমস্যা হয় বা উত্তর ভুল হয়ে যায়। এজন্যে আপনাকে কিছু না বোধক ইংরেজি শব্দ জেনে রাখতে হবে, যেগুলো প্রশ্নে দেখলে আপনাকে বুঝতে হবে প্রশ্নটি না বোধক।
- The passage states all of the following about mitochondria, except?
- The author asserts that technology has led us do all of the following miraculous experiments, except?
৮. কম্প্রিহেনশনের কোনো একটি শব্দ নিয়ে প্রশ্ন
এরকম প্রশ্নে কোনো একটি নির্দিষ্ট শব্দের অর্থ, প্রতিশব্দ বা কম্প্রিহেনশনে তা কী বোঝাতে ব্যবহৃত হয়েছে, সে সম্পর্কে জানতে চাওয়া হয়। যেমন,
- As it is used in the passage, the term ‘convivial’ can be best described as?
- The term ‘inchoate’, used by the author in line 18, refers to?
জিআরইতে সাধারণত এ কয়েক ধরনের প্রশ্নই এসে থাকে।
Featured Image: TCYonline.com