টোফেল (TOEFL) লিসেনিং পরীক্ষার প্রস্তুতি ও ৭টি এক্সপার্ট টিপস

আপাতদৃষ্টিতে টোফেল লিসেনিং বেশ সহজ মনে হতে পারে। শুধু মনোযোগ দিয়ে শুনতে হবে আর সেই অনুযায়ী প্রশ্নের উত্তর করতে হবে। যারা ইংরেজি সিনেমা দেখেন ও ইংরেজি গান শোনেন তাদের জন্য খুব সহজ হবার কথা, তাই তো?

কিন্তু টোফেল লিসেনিং সেকশন অনেক ক্ষেত্রেই চ্যালেঞ্জিং হতে পারে আপনার জন্য। কারণ এই ক্ষেত্রে পরীক্ষার্থীকে কয়েক মিনিটের অডিও শুনে তথ্য মনে রাখতে হবে এবং উত্তর করতে হবে। টোফেল লিসেনিং টেস্টের বৈতরণী পার হতে হলে ঠিক কী ধরনের প্রশ্ন হতে পারে, কীভাবে পড়লে ভালো করতে পারবেন এবং পরীক্ষায় কীভাবে নোট নেবেন সে সম্পর্কে ধারনা থাকতে হবে অবশ্যই।

Source: prepscholar.com

টোফেল (TOEFL) লিসেনিং

চার ধাপের টোফেল  পরীক্ষার দ্বিতীয় ধাপ হচ্ছে লিসেনিং। টোফেল লিসেনিং এর সম্পূর্ণ অংশ ৬০ মিনিট থেকে ৯০ মিনিট পর্যন্ত হয়ে থাকে। এই অংশে ৪ থেকে ৬টি ভাষণ এবং ২ থেকে ৩টি কথোপকথন শুনতে হবে। প্রতিটা ভাষণের দৈর্ঘ্য ৩ থেকে ৫ মিনিট পর্যন্ত হয় এবং এই অংশ থেকে ৬টি প্রশ্ন থাকবে। কথোপকথনের দৈর্ঘ্য তিন মিনিটের হয় সাধারণত।এবং এতে ৫টি প্রশ্ন থাকে।

সময়ের দৈর্ঘ্য ৬০ থেকে ৯০ মিনিট পর্যন্ত পরিবর্তন হয়ে থাকে। শিক্ষার্থীর উত্তর করার পারদর্শিতার উপর নির্ভর করে এটি। কিছু পরীক্ষামূলক প্রশ্নের কারণে সময়ের এই হেরফের হয়ে থাকে। তবে আপনি জানবেন না কোন প্রশ্নটি পরীক্ষামূলক, তাই এটা নিয়ে খুব একটা না ভাবলেও চলবে।

ভাষণ কিংবা কথোপকথনের বিষয়গুলো দৈনন্দিন কাজ-কর্মে ব্যবহার হয়ে থাকে এরকম বিষয়বস্তু থেকেই নেওয়া হয়। তবে খেয়াল রাখবেন অডিও ক্লিপ গুলো শুধু একবারই শুনতে পারবেন এবং এই টেস্টে ইংরেজি শুনে বোঝার ক্ষমতা যাচাই করা হবে।

Source: andredevours.wordpress.com

টোফেল (TOEFL) লিসেনিং টেস্টে কী ধরনের প্রশ্ন হয়ে থাকে?

টোফেল লিসেনিং অংশে আপনাকে তিন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। এই অংশে সফল হতে হলে আপনাকে জানতে হবে আপনার থেকে কী চাওয়া হচ্ছে।

  • সাধারণ মাল্টিপল চয়েজ

আপনাকে এই অংশের প্রশ্নের উত্তর করতে হলে বেশ ভালোই প্রস্তুতি নিতে হবে। প্রত্যেক প্রশ্নে চারটি করে উত্তর থাকবে যার মধ্যে সঠিক উত্তর একটি। সঠিক উত্তরটি খুঁজে উত্তর করতে হবে আপনাকে।

Source: prepscholar.com

উত্তর করার টিপস-

  • প্রত্যেকটা উত্তর পড়ুন এবং এর মধ্যে থেকে সবচেয়ে উপযুক্ত উত্তরটি খুঁজে বের করে উত্তর করুন। এই ধরনের প্রশ্নে দুইটি খুব কাছাকাছি উত্তর খুঁজে পাবেন যার মধ্যে থেকে সঠিক উত্তরটি বাছাই করে উত্তর করতে হবে আপনাকে।
  • অডিও ক্লিপ শোনার সময় নোট নিন। নোট যেন সংক্ষিপ্ত ও স্পষ্ট হয় সেদিকে খেয়াল রাখুন।
  • একাধিক উত্তরের মাল্টিপল চয়েজ

এই ধরনের প্রশ্নোত্তর সাধারণ মাল্টিপল চয়েজের মতোই। শুধু এই ক্ষেত্রে একাধিক সঠিক উত্তর থাকবে এবং  আপনাকে প্রত্যেকটা সঠিক উত্তর খুঁজে চিহ্নিত করতে হবে নাম্বার পাবার জন্য।

Source: prepscholar.com

উত্তর করার টিপস-

  • প্রশ্নে সঠিক উত্তর সংখ্যা কতোটি হবে সেটা সাধারণত বলে দেয়া থাকে। তাই উত্তর করার সময় মনোযোগ দিন যাতে কোনো তথ্য ভুলে বাকি না থাকে।
  • এই ধরনের প্রশ্নের জন্য নিশ্চিত করুন যে প্রশ্নপত্রের সব উত্তর মনোযোগ দিয়ে পড়ে নিয়েছেন। তারপর সঠিক উত্তর গুলো বাছাই করে চিহ্নিত করুন। এই ক্ষেত্রে যদি একটি বা দুইটি উত্তর সঠিক বাছাই করেন এবং অন্যগুলো ভুল বাছাই করেন তবে তার জন্য কোনো আংশিক নাম্বার দেবার নিয়ম নেই। তাই আপনাকে সবগুলো সঠিক উত্তরই খুঁজে বের করে চিহ্নিত করতে হবে।

 

  • রিপ্লে প্রশ্ন

এই অংশে সংক্ষিপ্ত অডিও ক্লিপ শুনে উত্তর করতে হবে। প্রশ্ন হবে মাল্টিপল চয়েজ আকারের।  শুধুমাত্র এই অংশে অডিও রেকর্ডিং পুনরায় শুনে উত্তর করতে পারবেন।

Source:prepscholar.com

উত্তর করার টিপস-

  • শোনার সময় যদিও নোট করে হয়েছে তারপরও শর্ট ক্লিপ যখন চালানো হবে তখনো মনোযোগ দিয়ে শুনুন। কিছু অংশের বিস্তারিত জানতে চাওয়া হতে পারে যেটা শুধু নোট দেখে বলা সম্ভব নয়।
  • ক্লিপের যে অংশ পুনরায় চালানো হবে সেই অংশে বেশী মনোযোগ দিন পুরো রেকর্ডিং এর চেয়ে। উত্তর করার ক্ষেত্রে ঐ অংশের তথ্যই বেশী কাজে লাগবে।

 

টোফেল লিসেনিং টেস্ট প্রস্তুতির টিপস

Source: phrasemix.com
  1. নিয়মিত স্পোকেন ইংলিশ শোনা

যতোটা সম্ভব পারা যায় চেষ্টা করুন ইংলিশ ভাষা শোনার। যতোটা পরিচিত থাকবেন শব্দের সাথে ততোটাই ভালোভাবে উত্তর করতে পারবেন। গান,সিনেমা,নাটক,গল্প যাই শুনুন না কেন চেষ্টা করুন ইংরেজিতে শোনার। শুধুমাত্র সচেতনভাবে নয়, অচেতন অবচেতন সব অবস্থাতেই ইংরেজি বোঝার ক্ষমতা তৈরি করুন নিজের মধ্যে।

  1. ভিন্ন উচ্চারণের ইংরেজি শুনুন

ভিন্ন উচ্চারণের ইংরেজি শুনুন। টোফেল লিসেনিং পরীক্ষায় আঞ্চলিক উচ্চারণ থেকে শুরু করে উত্তর আমেরিকান উচ্চারণের অডিও ক্লিপ শুনেও উত্তর করতে হতে পারে। এটা আপনাকে সাহায্য করবে লিসেনিং টেস্টের সময় ভিন্ন ভিন্ন উচ্চারণের ইংরেজি শুনে সফলতার সাথে উত্তর করতে।

  1. লিসেনিং পরীক্ষার অনুশীলন করুন

লিসেনিং টেস্টে যে ধরনের ক্লিপ শোনানো হয় সাধারণত এবং যে ধরনের প্রশ্ন করা হয় তার অনুশীলন করুন সচেতনভাবে। তিন-চারটি রেকর্ডিং শোনার পর আপনার ধৈর্যচ্যুতি ঘটতেই পারে। সে ক্ষেত্রে টোফেল স্কোরে এর প্রভাব পড়তে পারে। এজন্য সম্পূর্ণ প্রস্তুতি নিন ধৈর্যের সাথে সম্পূর্ণ মনোযোগ নিয়ে এই ধাপ সম্পূর্ণ করার।

  1. নোট নেবার অভ্যাস করুন

অডিও ক্লিপ শোনার সময় অভ্যাস করুন নোট নেবার। সফলভাবে নোট নেবার জন্যও আপনাকে অনুশীলন করতে হবে। চেষ্টা করুন সংক্ষিপ্ত ও স্পষ্ট নোট নিতে।

  1. মনোযোগ দিয়ে রেকর্ড শুনুন

শুনে বুঝে উত্তর করা বেশ ধৈর্যের ব্যাপার। মনোযোগ দিন অডিও ক্লিপ শোনার সময়। শুনে বোঝার চেষ্টা করুন। বুঝে তথ্যগুলো মনে রাখার অভ্যাস করুন।

Source: prepscholar.com
  1. শোনার সময় লিখুন

একটা দীর্ঘ ক্লিপ শুনে পুরোটা মনে রাখা সম্ভব নয়। কিন্তু ঐ অংশ থেকে প্রশ্নের উত্তর করতে হলে অডিও ক্লিপের তথ্য মনে রাখতে হবে তাই অভ্যাস করুন শোনার সময় সংক্ষিপ্ত ও স্পষ্ট নোট নেবার।

  1. মূল বিষয়ে মনোযোগ দিন

অডিও ক্লিপ শোনার সময় সম্পূর্ণ অংশে মনোযোগ না দিয়ে মূল বিষয়ে মনোযোগ দিন। যেমন, যদি আমেরিকার আবহাওয়া নিয়ে কথা বলা হয় আপনি এমনিতেই অনুমান করতে পারবেন কী ধরনের তথ্য উপস্থাপন করা হতে পারে। আপনার মস্তিষ্ক আগে থেকেই প্রস্তুত হয়ে থাকবে ঐ বিষয়ের তথ্য নেবার জন্য।

লিসেনিং অংশে ভালো করার জন্য আপনাকে দক্ষ হতে হবে এবং একই সাথে মনোযোগ ধরে রাখার অভ্যাসও গড়ে তুলতে হবে।

Feature Image: phrasemix.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *