সিলিকন ভ্যালি কি এগোচ্ছে শেষের পথে?

ছবিসূত্র: hackernoon.com

সিলিকন ভ্যালি অনেকের কাছে একটি স্বপ্নের নাম। আজকের দুনিয়ায় যারা তথ্য প্রযুক্তি নিয়ে  পড়াশোনা করছেন, তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ করছেন বা বিনিয়োগ করার কথা ভাবছেন, তাদের সবার কল্পনায় একবার হলেও সবাই নিজেকে সিলিকন ভ্যালিতে দেখেছেন, এটা বাজি ধরে বলা যায়। সিলিকন ভ্যালিকে বলা হয় পৃথিবীর তথ্য প্রযুক্তির রাজধানী। পৃথিবীর শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অধিকাংশেরই অবস্থান সিলিকন ভ্যালিতে। এদের মধ্যে আছে গুগল, ফেসবুক, ইনটেল, ইত্যাদি। এছাড়াও আছে তথ্যপ্রযুক্তিভিত্তিক শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানগুলো।

ছবিসূত্র: thepoortraveler.net

সিলিকন ভ্যালি প্রতিনিয়ত পৃথিবীকে দিচ্ছে নতুন নতুন প্রযুক্তি। শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করছে নতুন প্রযুক্তি গবেষণায়। উদীয়মান প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করছে শীর্ষ প্রতিষ্ঠানগুলো আংশিক মালিকানার বিনিময়ে। এভাবেই সিলিকন ভ্যালিতে উদীয়মান প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হচ্ছে এবং বাড়ছে প্রযুক্তি ও ব্যবসার প্রসার।

কিন্তু সাম্প্রতিক সময়ে ঘটা কিছু ঘটনা এবং ধারনার পরিবর্তন বোদ্ধাদের ভাবিয়ে তুলছে সিলিকন ভ্যালির ভবিষ্যত নিয়ে। যেসব ঘটনা  সিলিকন ভ্যালিকে আশংকাজনক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে তা নিয়ে আজকের এই আলোচনা।

১. বৈষম্য আন্দোলন 

বর্ণ ও লিঙ্গ বৈষম্য এই আন্দোলনের মূল বিষয়। সিলিকন ভ্যালিতে নারী ও পুরুষের বেতন বৈষম্য নিয়েও আন্দোলন পুঞ্জীভূত হচ্ছে।

ছবিসূত্র: medium.com

২. অবশিষ্টদের উত্থান

সিলিকন ভ্যালির বাইরে কম মূলধন ও খরচে উদীয়মান প্রতিষ্ঠান গড়ে উঠছে। এটি তথ্যপ্রযুক্তি ব্যবসায় সিলিকন ভ্যালির একক আধিপত্যের প্রতি হুমকিস্বরূপ।

ছবিসূত্র: blog.revolution.com

৩. অর্থ সুরক্ষা

স্বয়ংক্রিয় বিকল্প অর্থ ,যার জন্য কোন আর্থিক লেনদেনের প্রয়োজন হয় না এবং সার্ভার দ্বারা সুরক্ষিত থাকে।  বিনিয়োগের ক্ষেত্রে সুরক্ষিত উপায়ে অর্থ আদানপ্রদান ও মূলধনের মুনাফা নিশ্চিত করা হচ্ছে। এর ফলে সিলিকন ভ্যালি থেকে অর্থবিষয়ক প্রযুক্তিসেবা নেয়ার হারও হ্রাস পেয়েছে।

ছবিসূত্র: wccftech.com

উপরোক্ত ঘটনাগুলো সিলিকন ভ্যালির সামগ্রিক অবস্থাকে নেতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তবে সিলিকন ভ্যালি যদি এসব প্রতিকূল পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কঠিন পরিস্থিতি শক্তহাতে মোকাবেলা করতে পারবেন।

এবার জেনে নেয়া যাক, পরিবির্তনের উপাদানগুলোর সাথে যৌথ বিনিয়োগকারীদের অভিযোজনের প্রয়োজনীয়তা। সাধারণত বিনিয়োগকারীরা বিনিয়োগের জন্য এমন সম্ভাবনাময় প্রতিষ্ঠান নির্বাচন করেন, যা পরবর্তী ৮-১০ বছর সময়কালে মূল বিনিয়োগের দশগুণ পর্যন্ত ফিরিয়ে দিতে পারবে। এজন্য এ ধরনের যৌথ  বিনিয়োগে নতুনদের আরো দূরদর্শী হতে হবে এবং পরবর্তী ১০ বছরে পৃথিবী কেমন হবে, সে ব্যাপারে থাকতে হবে।

ছবিসূত্র: www.golegal.com 

সাম্প্রতিক সময়ে প্রযুক্তির অগ্রগতি সময়ের বর্গের সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে  কিছু বিনিয়োগকারী প্রতিষ্ঠান নিজেদের দূরদর্শিতা বজায় রেখে ও পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পেয়েছে সাফল্য। এই সাফল্য উপরোক্ত তিনটি  নিয়ামকের মাধ্যমে ব্যাখ্যা করা যায়।

 ১. বৈষম্য আন্দোলন 

বর্তমান অবস্থা 

২০১৭ সালে পিচবুক ডাটা ইংক নামক একটি প্রতিষ্ঠানের এক সমীক্ষায় দেখা যায় যে, যুগ্ম বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাতা সদস্যদের শতকরা ৮৯ ভাগ হলেন শ্বেতাঙ্গ পুরুষ। এবং এই প্রতিষ্ঠানগুলো বিনিয়োগও করেছে শ্বেতাঙ্গদের প্রতিষ্ঠানে।

ভবিষ্যৎ দৃশ্যপট

লিঙ্গ বৈষম্যে অবহেলিত নারী ও সংখ্যালঘুরাই ভবিষ্যতে বেশি সফল হবেন।

পরিবর্তনে কম প্রতিক্রিয়াশীল

সামগ্রিক অবস্থার পরিবর্তনের সাথে তাল মিলিয়ে না চললে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়ে। এসকল প্রতিষ্ঠান কর্মচারি নিয়োগ, পদোন্নতি, এবং বিনিয়োগে সেকেলে পন্থা অনুসরণ করে।

পরিবর্তনে বেশি প্রতিক্রিয়াশীল

বর্ণ ও লিঙ্গ বৈষম্যে অবহেলিত নারী ও সংখালঘুদের টার্গেট করে বিনিয়োগ করে অনেক বিনিয়োগকারি প্রতিষ্ঠান অধিক মুনাফা অর্জন করছে।

এই আন্দোলনে সাফল্যের উদাহরণস্বরূপ বলা যায় ব্যাকস্টেজ ক্যাপিটালের (Backstage Capital) প্রতিষ্ঠাতা , কৃষ্ণাঙ্গ নারী আরলান হ্যামিলটনের কথা। তিনি বিনিয়োগ করছেন সেসব প্রতিষ্ঠানে , যেসব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বর্ণ ও লিঙ্গ বৈষম্যে অবহেলিত নারী ও সংখ্যালঘু সম্প্রদায়। ভবিষ্যতে এরকম আরো ১০০ টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিকল্পনা আছে তার।

 

২. অবশিষ্টদের উত্থান 

বর্তমান অবস্থা

বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো সবথেকে বেশি বিনিয়োগ করছে সিলিকন ভ্যালিতে, যেখানে  সফল প্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ বেশি।

ভবিষ্যৎ দৃশ্যপট

স্বল্প মূলধন ও ব্যয়ে সিলিকন ভ্যালির বাইরে  নতুন প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং সাফল্য পাবে।

পরিবর্তনে কম প্রতিক্রিয়াশীল

আগের সাফল্য ধরে রাখতে প্রতিষ্ঠানগুলো সিলিকন ভ্যালিতে নতুন প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ অব্যাহত রাখবে।

পরিবর্তনে বেশি প্রতিক্রিয়াশীল 

সিলিকন ভ্যালির বাইরে নতুন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিয়ে যে নতুন এলাকা গড়ে উঠছে, সেখানে নতুনভাবে বিনিয়োগ করছে অনেক প্রতিষ্ঠান।

রাইজ অফ দ্য রেস্ট ফান্ড (Rise of the rest fund ) নামক একটি তহবিলে সিলিকন ভ্যালির বাইরে গঠিত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের জন্য প্রায় ১৫০ মিলিয়ন ডলার জমা করা হয়েছে। এই তহবিলের পরিচালনা করছেণ এওএলের (AOL) যুগ্মপ্রতিষ্ঠাতা স্টিভ কেস। এই তহবিলের মূল লক্ষ্য হলো, সিলিকন ভ্যালির বাইরে কম মূলধন ও ব্যয়ে নতুন প্রযুক্তি এলাকা গড়ে তোলা।

 

. অর্থ সুরক্ষা 

বর্তমান অবস্থা

শীর্ষ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো নতুন প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করে এবং অংশীদারিত্বের মান নির্ধারণের মাধ্যমে  বিনিয়োগের শর্ত বজায় রেখে।

ভবিষ্যৎ দৃশ্যপট

প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ হবে ইনিশিয়াল কয়েন অফারিং ( Initial Coin Offering) এর মাধ্যমে। এভাবে নতুন এবং পুরাতন উভয় বিনিয়োগকারী বিনিয়োগ করবে আইসিও কতৃক নির্ধারিত শর্তে ও টোকেনের মাধ্যমে, অংশীদারিত্বের ভিত্তিতে নয়।

পরিবর্তনে কম প্রতিক্রিয়াশীল

আইসিওর মাধ্যমে বিনিয়োগ না করে পূর্ববর্তী নিয়মে বিনিয়োগ করা হবে,  যাতে অংশীদারিত্বে নিশ্চিত হয়।

পরিবর্তনে বেশি প্রতিক্রিয়াশীল 

বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো  বিনিয়োগের শর্তের পরিবর্তে বিনিয়োগের নির্ধারিত মানের ভিত্তিতে বিনিয়োগ করে থাকে।

উদাহরণস্বরূপ বলা যায়, বিশিষ্ট বিনিয়োগকারী প্রতিষ্ঠান এওয়ানসিক্সজে (A16Z) ও ইউনিয়ন স্কয়ার ভেনচারের (USV)  কথা যারা যুগ্ম বিনিয়োগের প্রচলিত অংশীদারিত্বের শর্তের বদলে আইসিওর মাধ্যমে বিনিয়োগ করছে।

সব মিলিয়ে বলা যায়, সিলিকন ভ্যালির বাইরের অনেক  প্রতিষ্ঠানই পরবর্তী দশ বছরের প্রযুক্তির বাজার ও সম্ভাব্য অবস্থা বিশ্লেষণ করে পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পদক্ষেপ নিচ্ছে। এসকল পরিকল্পনা যদি সফল হয়, তাহলে প্রতিষ্ঠানগুলো যেমন প্রযুক্তি বাজার দখল করে নিতে পারে, সিলিকন ভ্যালিও তেমনি হারাতে পারে তার স্বপ্নপুরীর খেতাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *