আগের পর্ব পড়তে নিচের লিংকে যান।
জিআরই প্রস্তুতির জন্য জনপ্রিয় কিছু বই (পর্ব-১)
৬. ম্যানহাটান জিআরই সিরিজ এক থেকে আট (The Manhattan GRE Series (MGRE) – Books One Through Eight)
ম্যানহাটান সিরিজের এই ৮ টি বই ম্যানহাটান গ্রুপের সেরা কয়েকজন শিক্ষক তথা লেখকের লেখা। এর মধ্যে ৬টি বইয়ে কোয়ান্ট তথা গাণিতিক অংশের বিভিন্ন বিষয়ের উপর সূত্র, প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা সহ বিস্তারিত লেখা হয়েছে। বাকি ২টি বইয়ের একটিতে কেবল কম্প্রিহেনশন এবং অন্যটিতে টেক্সট কম্প্লেশন ও সেন্টেন্স একুইভ্যালেন্স এর উপর অনুশীলনের জন্য আলাদা করে তৈরি করা হয়েছে।
পাঠকদের মন্তব্য অনুযায়ী এই বইগুলো জিআরইর প্রাথমিক প্রস্তুতির জন্য আদর্শ বই এবং প্রত্যেকেরই এই বইগুলো অনুশীলন করা উচিৎ।
এছাড়াও ম্যানহাটান কোম্পানি কিছু মডেল টেস্টার ব্যবস্থাও করেছে। এর মধ্যে একটি টেস্টে যে কোনো শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো সময়ে অংশ নিতে পারে। আরও পরীক্ষা দিতে চাইলে ম্যানহাটানের একসাথে ৬টি মডেল টেস্টে এর একটি প্যাকেজ রয়েছে যা অনলাইন পেমেন্টের মাধ্যমে গ্রহণ করে নির্দিষ্ট মেয়াদের মধ্যে পরীক্ষার্থীরা যে কোনো সময় নিজেদের প্রস্তুতি যাচাই করে নিতে পারে। ম্যানহাটান টেস্টগুলো সম্পর্কে জানতে নিচের লিংকে যান।
৭. ব্যারন’স ৬ প্র্যাকটিস টেস্ট (Barron’s 6 GRE Practice Tests)
জিআরই পরীক্ষার্থীদের কাছে এই বইটি বেশ জনপ্রিয়। এর কম্প্রিহেনশনগুলো যথেষ্ট বড় এবং এর প্রশ্নের সঠিক উত্তর বের করতে গেলেও যথেষ্ট মাথা খাটানো প্রয়োজন।
তবে সামগ্রিকভাবে চিন্তা করলে বইটি যথাযথ মানসম্মত নয়। এর প্রশ্নগুলো জিআরই এর সমমানের নয়। টেক্সট কমপ্লিশন (Text Completion) আর সেন্টেন্স ইকুইভ্যালেন্স (Sentence Equivalence) এর বাক্যগুলো অনেক বড় দেয়া হয় ঠিকই, কিন্তু জিআরইতে প্রতিটি প্রশ্নে যেমন প্যাঁচ থাকে, এর অধিকাংশ প্রশ্নে তা থাকে না। ফলে সহজেই প্রশ্নের সঠিক উত্তর করা যায় বটে, কিন্তু জিআরই প্রস্তুতির জন্য তা যথেষ্ট নয়। এর কোয়ান্টিটিভ অংশের প্রশ্নগুলোও বেশ সোজা-সাপটা ফলে সঠিক উত্তর খুঁজে পাওয়া অপেক্ষাকৃত সহজ। বছর বছর বইটি সংক্ষকরণ করা হলেও বইটির মান তেমন উন্নত হয়নি।
তবে যদি ইতোমধ্যেই আপনি ইটিএস, ম্যাগুশ, ম্যানহাটান ইত্যাদি বইগুলো অনুশীলন করে থাকেন তবে পরবর্তী অনুশীলনের জন্য এই বইটি সংগ্রহে রাখতে পারেন।
৮. দ্যা প্রিন্সটন রিভিউ, ২০১৮ ইডিশন (The Princeton Review, Cracking the GRE, 2018 Edition)
জিআরই পরীক্ষার্থীদের কাছে এই বইটিও খুব জনপ্রিয়। বিশেষ করে যারা জিআরইর বই ও অন্যান্য ম্যাটেরিয়ালস সম্পর্কে তেমন খোঁজ খবর না নিয়েই প্রস্তুতি শুরু করেছে তাদের কাছে এই বই বেশি দেখা যায়। এমনও অনেকে আছেন যে, ইটিএস এর বইগুলো না অনুশীলন করেই এই বই সমাধান করা শুরু করে দেন। কিন্তু প্রকৃতপক্ষে বিশেষজ্ঞ ও বেশিরভাগ ভালো ফলাফলকারীদের মন্তব্য অনুযায়ী এই বইটি জিআরই পরীক্ষার সমমানের নয়। বইটির বেশ কয়টি নতুন সংস্করণ বের হলেও মান ততটা উন্নত হয়নি।
এতে অসংখ্য ভোকাবুলারি তথা জিআরইর জন্য প্রয়োজনীয় শব্দের সংগ্রহ থাকলেও এর অধিকাংশই জিআরই পরীক্ষায় আসে না। তবে এর একটি সেকশনে শব্দের সাথে শব্দটির উৎপত্তি তথা মূল অংশের (Root Word) অর্থও দেয়া আছে বলে ওই শব্দগুলো মনে রাখতে হয় যা বইটিকে আকর্ষণীয় ও জনপ্রিয় করে তুলেছে।
তবে টেক্সট কমপ্লিশন ও সেন্টেন্স একুইভ্যালেন্স প্রশ্নোত্তরের ক্ষেত্রে প্রশ্নগুলো অত্যন্ত সহজ করা হয়েছে যা জিআরই সমমানের নয়। ফলে এগুলো সমাধান করে পরীক্ষার্থীদের জিআরই পরীক্ষার ফল খুব বেশি ভালো হবে বলে আশা করা যায় না।
তবে কম্প্রিহেনশনের ক্ষেত্রে বইটির একটি ইতিবাচক দিক হলো এর প্রতিটি প্রশ্নের উত্তরের ব্যাখ্যা বিস্তারিতভাবে দেয়া। এমনকি উত্তরের যে অপশনগুলো সঠিক নয় সেগুলো কেন সঠিক নয় তারও যথাযথ ব্যাখ্যা এতে বর্ণনা করা হয়েছে। যারা নতুন করে জিআরই প্রস্তুতি নিচ্ছেন, এই বিষয়টি তাদের জন্য অত্যন্ত সহায়ক।
৯. কাপলান জিআরই প্রিমিয়ার ২০১৭ বুক রিভিউ Kaplan GRE Premier 2017 Book Review)
এই বইটি জিআরইর যে কোনো বইয়ের দোকানে এমনকি আমাজন বা অন্যান্য অনলাইন শপেও দেখা যায়। কিন্তু বিশেষজ্ঞ ও যারা অতীতে জিআরই দিয়েছেন তাদের মতে এই বইটি জিআরইর জন্য ততটা সহায়ক নয়। এই বইয়ের ২০১১ সালের সংস্করণে যে ভুল ছিল, ২০১৭ সালের সংস্করণেও সেই একই ভুলই বিদ্যমান।
বইটিতে অনুশীলনের জন্য যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলোর কিছু কিছু খুবই সহজ আবার কিছু প্রশ্ন অযৌক্তিকভাবে অনেক বেশি পেঁচানো বা জটিল। আবার জিআরইতে যেরকম প্যাঁচ বা কৌশল অবলম্বন করা হয় তার খুব কমই এই জটিল প্রশ্নগুলোতে রয়েছে। ফলে আদতে পরীক্ষার্থীদের খুব একটা লাভ হয় না।
এছাড়াও জিআরই পরীক্ষার জন্য আরও অনেক বই ও পিডিএফ রয়েছে। যেমন: ম্যাকগ্রোও হিলস নিউ জিআরই উইথ ৮ প্র্যাকটিস টেস্ট (McGraw Hill’s New GRE with 8 Practice Tests), ভাইব্র্যান্ট’স জিআরই এনালিটিক্যাল রাইটিং (Vibrant’s GRE Analytical Writing: Solutions to Real Essay Topics Books) ইত্যাদি।
তবে পূর্বে উল্লেখিত বইগুলোই জিআরই প্রস্তুতির জন্য যথেষ্ট। অন্য বইগুলোর মান নিয়ে সন্দেহ থাকায় সেগুলো এড়িয়ে চলাই ভালো। বস্তুত জিআরই পরীক্ষার জন্য কেবল বইয়ের প্রশ্নোত্তর অনুশীলন যথেষ্ট নয়। প্রয়োজন আরও কিছু টিপস মেনে চলা যেমন: নিয়মিত ইংরেজি বিভিন্ন পত্রিকা পড়া, নতুন শব্দ জানা ইত্যাদি।
Featured Image: academical.