আমরা সবাই বলি, জীবনে সফল হতে হলে প্যাশন থাকতে হয়। কোনো কাজ বা বিষয়ের প্রতি প্যাশন থাকলে কোনো কিছুই আপনাকে সেই কাজ থেকে বিচ্যুত করতে পারবে না। কিন্তু কিভাবে? প্যাশন শব্দের কী এমন মহত্ত্ব আছে যা আপনার মধ্যে থাকলেই সাফল্যের সম্ভাবনা বেড়ে যায়?
Source: English Bees
আমরা অন্যকে প্যাশনেট হতে পরামর্শ দিলেও নিজেরা কখনো জানার চেষ্টা করি না এই প্যাশন শব্দের মধ্যে কী কী লুকিয়ে আছে। অথবা ঠিক কী কী বৈশিষ্ট্য থাকলে কোনো আকাঙ্ক্ষা প্যাশন হয়ে উঠতে পারে। তাই আজকের নিবন্ধে আমাদের আলোচ্য বিষয় প্যাশন। চুলচেরা বিশ্লেষণ করে দেখব এই প্যাশন শব্দের মধ্যে কী লুকিয়ে আছে।
এখানে ইংরেজি প্যাশন (Passion) শব্দের প্রতিটি বর্ণকে চলক ধরে বর্ণগুলোর বিপরীতে এক বা একাধিক জীবন ঘনিষ্ঠ শব্দ এবং বিষয় উপস্থাপন করা হয়েছে, যা সম্মিলিতভাবে মানুষের প্যাশন বা তীব্র আকাঙ্ক্ষার বৈশিষ্ট্য।
মানুষ (P for People)
ইংরেজি P বর্ণের বিপরীতে পিপল অর্থাৎ মানুষ বোঝানো হয়েছে। চারপাশে আপনি কেমন মানুষ দেখতে চান, কাদের সাথে নিয়ে কাজ করতে চান? তরুণ নাকি বৃদ্ধ, সৃজনশীল নাকি অভিজ্ঞ, অন্তর্মুখী নাকি বহির্মুখী? আপনি কাদের সাথে নিয়ে কাজ করবেন তার উপর নির্ভর করে আপনি কতটা সফল হবেন। কর্মক্ষেত্রে আপনার চারপাশে থাকা মানুষের নির্ধারণ করে আপনার পৃথিবী কেমন হবে।
Source: The Balance
সুতরাং কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্যাশনে রূপ দিতে হলে সেই ইচ্ছার সাথে সম্পর্কিত মানুষগুলো হতে হবে যথাযথ।
কর্মকাণ্ড (A for Activities)
ইংরেজি A বর্ণের বিপরীতে এক্টিভিটিস অর্থাৎ কর্মকাণ্ড বোঝানো হয়েছে। এই কর্মকাণ্ড শুধু ব্যবসায়িক সাফল্যের জন্য নয়, বরং আপনার সামগ্রিক কর্মকাণ্ড। অর্থাৎ আপনি কী করতে পছন্দ করেন, কোন কাজের মধ্যে জীবনের অর্থ খুঁজে পান, দৈনন্দিন জীবনে কী কী করতে ভালোবাসেন ইত্যাদি।
যেমন আপনি কী বাড়তি কিছু শিখে নেওয়ার জন্য শ্রেণিকক্ষে শিক্ষককে প্রশ্ন করেন? অথবা অবসর সময় বই পড়েন? শারীরিক সুস্থতার জন্য নিয়মিত ব্যায়াম করেন? নিয়মিত ব্যবসায়ী এবং ব্যক্তিগত পরিকল্পনা হালনাগাদ করেন? এ জাতীয় দৈনন্দিন কর্মকান্ড আপনার শান্তি, সমৃদ্ধি এবং সুন্দর জীবন নিশ্চিত করে।
দক্ষতা এবং শক্তি (S for Skills & Strengths)
প্যাশন শব্দের তৃতীয় বর্ণ S দিয়ে স্কিলস এবং স্ট্রেন্থ অর্থাৎ দক্ষতা ও শক্তি বোঝানো হয়েছে। ব্যক্তি এবং কর্মজীবনে সাফল্যের জন্য দক্ষতা এবং শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Source: Burning Glass Technologies
আপনি কোন কাজ সবচেয়ে ভালো করতে পারেন সেটা নির্বাচন করুন। যেমন আপনি কী যথেষ্ট নেতৃত্বের গুণাবলী সম্পন্ন মানুষ? মানব সম্পর্কের জটিল বিষয়গুলো সহজে সমাধান করতে জানেন? অথবা কত দ্রুত নতুন মানুষের সাথে ভাল সম্পর্ক তৈরি করতে পারেন? এভাবে নিজের দক্ষতা আবিষ্কার করুন এবং তা বাস্তবায়নের জন্য আপনার শক্তি বা সামর্থ্য বিবেচনা করুন।
সেটিংস (S for Settings)
প্যাশন শব্দের চতুর্থ বর্ণ S দিয়ে সেটিংস বোঝানো হয়েছে। অর্থাৎ আপনি নিজেকে কোথায়, কীভাবে সংযুক্ত করতে পছন্দ করেন?
Source: Shutterstock
যেমন আপনি কেমন কর্মপরিবেশ পছন্দ করেন? কর্পোরেট জগতের চাকরি নাকি সৃজনশীল স্বাধীন পেশা? চাকরি হিসেবে অফিসে কাজ করতে পছন্দ করেন নাকি বাইরে কাজ করতে? আপনি দ্রুতগতির এবং শারীরিক পরিশ্রমের কাজ পছন্দ করেন নাকি অপেক্ষাকৃত গবেষণামূলক এবং ধীর গতির কাজ পছন্দ করেন? পছন্দনীয় কর্মক্ষেত্র এবং কর্মপরিবেশ আপনার দৈনন্দিন জীবনের সুখ ও স্বাচ্ছন্দ্য অনেকাংশে নিয়ন্ত্রণ করে।
পছন্দ (I for Interests)
প্যাশন শব্দের I অক্ষরের বিপরীতে ইন্টারেস্ট অর্থাৎ পছন্দ বা আগ্রহের বিষয় বোঝানো হয়েছে। আপনার কী বিশেষ কোনো শিল্প বা বিষয়ের প্রতি বিশেষ দুর্বলতা বা দক্ষতা আছে? যেমন দেশীয় শিল্প সাহিত্য, রাজনীতি, চলচ্চিত্র? রান্না করা বা সাংগঠনিক দক্ষতা?
এই প্রশ্নগুলোর উত্তর খুঁজলে সহজেই আপনার আগ্রহ বা পছন্দের বিষয় বেরিয়ে আসবে। এমনকি আপনি ইন্টারনেটে, পত্র-পত্রিকায় বা ম্যাগাজিনে কোন বিষয় পড়তে বা জানতে বেশি আগ্রহী সেটাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
সুযোগ (O for Opportunities)
ইংরেজি O শব্দ দিয়ে অপরচুনিটি অর্থাৎ সুযোগের কথা বোঝানো হয়েছে। আপনার জন্য কর্মক্ষেত্রে কোথায় কী সুযোগ আছে তা অন্বেষণ করুন। কর্মক্ষেত্রে কোনো বিশেষ প্রকল্প, স্থায়ী চাকরি অথবা স্বাধীন পেশার ক্ষেত্রে আপনার কী কী সুযোগ এবং সম্ভাবনা আছে তা নির্ণয় করুন।
Source: Inquentia
নিজের মেধা এবং দক্ষতা কাজে লাগানোর মতো পরিবেশ তৈরি হলে সাথে সাথে সেই সুযোগ কাজে লাগান। মনে রাখবেন সুযোগ সৃষ্টি এবং তা কাজে লাগানোর মধ্যে সাফল্য লুকিয়ে আছে।
প্রয়োজনীয়তা (N for Needs)
প্যাশন শব্দের সর্বশেষ বর্ণ N দিয়ে নিডস অর্থাৎ প্রয়োজনীয়তা বোঝানো হয়েছে। আপনার এবং আপনার চারপাশে কী কী প্রয়োজন? আপনার শহরে কী শিশুদের জন্য পর্যাপ্ত ডে কেয়ার সেন্টার আছে? কর্মীদের জন্য আরো ভালো প্রশিক্ষণ প্রয়োজন? অথবা আপনার লক্ষ্য পূরণের জন্য আর কী কী প্রয়োজন?
আপনি যখন নিজের দক্ষতা এবং পছন্দ কাজে লাগিয়ে বাজারে কোনো বিশেষ চাহিদা বা প্রয়োজনীয়তা আবিষ্কার করতে পারবেন, তখনই সঠিক ক্ষেত্রে অর্থ অথবা মেধা বিনিয়োগ করতে পারবেন।
Source: ZONE Book
সাধারণত প্যাশন বলতে আমরা তীব্র ইচ্ছাশক্তি বা আকাঙ্ক্ষা বুঝি, অর্থাৎ কোনো কিছু করা বা পাওয়ার ব্যাপারে তীব্র ইচ্ছাশক্তি এবং ভালোবাসা থাকাই প্যাশন। আর এই কারণে সাধারণ অর্থে প্যাশন বলতে শুধু ইচ্ছাশক্তি নিয়ে কাজে নেমে অনেক মানুষ ব্যর্থ হয়। আপনার তীব্র ইচ্ছাশক্তি বা আকাঙ্ক্ষা তখনই প্যাশন হবে যখন তা উপরে উল্লেখিত শর্তগুলো পূরণ করবে।
সুতরাং কোনটা প্যাশন আর কোনটা প্যাশন নয় তা বুঝতে শিখুন এবং সুন্দর ক্যারিয়ার গড়তে সঠিক পদক্ষেপ নিন।
Feature Image: Baptist Spirituality