বর্তমান বিশ্বে বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আর এসব ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো তাদের কর্মকর্তা ও কর্মী নিয়োগ দেওয়ার ক্ষেত্রে, অধিক যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্নদেরকেই অগ্রাধিকার দিয়ে থাকে। আবার মানুষদের দক্ষ ও যোগ্য করে তোলার ক্ষেত্রে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালন করছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানই ব্যবসা সংক্রান্ত বিষয়কে গুরুত্ব দিয়ে, বিভিন্ন কোর্স ও প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে। এই আধুনিক যুগে কোর্স করার জন্য, আপনাকে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়ারও প্রয়োজন হবে না। বরং ঘরে বসে অনলাইনের মাধ্যমেই বিভিন্ন কোর্স করতে পারবেন।
Source: entreprenuer.com
হার্ভার্ড, ইয়েল, এমআইটি ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বের শীর্ষ স্থানীয় শিক্ষা কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এসব প্রতিষ্ঠানেও রয়েছে বিভিন্ন বিষয়ে অনলাইনে ফ্রি কোর্স। আপনি যদি ব্যবসা সংক্রান্ত বিষয়ে, এই সব প্রতিষ্ঠান থেকে অনলাইনের মাধ্যমে কোর্স করার তথ্যদি জানতে চান, তবে এই আর্টিকেলটি পড়ুন। কারণ আমি এই আর্টিকেলটিতে বিশ্বের সেরা কিছু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দ্বারা পরিচালিত, ব্যবসা সংক্রান্ত ১০টি বিনামূল্যে অনলাইন কোর্স সম্পর্কে আলোচনা করবো।
১. ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্সিয়াল অ্যান্ড ম্যানেজারিয়াল একাউন্টিং
এই কোর্সটি এমআইটি বিশ্ববিদ্যালয় MIT কর্তৃক পরিচালিত হয়ে থাকে। এই কোর্সের মাধ্যমে আর্থিক ও ব্যবস্থাপনাগত বিষয় সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করা হয়। আপনি এই কোর্স করার মাধ্যমে আর্থিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারবেন। এতে ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনার ক্যারিয়ার গঠন করা সহজ হয়ে যাবে। Enroll for free here
২. ইনভেনশনস অ্যান্ড পেটেন্টস
এমআইটি বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত এই কোর্সটি বৈজ্ঞানিক আবিষ্কার ও ফলিত প্রকৌশল সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত ও সার্বজনীন অধিকারের ইতিহাসকে ব্যাখ্যা করে, যার ফলশ্রুতিতে বিশ্বব্যাপী পেটেন্ট প্রক্রিয়াগুলোর বিকাশ ঘটেছিলো।
Source: entreprenuer.com
বৈজ্ঞানিক উদ্ভাবন ও আবিষ্কারকে সুরক্ষার জন্য তৈরিকৃত বিভিন্ন পেটেন্ট আইন সম্পর্কেও ধারণা ও শিক্ষা প্রদান করে থাকে।
৩. ল ফর দ্য এন্ট্রাপ্রনার অ্যান্ড ম্যানেজার
একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান তার কার্যক্রম পরিচালনা করা অবস্থায়, কী ধরনের আইনি সমস্যার সম্মুখীন হতে পারে, এ সম্পর্কে মৌলিক ধারণা প্রদান করা হয় এই কোর্সের মাধ্যমে। এজন্য এমআইটি বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত এই কোর্সের শুরুতেই ব্যবসায়িক আইনের মৌলিক কিছু বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীদের শুধুমাত্র আইনি বিষয়ই শিক্ষা দেওয়া হয় না।
Source: entreprenuer.com
বরং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা হয়, যাতে একজন শিক্ষার্থী উদ্যোক্তা হিসেবে কিংবা কোনো প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানকে দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করতে পারে।
Enroll for free here
৪. নিউ ইন্টারপ্রাইজ
একটি নতুন ব্যবসা শুরু করতে কী ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হয় এবং কীভাবে ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে, এ সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়ে থাকে এমআইটি বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত এই কোর্সটির মাধ্যমে।
Source: poetstandquants.com
আপনি যদি নতুন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরামর্শক হিসেবে কাজ করতে চান কিংবা আপনি নিজেই উদ্যোক্তা হিসেবে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান শুরু করতে চান, তবে এই কোর্সটি আপনার জন্য ব্যাপক সহায়ক ভূমিকা পালন করবে।
৫. টেক ইওর বিজনেস গ্লোবাল
স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক পরিচালিত এই কোর্সটির মাধ্যমে, একটি ব্যবসাকে কীভাবে আন্তর্জাতিক পরিসরে নিয়ে যাওয়া যায়, এ সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা, পরামর্শ ও কৌশল সম্পর্কে শেখানো হয়। আন্তর্জাতিক বাজার ব্যবস্থা ও পণ্য রপ্তানি সংক্রান্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান অন্বেষণ করতে চাইলে, অবশ্যই এই কোর্সটি সম্পন্ন করুন।
৬. ফাইন্যান্সিয়াল মার্কেট
ব্যবসা সংক্রান্ত এই কোর্সটি ইয়েল বিশ্ববিদ্যালয় পরিচালনা করে থাকে। এই কোর্সটি এমন কিছু ধারণা, পদ্ধতি ও প্রতিষ্ঠান সম্পর্কে বিবরণ প্রদান করে; যেগুলোর মাধ্যমে বোধগম্য হয়ে উঠে, কীভাবে মানুষ বিভিন্ন ব্যবসায়িক ঝুঁকিগুলো মোকাবিলা করে এবং উদ্যোগকে উৎসাহিত করে।
Source: entrepreneur.com
এছাড়াও নিরাপত্তা, বীমা ও ব্যাংকিং শিল্পের কার্যকারিতা বুঝতে, ঝুঁকি ব্যবস্থাপনা ও আচরণগত ফাইন্যান্সের পরিচয় তুলে ধরা হয়।
৭. এন্ট্রাপ্রনারশিপ ইন ইমার্জিং ইকোনমিক্স
হার্বার্ড বিশ্ববিদ্যালয় Harvard University এই কোর্সটি করার সুযোগ তৈরি করেছে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হলে, সেগুলো কীভাবে সমাধান করতে হবে, এ সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা ও কৌশল, এই কোর্সটির মাধ্যমে শেখানো হয়ে থাকে।
Source: entrepreneur.com
ফলে এই কোর্সটি করার মাধ্যমে আপনি আপনার ব্যবসার বিভিন্ন সমস্যা খুঁজে বের করতে পারবেন এবং তা সহজেই সমাধান করতে সক্ষম হবেন।
৮. সিএস৫০’স কম্পিউটার সাইন্স ফর বিজনেস প্রফেশনালস
ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করে, কীভাবে ব্যবসায় উন্নতি ও সমৃদ্ধি ঘটানো সম্ভব, এ সম্পর্কে দিকনির্দেশনা কৌশল ও পরামর্শ জানতে, আপনি এই কোর্সটি করতে পারেন। হার্বার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত এ কোর্সটির মাধ্যমে, আপনি শুধু প্রযুক্তি বিশেষজ্ঞই হবেন না, বরং ব্যবসার প্রযুক্তিগত সিদ্ধান্তগুলো সহজেই নিতে সক্ষম হবেন।
Data Science — Productivity Tools
৯. এন্ট্রাপ্রনারশিপ থ্রু দ্য লেন্স অব ভেনচার ক্যাপিটাল
Stanford স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দ্বারা পরিচালিত এই কোর্সটি, যেকোনো নতুন ব্যবসার অগ্রগতির ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে। একটি নতুন ব্যবসায় কীভাবে অর্থায়ন করতে হবে, কীভাবে ব্যবস্থাপনা পরিচালনা করতে হবে ইত্যাদি বিষয়েগুলো সম্পর্কে সহজেই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে, যদি আপনার এই কোর্সটি করা থাকে।
Enroll for free here
১০. হাউ টু রাইট এ বিজনেস প্লান
যুক্তরাষ্ট্রের স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভিন্ন ধরনের ব্যবসায়িক কোর্স পরিচালনা করে থাকে। এই প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত বিভিন্ন কোর্সের মধ্যে এটি বেশ জনপ্রিয়। এই কোর্সটির মাধ্যমে ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়িক পরিকল্পনার গুরুত্ব ব্যাখ্যা করা হয় এবং একটি ব্যবসায়িক পরিকল্পনার কী কী উপাদান থাকে, সে সম্পর্কে বর্ণনা উপস্থাপন করা হয়। Enroll for free here
Source: thrillist.com
এছাড়াও ব্যবসায়িক পরিকল্পনার নমুনা এবং বিভিন্ন ধরনের রিসোর্স প্রদান করা হয়। ফলে এ কোর্সটি করার মাধ্যমে আপনি খুব সহজেই একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে সক্ষম হবেন। একটি ব্যবসার বিকাশের ক্ষেত্রে ব্যবসায়িক পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। তাই ব্যবসাক্ষেত্রে ক্যারিয়ার গড়তে হলে, এই কোর্স থেকে প্রাপ্ত জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
ব্যবসা সংক্রান্ত এই প্রত্যেকটি কোর্সই অনলাইনে এবং বিনামূল্যে করা যায়। তাই আপনি যদি ব্যবসা সংক্রান্ত বিষয়ে ক্যারিয়ার গড়তে চান এবং অভিজ্ঞতা অর্জন করতে চান, তবে এই কোর্সগুলোর যেকোনোটি সম্পন্ন করতে পারেন।
Featured Image:Moneypanty.com