পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি, বেতন প্রায় সোয়া লাখ

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারি প্রোগ্রাম (সিসিএসডিপি) অপারেশনাল প্ল্যানের আওতায় ইউএনএফপিএর অর্থায়নে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রকল্পে ন্যাশনাল কনসালট্যান্ট পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: ন্যাশনাল কনসালট্যান্ট (কোয়ালিটি ইম্প্রুভমেন্ট)
    পদসংখ্যা:
    যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি অথবা পাবলিক হেলথ/সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ফ্যামিলি প্ল্যানিং/ম্যাটারনাল হেলথ/পাবলিক হেলথ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্টে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ও ওয়েবভিত্তিক ম্যানেজমেন্ট সিস্টেমের কাজ জানতে হবে। এমআইএস, ডিএইচআইএসটু বা যেকোনো ডিজিটাল অ্যাপে কাজের অভিজ্ঞতা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এফপিসিএস কিউআইটি ইনিশিয়েটিভ ও এফপি সার্ভিস ডেলিভারি সিস্টেম সম্পর্কে ব্যাপক জানাশোনা থাকতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

    বয়স: ৩৫–৫৫ বছর
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    কর্মস্থল: সিসিএসডিপি ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা
    বেতন: মাসিক বেতন সাকল্যে ১,২০,০০০ টাকা।

  • আবেদন যেভাবে
  • আগ্রহী প্রার্থীদের ডিরেক্টর, সিসিএসডিপি, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ৬, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫ বরাবর আবেদন করতে হবে। আবেদন, জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র [email protected] ঠিকানায় ই–মেইল করে দিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
  • আবেদনের শেষ সময়: ৪ এপ্রিল ২০২৩, বেলা সাড়ে তিনটা পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *