বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের গ্রেট স্কলারশিপ, আবেদন করবেন যেভাবে

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের সম্মানজনক গ্রেট স্কলারশিপ। এই বৃত্তির আওতায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন ও ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথভাবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অনুদানে এই গ্রেট স্কলারশিপ দেওয়া হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২৪ সালের স্প্রিং সেমিস্টারে বাংলাদেশসহ ১৫টি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির আওতায় স্নাতকোত্তর পড়ার সুযোগ পাবেন। প্রতিটি বৃত্তির জন্য ১০ হাজার পাউন্ড অনুদান দেওয়া হয়।

যেসব বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে—

  • সিটি ইউনিভার্সিটি অব লন্ডন
  • গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি
  • কেল ইউনিভার্সিটি
  • লিভারপুল জন মুরস ইউনিভার্সিটি
  • ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার
  • আলস্টার ইউনিভার্সিটি
  • ইউনিভার্সিটি কলেজ লন্ডন
  • ইউনিভার্সিটি অব ডান্ডি
  • ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়া
  • ইউনিভার্সিটি অব গ্লুচেস্টারশায়ার
  • ইউনিভার্সিটি অব হাল
  • ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড
  • ইউনিভার্সিটি অব ওয়ারউইক

For the 2024-25 academic year there are postgraduate scholarships available at the following institutions:

এই বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে কোর্সের বিস্তারিত ও আবেদনের যোগ্যতাসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

গ্রেট স্কলারশিপে আবেদনের যোগ্যতা—

  • বাংলাদেশের নাগরিক হতে হবে;
  • স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে। যে বিষয়ে পড়াশোনা করতে ইচ্ছুক, সে বিষয়ে আগ্রহ থাকতে হবে;
  • যুক্তরাজ্যের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে;
  • যুক্তরাজ্যভিত্তিক গ্রেট স্কলারদের নেটওয়ার্কে যোগ দিয়ে অভিজ্ঞতা শেয়ারের মানসিকতা থাকতে হবে;
  • ব্রিটিশ কাউন্সিল ও তাদের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং গ্রেট স্কলারশিপের একজন দূত হিসেবে কাজ করতে হবে;
  • গ্রেট স্কলারশিপের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে মাঝেমধ্যে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে তাঁর যুক্তরাজ্যে অধ্যয়নের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে ইচ্ছুক থাকতে হবে।

যেভাবে আবেদন করবেন

ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা দেওয়া আছে। তালিকা থেকে আলাদা আলাদা লিংকে প্রবেশ করে বিশ্ববিদ্যালয়গুলোর আবেদনের নিয়মাবলি জেনে নিতে হবে। একেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ সময় একেক দিন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে আবেদনের শেষ সময় জানা যাবে। তবে আগামী ৩০ জুন ২০২৪–এর মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে আবেদনের ফলাফল জানিয়ে দেওয়া হবে। নির্বাচিত হলে আলাদা আলাদা বিশ্ববিদ্যালয় থেকে বৃত্তির তহবিল জারি করা হবে।

  1. Filter the universities listed by Bangladesh on the Find a scholarship page and click on the university page to access detailed information about the scholarships on offer.
  2. Apply for individual scholarships following the instructions given on each university scholarship webpages.
  3. The deadline to apply for a GREAT Scholarship varies according to each institution. For details on individual institution’s deadlines, please see the institution’s page.
  4. Successful scholars will be informed by individual universities on the result of their applications. 
  5. Scholarship funding will be issued to successful scholars by individual universities after registration.

    https://www.britishcouncil.org.bd/en/great-scholarships-bangladesh

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *