সুইজারল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় নানা বৃত্তি ও ফেলোশিপ দেয়। এবার দিচ্ছে ফেলোশিপ। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় দেবে এ ফেলোশিপ। এর কেতাবী নাম ‘এক্সিলেন্স মাস্টার ফেলোশিপ’। এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সব বিষয়ে স্নাতকোত্তরে পড়তে পারবেন। বাংলাদেশসহ অন্য সব দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
জেনেভা বিশ্ববিদ্যালয় সুইজারল্যান্ডের অন্যতম প্রাচীন একটি বিশ্ববিদ্যালয়। এটি ১৫৫৯ সালে যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয়টিতে আইন, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে অসংখ্য কোর্স ও গবেষণার সুযোগ রয়েছে, যা বিশ্বের শিক্ষার্থীদের জন্য আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
কোন কোন বিষয়ে পড়াশোনা
জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ বিশ্বের অন্যতম স্বীকৃত গবেষণাপ্রতিষ্ঠান। অ্যাস্ট্রোনমি, বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড বায়োকেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ম্যাথমেটিকস, আর্থ সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
এক্সিলেন্স মাস্টার ফেলোশিপে শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০ থেকে ১৫ হাজার সুইস ফ্রাঙ্ক পাবেন। এক বছরের জন্য এ ফেলোশিপ দেওয়া হয়। তবে প্রথম সেমিস্টারে সফলতার সঙ্গে একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার শর্তে ফেলোশিপের মেয়াদ দ্বিতীয় বছরে বৃদ্ধি করা হতে পারে।
Excellence Master Fellowships
The Faculty of Science of the University of Geneva is an internationally recognized leading research institution. This cutting-edge research covers a broad range of scientific disciplines: astronomy, biology, chemistry and biochemistry, computer science, mathematics, physics, pharmaceutical sciences, earth sciences and the environment. The Faculty hosts two National Centres of Competence in Research of the highly competitive Swiss National Sciences Foundation (SwissMAP; Planets) as well as many European research projects. The Masters of the Faculty of Science constitute an ideal training base for an academic but also a professional development, opening on careers in industry, teaching, administration in sciences, communication and media… The programs Master’s degrees are either entirely in English, or in English and French (see the descriptions of each program).
The Faculty of Science, with the support of external partners, has established an Excellence Fellowship program open to outstanding and highly motivated students who wish to pursue a Master of Science degree in one of the disciplines covered by the Faculty1. Candidate selection is based on excellence.
The Excellence Fellowship consists of a grant amounting to CHF 10’000 to CHF 15’000/year (no teaching duties); it is awarded for one year and extended for the regular duration of the chosen Master’s program (three or four semesters) provided the applicant is academically successful at the end of his/her first semester of studies.
Regardless of your home university, whether you have passed or are doing a brilliant bachelor degree, and that you are one of the best in your year2, this program is for you! You must meet the admission criteria of the Master of your choice3 and be selected on the basis of the application file for an Excellence Fellowship.
For the application to be considered, each student has to fulfill the enrollment procedure as described on the Admissions office website.
- A scan of your UNIGE card or, if you are not yet a UNIGE student, the mail named “UNIGE-Application: Submission of your application” which you received after registering for the Master (proof you have started the matriculation process) is requested.
The application (in English or French) must include the following documents in the form of a SINGLE pdf file:
- A scan of your national identity card or passport.
- A Curriculum Vitae (2 pages maximum).
- The transcript of exams passed during the bachelor education, with all grades.
- A motivation letter in which you describe your specific scientific interests and your motivation to pursue a Master of Science program at the University of Geneva.
- If possible: Letters of references from two professors (preferably sent by them directly to [email protected]) attesting your aptitude to this program.
- Any other pertinent information like results of GRE (General requirement examination), of TOEFL or other language test.
The application is made online, from the beginning of January of each year. After registering, you will receive an e-mail containing a personal link allowing you to fill out the application form.
Next application deadline is 28 February, 2025 (for Masters starting September 15, 2025).
IF ALL THE ABOVE MENTIONED CLAUSES ARE NOT COMPLETED, THE APPLICATION FILE WOULD NOT BE CONSIDERED.
Additional information is available at http://www.unige.ch/sciences/Masters.
- Complete list of the Master programs under http://www.unige.ch/sciences/Masters
- Students who have already started a Master programme at the Faculty of Science can no longer apply for the Excellence Master Fellowship
- Additional information can be obtained from the Masters coordinators or the Academic advisor
আবেদনের যোগ্যতা
* স্নাতক ডিগ্রি থাকতে হবে
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে
* ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে
* নতুন আবেদনকারী হতে হবে
প্রয়োজনীয় নথিপত্র
* জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি;
* পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সর্বাধিক ২ পৃষ্ঠা);
* একাডেমিক সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট;
* মোটিভেশন লেটার;
* রেফারেন্স লেটার (দুজন অধ্যাপক)
* ইংরেজি ভাষাদক্ষতার প্রমাণ হিসেবে জিআরই, আইইএলটিএস বা টোয়েফল স্কোরের সনদ
আবেদনের শেষ দিন কবে
আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।
আবেদন যেভাবে
আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।