এক নজরে গুগল আইও ২০১৮

প্রযুক্তির দুনিযায় গুগল মানেই অন্যরকম এক অনুভূতি। কেননা পৃথিবীব্যাপী সিংহভাগ ইন্টারনেট ব্যবহারকারীর একমাত্র অবলম্বন এই গুগল। গুগলের পণ্য যেমন সার্চ ইঞ্জিন, ক্রোম, জিমেইল, অ্যান্ড্রয়েড সহ নানাবিধ পণ্যের প্রযুক্তিগত উন্নতি তথা আকর্ষণীয় সকল আপডেট সবার মাঝে প্রকাশ করার জন্য গুগল কতৃপক্ষ প্রতিবছর যুক্তরাষ্ট্রের মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়ায় Google I/O আয়োজন করে। খুব সংক্ষেপে বললে, এটি গুগল ডেপলপারদের একটি বার্ষিক সম্মেলন যা ২০০৮ থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। তাহলে আর দেরি না করে চলুন জেনে আসি এবারের তথা ২০১৮ সালের Google I/0 এর চমৎকার কিছু প্রযুক্তিক ফিচার বা বৈশিষ্ট্য সম্পর্কে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

অ্যান্ড্রয়েড পি

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বড় মাপের পরিবর্তন নিয়ে আসছে গুগল। ওরিও’র (Oreo) পর গুগল অ্যান্ড্রয়েডের নবম ভার্সন হিসাবে এ বছরের মার্চে পরীক্ষমূলকভাবে অ্যান্ড্রয়েড পি যাত্রা শুরু করে। মূলত ব্যবহারকরীদের ব্যবহারের সাচ্ছন্দের কথা মাথায় রেখে অ্যান্ড্রয়েড পি আপনাকে দিচ্ছে অফ লাইন এবং অনলাইন জগতের ভারসাম্য রক্ষার জন্য অসাধরণ এক ড্যাশবোর্ড। সহজ করে বললে, এর মাধ্যমে বুঝতে পারবেন আপনি কত সময় মোবাইল ব্যবহার করেছেন এবং কত সময় মোবাইল ছাড়া আছেন এছাড়াও বুঝতে পারবেন নিদির্ষ্ট কোন অ্যাপটিতে কত সময় কাটিয়েছেন।

source: images.google.com

আর এই আধুনিক ভারসাম্য রক্ষার পুরো প্রক্রিয়াটাকেই ইংরেজিতে বলা হচ্ছে ডিজিটাল ওয়েলবিং (Digital Well-being)। এরসাথে সাধারণ ভাবে অসাধারণ এবং ইন্টেলিজেন্স বা বুদ্ধিমান ইউজার ইন্টারফেস তো থাকছেই। তবে মজার বিষয় আপনারা অ্যান্ড্রয়েড পি তে আর পাচ্ছেন না চিরাচরিত থ্রি-বাটন নেভিগেশন বার। বর্তমানে বাজারে গুগল পিক্সেল, সনি, নোকিয়া সহ দামি ব্রান্ডের কিছু ফোনে এর বিটা ভার্সন পাওয়া যাচ্ছে। আশা করা যায়, কিছুদিনের মধ্যে সকল অ্যান্ড্রয়েড ফোনেই পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড পি। ততদিন পর্যন্ত আমাদের সাথে অপেক্ষায় থাকুন।

নতুন ভয়েস বা কন্ঠে গুগল অ্যাসিসট্যান্ট

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল অ্যাসিসট্যান্ট খুবেই পছন্দের। এ বছরও গুগল অ্যাসিসট্যান্টের ভয়েসে এসেছে বড় পরিবর্তন কারণ এবার আপনি গুগল অ্যাসিসট্যান্টকে ৬টি নতুন ভাষায় ব্যবহার করতে পারবেন। এছাড়া ৬টি ভয়েসের মধ্যে জনপ্রিয় সংগীত শিল্পী জন লেজেন্ডের (John Legend) ভয়েসও থাকছে। তবে এর জন্যও অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন। এছাড়াও এবারের গুগল অ্যাসিসট্যান্টের সাথে থাকছে স্মার্ট ডিসপ্লের সুবিধা।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }
source: images.google.com

গুগল ডুপ্লেক্স

গুগল আইও’র সবচেয়ে বড় আকর্ষণ ছিল গুগল ডুপ্লেক্স (Google Duplex)। এই প্রযুক্তির মাধ্যমে গুগল অ্যাসিসট্যান্টকে আপনি ব্যবহার করতে পারবেন অনলাইন বুকিং সিস্টেমে। গুগলের ধারণা এই প্রযুক্তি বাণিজ্যিক ক্ষেত্রে বড় রকমের প্রভাব ফেলবে। Google’র ভাষ্যমতে, এই প্রযু্ক্তি এতটাই বাস্তবমুখী যে, আপনার ক্লায়েন্ট বুঝতেই পারবেন না যে, তিনি রোবটের সাথে কথা বলছেন। মজার না ব্যাপারটা!

স্মার্ট জিমেইল সিস্টেম

আপনারা ইতিমধ্যে জানেন যে, গুগল কিছুদিন আগে জিমেইলের ওয়েব ইন্টারফেসে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় গুগলের জিমেইলে যুক্ত হচ্ছে স্মার্ট কমপোজ (Smart Compose) নামক অসাধারণ একটি ফিচার। আর্টেফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত এই ফিচার আপনার মেইল লেখার গতি বাড়াবে অনেক। যেমন ইংরেজিতে কোনো লাইন লেখা শুরু করলে এই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপানার কাছে সাজেস্ট করবে পুরো লাইন সম্পূর্ণ করার। ফলে প্রফেশনালিজমকে আরও কয়েকধাপ উপরে তুলতে নিঃস্বন্দেহে এটি খুব ভালো একটি উদ্যোগ।

source: images.google.com

অর্গমেন্টেড রিয়ালিটির সাথে গুগল ম্যাপস

গুগল ম্যাপেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে এসেছে বড় মাপের পরিবর্তন। যেমন এটি স্বয়ংক্রিয়ভাবে আপনার সম্পর্কে বিভিন্ন ডাটা অ্যানালাইজ করে বিভিন্ন লোকেশন সাজেস্ট করবে যেখানে আপনি যেতে পারেন সহজেই। যেমন হতে পারে আপনার কর্মক্ষেত্র, রেস্টুরেন্ট বা পছন্দের কোন স্থানে। তবে ভুলে যাবেন না, এ সব কিছু নির্ভর করবে আপনার ইন্টারনেটের গতির উপর ভিত্তি করে। এছাড়াও অগমেন্টেড রিয়ালিটির মাধ্যমে আপনার স্মার্টফোনের ক্যামেরা ব্যবহাররে ফলে গুগল ম্যাপে থাকছে রিয়েলটাইম নেভিগেশন দেখার সুযোগ।

source: images.google.com

শক্তিশালী এডিটিং ক্ষমতার সাথে গুগল ফটো

সকল পরিবর্তনের সাথে তাল মিলিয়ে গুগল ফটোতেও এসেছে ব্যাপক পরিবর্তন। মজার বিষয় এখানেও গুগল ব্যবহার করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। যার প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্যটি হলো আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট বা সাদা-কালো ছবিকে কালারাইজ করতে পারবেন নিখুঁতভাবে। যা নিঃস্বন্দেহে ফটো এডিটিংয়ের ক্ষেত্রে অসাধারণ একটি বৈশিষ্ট্য।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত গুগল নিউজ

যারা অনলাইনে পত্রপত্রিকা পড়তে ভালোবাসেন তাদের জন্য গুগল নিউজ হতে পারে একটি অসাধারণ প্লাটফর্ম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের ফলে সারা পৃথিবীর ওয়েবে প্রকাশিত যেকোনো খবর সাথে সাথেই পেয়ে যাবেন গুগল নিউজে। সেজন্য পৃথিবীর প্রায় সকল খবরাখবর তাৎক্ষণিক পাওয়ায় জন্য আজই শুরু করে দিন গুগল নিউজ ব্যবহার করা।

source: images.google.com

অসাধারণ ক্ষমতার গুগল লেন্স

গুগল লেন্সের সবচেয়ে চমকপ্রদ ফিচারটি হলো এর সাহায্য কোনো ডকুমেন্ট স্ক্যান করলে সেই স্ক্যান করা ডকুমেন্ট থেকেই ডিভাইসের ক্লিপবোর্ডে টেক্সট কপি করা যাবে। এছাড়াও কোনো কিছুর ছবি তোলার সময় আপনি যদি নিদির্ষ্ট কোনো অবজেক্টকে নির্ধারণ করেন তাহলে গুগল লেন্স অবজেক্টটিকে অ্যানালাইজ করে বলে দিবে যে অবজেক্টটি কী এবং এটি কোথায় পাওয়া যায়।

উপরের তথ্যের আলোকে কয়েকটি কথা, প্রযুক্তির পরিবর্তনের কথা আসলে বলে শেষ করা যাবে না। তবে এটুকু বলতে চাই, খেয়াল করুন, কিছুদিন আগে আমরা যেটা স্বপ্নেও কল্পনা করিনি সেটা প্রযুক্তি কতটা সহজেই আমাদের সামনে নিয়ে আসছে। তাই বলবো প্রযুক্তিগত পরিবর্তন সম্পর্কে আপনি যতটা আগে থেকে বুঝতে পারবেন ঠিক ততটা নিজের পরিবর্তন করতে পারবেন পজিটিভ ভাবে। পরিশেষে বলতে চাই, আসুন প্রযুক্তির সাথে থেকে নিজের কর্মদক্ষতাকে নিয়ে যাই এক অনন্য উচ্চতায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *