Zahid Hasan Mithu
তরুণ লেখক জাহিদ হাসান মিঠু ১৯৯৫ সালের ২ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বওড়া গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র নয় বছর বয়সে ভালো প্রতিষ্ঠানে পড়াশোনার উদ্দেশ্যে বাবার হাত ধরে গ্রাম ছেড়ে সিরাজগঞ্জ শহরে পাড়ি জমান। সেখানে বাবার সাথে বেড়ে উঠেন শহরের বাহিরগোলা পাওয়ার হাউস কলোনিতে। পড়াশোনা করেছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেছেন। তিন ভাই এবং দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। ছোটবেলা থেকে বই ও পত্রিকা পড়ার অভ্যাস থেকে সাহিত্যের বেশ আগ্রহী হয়ে উঠে তিনি। সেই আগ্রহ থেকে নিজ গ্রামে শিক্ষা ও সাহিত্যের আলো পৌঁছে দেওয়ার জন্য প্রতিষ্ঠা করেন 'আলোর কেন্দ্র পাঠাগার' নামে একটি গণপাঠাগার। তিনি স্বপ্ন দেখেন একজন সফল কলামিস্ট হওয়ার। বর্তমানে তিনি দেশের বেশ কয়েকটি ব্লগে খেলাধুলা, ক্যারিয়ার, খাবার, ভ্রমণ এবং লাইফস্টাইল নিয়ে নিয়মিত লিখছেন। লেখালেখির পাশাপাশি তিনি কবিতা শুনতে ভালোবাসেন এবং কবিতা আবৃত্তি করতে ভালোবাসেন।