BCS প্রস্তুতি: বাংলা -2

১. ‘নিদারুণ’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়?

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

ক. অভাব খ. আতিশয্য

গ. বিশেষ ঘ. সাধারণ

২. ‘সুখ-দুঃখ-বেদনা উপলব্ধির ফলে অন্তরের যে পরিপক্বতা, তাহাই তো আত্মা।’-বাক্যটি চলিত রীতির হলে ভুলের সংখ্যা_

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

৩. নিচের কোনগুলো অঘোষ ধ্বনির উদাহরণ?

ক. ক্, খ্ খ. গ্, ঘ্ গ. জ্, ঝ্ ঘ. শ্, ষ্

৪. ‘হায়রে আমড়া, কেবল অাঁটি আর চামড়া!’-এ প্রবাদটির অর্থ_

ক. অন্তঃসারশূন্য অবস্থা

খ. একের জন্য অন্যের দুশ্চিন্তা

গ. বৃহৎ বিষয়ে ক্ষুদ্র চিন্তা

ঘ. অল্প শোকে কাতর

৫. যোগরূঢ় শব্দের উদাহরণ_

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

ক. ভাড়াটে খ. জলদ গ. চন্দ্র ঘ. অশ্ব

৬. “পাপের ধন প্রায়শ্চিত্তে যায়”_ এই প্রবাদটির অর্থ কী?

ক. বোঝার উপর শাকের অাঁটি

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

খ. যে দামে কেনা সেই দামে বিক্রি

গ. নাচতে না জানলে উঠান বাঁকা

ঘ. যম, জামাই, ভাগিনা- এই তিন নয় আপনা

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

৭. লাফ>ফাল-কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত?

ক. ব্যঞ্জনাগম খ. ধ্বনিবিপর্যয়

গ. ধ্বনিলোপ ঘ. বিষমীভবন

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

৮. ‘নদীতীরে বালি চিকচিক করছে।’ এ-বাক্যে ‘চিকচিক’_

ক. ক্রিয়া খ. ভাব বিশ্লেষণ

গ. অনুকার অব্যয় ঘ. দ্বিরুক্তি শব্দ

৯. ‘যিশু’ শব্দটি_

ক. পর্তুগিজ খ. হিব্রু গ. ওলন্দাজ ঘ. সংস্কৃত

১০. ‘উত্থাপন’ শব্দটির সন্ধিবিচ্ছেদ_

ক. উৎ + থাপন খ. উৎ + স্থাপন

গ. উঃ + স্থাপন ঘ. উঃ + থাপন

১১. কোন বাক্যটি শুদ্ধ ?

ক. মেয়েটি সুকোশিনী এবং সুহাসি

খ. মেয়েটি সুকোশিনী ও সুহাসিনী

গ. মেয়েটি সুকেশি এবং সুহাসিনী

ঘ. মেয়েটি সুকেশা এবং সুহাসিনী

১২. ‘মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ’-বাক্যে ‘মরি’ কোন শ্রেণীর অব্যয়?

ক. সমুচ্চয়ী খ. সংযোজক

গ. অনন্বয়ী ঘ. বিয়োজক

১৩. ‘গো + অক্ষ = গবাক্ষ’-এটি কোন প্রকার সন্ধি?

ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি

গ. বিসর্গ সন্ধি ঘ. নিপাতনেসিদ্ধ সন্ধি

১৪. ‘শীকর’-এর অর্থ কি?

ক. জলকণা খ. গাছের মূল

গ. মৃগয়া ঘ. মেনে নেওয়া

১৫. ‘বান্ধব’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়_

ক. বন্ধ + অ খ. বন্ধু + ষ্ণ

গ. বন্ধু + অ ঘ. বন্ধু + ষ্ণ্য

১৬. নির্ভুল বানান কোনটি?

ক. মুহুর্মুহূ খ. মুহুর্মহ

গ. মূহুমর্ূহু ঘ. মুহুর্মুহু

১৭. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। _এই বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

ক. কর্মকারকে সপ্তমী বিভক্তি

খ. অপাদান কারকে পঞ্চমী বিভক্তি

গ. অধিকরণ কারণে সপ্তমী বিভক্তি

ঘ. কর্তৃকারকে পঞ্চমী বিভক্তি

উত্তরমালা : ১.খ ২.গ ৩.ক ৪.ক ৫.খ ৬.খ ৭.খ ৮.গ ৯.ক ১০.খ ১১.ঘ. ১২ গ ১৩.ঘ ১৪.ক ১৫ খ ১৬.ঘ ১৭ .গ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *