BCS প্রস্তুতি: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

১. চলমান গ্রাফিক্সকে বলা যায়-
ছবি
এনিমেশন
অডিও
সবকটি
সঠিক উত্তর: এনিমেশন

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

২. নীচের কোনটি ছাড়া Internet এ প্রবেশ করা যাবে না ?
task bar
menu bar
notification area
Web browser
সঠিক উত্তর: Web browser

৩. কোন পোর্টটি iLink নামে পরিচিত?
ইউএসবি
সিরিয়াল
প্যারালাল
ফায়ারওয়্যার
সঠিক উত্তর: ফায়ারওয়্যার

৪. কোনটি কম্পিউটারের গ্রহণমুখ নয় ?
কী-বোর্ড
মনিটর
বারকোড
ওএমআর
সঠিক উত্তর: মনিটর

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

৫. কোন কম্পিউটারে CPU ভিন্ন থাকে?
সুপার কম্পিউটার
মেইনফ্রেম কম্পিউটার
মাইক্রো কম্পিউটার
পার্সোনাল কম্পিউটার
সঠিক উত্তর: মেইনফ্রেম কম্পিউটার

৬. ১ ন্যানো সেকেন্ড হলো এক সেকেন্ডের-
একশত কোটি ভাগের এক ভাগ সময়
এক লক্ষ্য ভাগের এক ভাগ সময়
এক কোটি ভাগের এক ভাগ সময়
এক হাজার ভাগের এক ভাগ সময়
সঠিক উত্তর: একশত কোটি ভাগের এক ভাগ সময়

৭. বাইনারি (১০০০)২ = দশমিক সংখ্যা কত?
১০
১০০

১৬
সঠিক উত্তর:

৮. আমরা সাধারণত যেসব কম্পিউটার দেখি সেগুলো-
এনালগ কম্পিউটার
ডিজিটাল কম্পিউটার
হাইব্রিড কম্পিউটার
মেইনফ্রেম কম্পিউটার
সঠিক উত্তর: ডিজিটাল কম্পিউটার

৯. ছবি সম্পাদনার একটি আধুনিক ব্যবহারিক কর্মসূচি কোনটি?
ফটোকপি
ফটোশপ
ফটোলাইন
ফটোমডেল
সঠিক উত্তর: ফটোশপ

১০. ইলেক্ট্রনিক মেইল বলতে কি বুঝায়?
ইলেক্ট্রানিক ডাক যোগাযোগ
বৈদুত্যিক মেইল
যন্ত্রনির্ভর মেইল
ই-কমার্স
সঠিক উত্তর: ইলেক্ট্রানিক ডাক যোগাযোগ

১১. বাংলাদেশে প্রস্তুত ল্যাপটপ কম্পিউটারের নাম কী ?
স্ট্রবেরি
ময়না
দোয়েল
চড়ুই
সঠিক উত্তর: দোয়েল

১২. সচরাচর কোনটির সাহায্যে ডাটা ইনপুট দিতে হয় ?
মাউস
ফ্লপি ডিস্ক
কী-বোর্ড
ক্যামেরা
সঠিক উত্তর: কী-বোর্ড

১৩. প্রায় সব ডায়ালগ বক্সে বাটনগুলো থাকে ?
Ok, Apply
Ok, Close
Close, Apply
Drag, Ok
সঠিক উত্তর: Ok, Close

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

১৪. মাল্টিমিডিয়ার ক্ষেত্রে প্রোগ্রামিংয়ের ক্ষমতার ফসল কোনটি?
ইন্টারপ্যাক্টিভিটি
গ্রাফিক্স
এনিমেশন
অডিও-ভিডিও
সঠিক উত্তর: ইন্টারপ্যাক্টিভিটি

১৫. জাপানে এ্যাবাকাসকে কী বলা হয় ?
সারোবান
নেপিয়ার হার
ডিফারেন্স ইঞ্জিন
ক্লোটিয়া
সঠিক উত্তর: সারোবান

 

সংগৃহীত

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *