BCS প্রস্তুতি: গণিতের প্রশ্ন -2

১. একটি পঞ্চভুজের সমষ্টি?
— ৬ সমকোণ
২. একটি সুষম ষড়ভুজের অন্ত:কোণগুলোর
সমষ্টি
— ৭২০ ডিগ্রি
৩. বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়
— ৯গুন
৪. কোন ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখন্ড যে বিন্দুতে ছেদ করে তাকে বলে
— অন্ত:কেন্দ্র
৫.স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ–
–৯০ ডিগ্রী
৬. জ্যা’ শব্দের অর্থ কি?
=ভূমি
৭. দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
=সম্পূরক কোণ
৮. একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি হবে
=দুই সমকোণ(১৮০°)
৯. <A ও <B পরস্পর সম্পূরক কোণ ৷ <A=115° হলে <B=কত?
=65°
১০. দুটি পূরক কোণের সমষ্টি কত?
=৯০°

Youth Carnival: