BCS প্রস্তুতি: বাংলা -1

১. ‘ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসে?

ক. হুতোম প্যাঁচার নকশা  খ. আলালের ঘরের দুলাল

গ. সধবার একাদশী  ঘ. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ

২. ‘জয়গুণ’ কোন উপন্যাসের চরিত্র?

ক. জননী  খ. সূর্যদীঘল বাড়ি

গ. সারেং বৌ  ঘ. হাজার বছর ধরে

৩. ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?

ক. সমাপ্তি  খ. দেনা-পাওনা

গ. পোস্ট মাস্টার  ঘ. মধ্যবর্তিনী

৪. রোহিণী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?

ক. বিষবৃক্ষ, চতুরঙ্গ, চরিত্রহীন

খ. কৃষ্ণকান্তের উইল, যোগাযোগ, পথের দাবি

গ. দুর্গেশনন্দিনী, চোখের বালি, গৃহদাহ

ঘ. কৃষ্ণকান্তের উইল, চোখের বালি, চরিত্রহীন

৫. চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?

ক. চণ্ডীমঙ্গল  খ. মনসামঙ্গল

গ. ধর্মমঙ্গল  ঘ. অন্নদামঙ্গল

৬. ‘রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

ক. চরিত্রহীন  খ. গৃহদাহ

গ. কৃষ্ণকান্তের উইল  ঘ. সংশপ্তক

৭. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম_

ক. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী  খ. মধুসূদন ও কুমুদিনী

গ. গোবিন্দলাল রোহিণী  ঘ. সুরেশ ও অচেলা

৮. ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক_

ক. বঙ্কিমচন্দ্র  খ. শরৎচন্দ্র

গ. তারাশঙ্কর ঘ. নজরুল ইসলাম পত্রিকা ও সাময়িকী সম্পর্কে তথ্য

৯. ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন_

ক. ঈশ্বরচন্দ্র গুপ্ত  খ. অক্ষয়কুমার দত্ত

গ. প্যারিচাঁদ মিত্র ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১০. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?

ক. প্যারীচাঁদ মিত্র  খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. প্রমথ চৌধুরী

সংগৃহীত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *