ডিজাইনরা যেকোনো স্থানেই অনুপ্রেরণা খুঁজতে থাকে। আর তাই একজন ডিজাইনার হিসেবে আপনার ক্রিয়েটিভিটি, উদ্দীপনা আর দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিদিনই কিছু না কিছু শিখতে হবে। যারা গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আরো জানতে চায় তাদের জন্য ইন্টারনেটে হাজার হাজার রিসোর্স ও টিউটোরিয়াল রয়েছে। কিন্তু প্রায়শই সঠিক আর উপযুক্ত রিসোর্স খুঁজে পাওয়া যায় না।
তাছাড়া এতোগুলো রিসোর্স আর টিউটোরিয়াল নিয়ে ঘাটাঘাটি করাটাও অনেক ঝামেলার ব্যাপার। আর তাই আপনার এই মূল্যবান সময় সঞ্চয়ের জন্য আজকের আর্টিকেলে আমি বেশ কিছু গ্রাফিক্স ডিজাইন সম্পর্কিত ব্লগ নিয়ে আলোচনা করবো। যেগুলো শুধুমাত্র আপনার সময়ই বাঁচাবে না, বরং আপনার গ্রাফিক্স ডিজাইনের দক্ষতা বৃদ্ধিতেও অনেক সাহায্য করবে। চলুন তাহলে দেখে আসি, এমন কিছু গ্রাফিক্স ডিজাইন ব্লগ যেগুলো আপনার দক্ষতা বৃদ্ধিতে অনেক বেশি সহায়তা করবে।
লোগোড
এই ব্লগটি মূলত লোগো সম্পর্কিত। এক পেইজের এই ব্লগটি প্রায় এক যুগ ধরে বাজার দখল করে আছে। খুবই সহজ কাঠামোতে তৈরি এই ব্লগে আপনি পাবেন অনেক ধরণের লোগো ও সেই লোগো সম্পর্কিত তথ্যাবলী। লোগোডের রিসোর্স সেকশনে লোগো তৈরী ও সে সম্পর্কিত বেশ কিছু অসাধারণ আর্টিকেল রয়েছে।
লোগোস্পায়ার
এই ব্লগটিও লোগো সম্পর্কিত। আপনি যদি লোগো তৈরির জন্য অনুপ্রেরণা আর ক্রিয়েটিভ ডিজাইন খুঁজে থাকেন, তাহলে লোগোস্পায়ার আপনার জন্য সেরা একটি ব্লগ। এই ব্লগের কাঠামো ও অসাধারণ ইউজার ইন্টারফেস আপনাকে যেকোনো আর্টিকেল পড়তে বাধ্য করবে। এখানে বিভিন্ন ধরণের ক্রিয়েটিভ লোগোর পাশাপাশি ইলাস্ট্রেশন ও ইমেজ খুঁজে পাবেন, যা আপনার ডিজাইনের উদ্দীপনাকে ভেতর থেকে টেনে নিয়ে আসবে।
লোগোলোগি
লোগোলোগি ব্লগটিও লোগো সম্পর্কিত, তবে এই ব্লগের লোগোগুলো অন্যান্য ব্লগের মতো নয়। এই ব্লগের লোগোগুলো মূলত জনপ্রিয়তার ভিত্তিতে আপলোড করা হয়। এই ব্লগের লোগোগুলোর পাশেই রয়েছে ছোটো কিছু নোট, যেখান থেকে আপনি জানতে পারবেন কেনো এই লোগোটি এতোটা জনপ্রিয় আর আকর্ষণীয়। লোগো ড্রাফটস সেকশনে আপনি সেরা ডিজাইনারদের অন্যান্য লোগোও দেখতে পারবেন।
ব্র্যান্ড নিউ
প্রায় এক যুগ ধরে বাজারে টিকে থাকা এই ব্লগটি যদিও লোগো সম্পর্কিত, কিন্তু এই ব্লগটির ইউজার ইন্টারফেস উপরের ওয়েবসাইটগুলোর মতো নয়। আপনি যেকোনো লোগোকে ডাউনলোড করে সেটাকে রিডিজাইন করতে পারবেন। কীভাবে একটি লোগোকে রিডিজাইন করা যায় সে সম্পর্কিত তথ্যও ব্র্যান্ড নিউ ব্লগে দেয়া আছে। অরিজিনাল লোগোটির ডিজাইনারের কাছে আপনার লোগোটিকে ইন্সাইটের জন্যও পাঠাতে পারবেন।
লোগো পন্ড
ক্রিয়েটিভ সব লোগোর ডিজাইন দেখার জন্য লোগো পন্ডের চেয়ে ভালো কোনো ব্লগ হতেই পারে না। সারা পৃথিবীর সবচেয়ে সেরা সব লোগোগুলোর কালেকশন রয়েছে লোগো পন্ডে। বিভিন্ন ছোটোখাটো ব্যবসা থেকে শুরু করে, বড় বড় কোম্পানির লোগো তৈরি করা ডিজাইনাররাও তাদের লোগো এখানে আপলোড করে থাকেন। আপনি নিজেও এখানে অ্যাকাউন্ট খুলে আপনার তৈরি করা লোগোটি আপলোড করতে পারেন।
ট্রেন্ডল্যান্ড
ফ্যাশন থেকে শুরু করে টেক সম্পর্কিত বেশ কিছু ইলাস্ট্রেশন এখানে দেখতে পাবেন। ট্রেন্ডল্যান্ডে প্রায়ই বেশ ভালো কিছু ইলাস্ট্রেশন দেখা যায়। তারা বিভিন্ন ডিজাইনের ইলাস্ট্রেশনের পাশাপাশি কলেজ ডিজাইন, ফ্যাশন ডিজাইন, ট্র্যাভেল, আর্ট, কালচার, ফটোগ্রাফি সম্পর্কিত ইলাস্ট্রেশনও আপলোড করে থাকে। ট্রেন্ডল্যান্ডের ভিডিও সেকশনে আপনি ইলাস্ট্রেশন সম্পর্কিত বেশ ভালো কিছু ভিডিও ব্লগ পেতে পারেন।
বুম
ক্যানাডিয়ান এই ইলাস্ট্রেশন সম্পর্কিত ব্লগে আপনি দেখতে পাবেন ক্রিয়েটিভিটির প্রকৃত চেহারা। কারণ, এই ব্লগটিতে যেসব ইলাস্ট্রেশন আপলোড দেয়া হয় সেগুলো আপনার উদ্দীপনা আর ক্রিয়েটিভিটিকে জাগিয়ে তুলতে সহায়তা করবে। বুমের শপ সেকশন থেকে আপনি এসব ইলাস্ট্রশন ক্রয় করতে পারবেন। তাদের প্রজেক্ট সেকশনে আপনি বিভিন্ন ধরণের প্রজেক্ট পাবেন, যেগুলোতে কাজ করছেন বিশ্বের নামকরা আর ক্রিয়েটিভ ডিজাইনাররা।
গ্রেইন এডিট
বর্তমান ট্রেন্ডের সাথে চলার মতো ইলাস্ট্রেশন যদি খুঁজতে থাকেন, তাহলে গ্রেইন এডিট আপনার জন্য মোক্ষম ওষুধ হিসেবে কাজ করবে। এখানকার বেশিরভাগ ডিজাইনাররাই ট্রেন্ডের সাথে চলার মতো ডিজাইন করে থাকেন, যার ফলে আপনাকে ট্রেন্ড নিয়ে আর ভাবতে হবে না। আপনি নিজেও এখানে ইলাস্ট্রেটর হিসেবে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
উই লাভ টাইপোগ্রাফি
টাইপোগ্রাফি সংক্রান্ত যেকোনো কন্টেন্ট পাবেন এই ব্লগে। উই লাভ টাইপোগ্রাফিতে রয়েছে টাইপোগ্রাফির এক বিশাল কালেকশন। তাদের ওয়েবসাইটের অসাধারন ডিজাইন আর ইউজার ইন্টারফেস আপনাকে টাইপোগ্রাফির নেশায় ফেলে দিতে পারে। যেকোনো অবস্থায় আপনাকে মোটিভেট করার জন্য এই ব্লগের কন্টেন্টগুলোর জুড়ি নেই।
ইনক্রেডিবল টাইপস
সারা পৃথিবীর সেরা সব ডিজাইনার ও টাইপোগ্রাফারদের ডিজাইন রয়েছে এখানে। এই ওয়েবসাইটের ইউজার ইন্টারফেস সম্পূর্ণ সাদা-কালো, যা ব্লগটিকে দিয়েছে অসাধারণ এক মাধুর্যতা। টাইপোগ্রাফিগুলোও সাদা-কালোতে তৈরি করা হয়েছে। যদি আপনি ইনক্রেডিবল টাইপসের বিভিন্ন অপশনে ও টাইপোগ্রাফিগুলোতে ক্লিক করেন তাহলে এগুলো তাদের প্রকৃত রঙ ফিরে পায়।
টাইপ এভ্রিথিং
কখনো যদি বিভিন্ন ধরণের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন আকার ও রঙয়ের ফন্ট তৈরি করার কথা ভেবে থাকেন, তাহলে আপনার স্বপ্ন পূরণ হয়ে গিয়েছে। টাইপ এভ্রিথিং এমন একটি ব্লগ যেখান থেকে আপনি বিভিন্ন নামকরা ও বিখ্যাত আর্টিস্টের তৈরি ফন্টের ডিজাইন দেখতে পারবেন। বিভিন্ন ফন্ট সম্পর্কিত তথ্য ও বিভিন্ন ডিজাইনের ফন্ট ক্রয় করতে চাইলে এই ব্লগ আপনার জন্য একেবারে উপযুক্ত একটি প্লাটফর্ম।
ডিজাইন্সপিরেশন
বিভিন্ন অ্যালবাম কাভার, বইয়ের কাভার, সিডি বা ডিভিডির কাভার, এমনকি যেকোনো রিটেইল দোকানের প্যাকেটের ডিজাইনের আইডিয়া পাওয়া যাবে এখান থেকে। ডিজাইন্সপিরেশন ব্লগে রয়েছে অসাধারণ ও ক্রিয়েটিভ সব প্যাকেজিং ও কাভার ডিজাইন।
প্যাকেজিং ডাইজেস্ট
যদিও এই ব্লগটি মূলত কর্পোরেট ও ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন পণ্যের প্যাকেটের ডিজাইনের ক্ষেত্রে কাজ করে কিন্তু এর ব্লগ সেকশন থেকে আপনি ইন্ডাস্ট্রিয়াল সব প্যাকেটের অসাধারণ ডিজাইন আইডিয়া ও সেগুলোর তথ্য জানতে পারবেন। নারীদের জন্যও প্যাকেজিং ডাইজেস্ট অসাধারন কাজ করছে।
3 Comments
Leave a Reply3 Pings & Trackbacks
Pingback:দক্ষতা বৃদ্ধির জন্য সেরা কিছু ওয়েব ডিজাইন ব্লগ – Youth Carnival
Pingback:দক্ষতা বৃদ্ধির জন্য সেরা কিছু ওয়েব ডিজাইন ব্লগ – Career LIfe
Pingback:দক্ষতা বৃদ্ধির জন্য সেরা কিছু ওয়েব ডিজাইন ব্লগ – YC Blog