বাজারের সেরা ৮টি স্মার্ট গ্লাস

প্রযুক্তির উন্নয়নের ফলে আমরা নিত্যনতুন বিভিন্ন ডিভাইস ব্যবহার করছি। স্মার্টফোন, ট্যাবলেট অথবা স্মার্ট ওয়াচের পর যে ডিভাইসটি আমাদের সবার কম বেশি আকর্ষণ করেছে সেটা হচ্ছে স্মার্ট গ্লাস। চলুন জেনে নেওয়া যাক বাজারের সেরা কিছু স্মার্ট গ্লাস ও তাদের ফিচারগুলো।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

১. স্যামসাং এসএসজি – ৫১৫০জিবি ৩ডি একটিভ গ্লাসেস

সানগ্লাসের মতো দেখতে এই ডিভাইসিটিতে আপনি চাইলে টেলিভিশনও দেখতে পারবেন। ফুল এইচডি রেজ্যুলেশন কোয়ালিটির ছবি ছাড়াও এখানে স্যামসাংয়ের বিভিন্ন ধরনের টেলিভিশন সিরিজ যেমন ডি, ই, ইএইচ, এফএইচ, ইএস আর এইচ সিরিজের থ্রিডডি টেলিভিশন এই স্মার্ট গ্লাস সাপোর্ট করে। এছাড়া পার্সোনাল কম্পিউটার হিসাবেও ব্যবহার করা যায়।

Source: Pinterest

এই স্মার্ট গ্লাসটি যথেষ্ঠ হালকা আর ব্যবহার করা হয়েছে দুইটি সিআর ১৬২০ ব্যাটারি। যা কিনা ব্যবহারকারীকে নিম্নে ৭০ ঘন্টা সার্ভিস দিতে সক্ষম।

২. ওনফার্স্ট ব্লুটুথ সানগ্লাস

বিভিন্ন রঙের স্যুটের সাথে সুন্দরভাবে মানানোর মতো এই স্মার্ট গ্লাসটি সানগ্লাসের বিকল্প হিসাবে তো ব্যবহার করতে পারবেনই সাথে সাথে দেখতে যথেষ্ঠ আকর্ষণীয় বটে। আইওএস, এন্ডুয়েড অপারেটিং সিস্টেমে সাপোর্টের পাশাপাশি বিভিন্ন রকমের ট্যাবলেট আর পার্সোনাল কম্পিউটারের সাথে এই স্মার্ট গ্লাসটি সাপোর্ট করে।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }
Source: Pinterest

ভিডিও কল, গ্রুপ চ্যাটিং সহ ভয়েস কল এই গ্লাসটিতে রয়েছে। এছাড়া এই স্মার্ট গ্লাসে ব্যবহার করা হয়েছে আলট্রা ভায়োলেট প্রটেকশন গ্লাস যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারীও বটে। আর অসাধারণ স্পিকার আপনাকে সারাদিন নিজের পছন্দমতো গান তো শুনাচ্ছেই।

৩. ওয়াইসআপ

সাধারনত গ্লাস থেকে এই গ্লাসকে আপনি আলাদা করতে পারবেন না। এখানে ব্যবহার করা হয়েছে মিনি ক্যামেরা যেটা দিয়ে ১৯২০ x ১০৮০ রেজ্যুলেশনের ভিডিও ধারন করা ছাড়াও ছবি তুলতে পারে। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানের ছবি আর ভিডিও ধারন করায় নেই এই জুড়ি। এছাড়া ব্যবহার করা হয়েছে শক্তিশালী ব্যাটারী যা আপনাকে দীর্ঘ সময় সার্ভিস দিতে সক্ষম।

Source: Pinterest

এই স্মার্ট গ্লাসে রয়েছে ১৬ জিবি মেমরী কার্ড যেগুলো আপনার ধারনকৃত ভিডিও জমা রাখে। তবে আপনি চাইলে আরো ৬৪ জিবি মেমরী কার্ড এখানে ব্যবহার করতে পারবেন। তবে এই স্মার্ট গ্লাসে সবথেকে বড় সমস্যা হচ্ছে রাতের ভিডিও ধারনে যথেষ্ট ভালো নয়।

৪. ভুজিক্স এম ১০০

মূলত হ্যান্ডস ফ্রি পোর্টেবল কম্পিউটারের উদ্যেশ্যে এই স্মার্ট গ্লাসটি তৈরি করা হয়েছিলো। এন্ড্রয়েড বেস এই কম্পিউটারটি আপনি হেডসেটের মতো ব্যবহার করা ছাড়াও চশমায় লাগিয়ে নিতে পারবেন। মনোকুলার ডিসপ্লে ব্যবহৃত এই স্মার্ট গ্লাসটি বিভিন্ন প্রফেশনাল এবং কর্মাশিয়াল উভয় কাজের ব্যবহার করা যায়। ভিডিও রেকর্ড, ছবি তোলা, ডিজিটাল এসিস্ট্যান্ট, দিনপঞ্জিকার নিয়ন্ত্রণ ছাড়াও ফিটনেস ট্রাকার হিসাবে এই গিয়ারটি ব্যবহার করা যায়।

Source: Pinterest

বাজারে ভুজিক্স এম ১০০ দুই ভাবে পাওয়া যায়। প্রথমটি হচ্ছে সাধারণ ব্যবহার্য চশমা বা সান গ্লাসের সাথে। দ্বিতীয়টি হচ্ছে হেডসেটের মতো। এই স্মার্ট গ্লাসটি কিনতে হলে আপনাকে গুনতে হবে আশি হাজার টাকা।

৫. অপটিভেন্ট ওরা – ১

সর্বোচ্চ ২৪ ডিগ্রী ফিল্ড অফ ভিউ দেওয়া অপটিভেন্ট ওরা – ১ মডেলের গ্লাসটিতে রয়েছে এআর মোডড প্রজেক্ট ডিসপ্লে যেটা কিনা আপনাকে দিবে ৮৪ ইঞ্চি আকৃতির ভার্চুয়াল ডিসপ্লে।

Source: Pinterest

এন্ড্রয়েড ৪.২.২ অপারেটিং সিস্টেমে চলা এই স্মার্ট গ্লাসটিতে ব্যবহার করা হয়েছে কর্টেক্স এআরএম ১.২ গিগাহার্জ প্রসেসর। সাথে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। সাপোর্ট করে এইচডি রেজ্যুলেশনের ভিডিও, জিপিএস, ওয়াইফাই, আর হেডফোন স্পিকার। টানা আট ঘন্টা সার্ভিস দিতে সক্ষম এই স্মার্ট গ্লাসের মূল্য ৭০ হাজার টাকা।

৬. রেকন জেট

মূলত সাইকেল আরোহীদের লক্ষ্যে রেখে এই রেকন জেট স্মার্ট গ্লাসটি তৈরি করা হয়েছে। ফিটনেস ট্রাকার হিসাবে ব্যবহার্য এই রেকন জেট ডিভাইসে ব্যবহার করা হয়েছে কর্টেক্স এআরএম এ৯ প্রসেসর।

Source: Pinterest

আর্গুমেন্ট রিয়েলিটি ব্যবহার করা এই গ্লাসে রয়েছে এইচডি ভিডিও ধারন করার ক্ষমতা। এছাড়া রয়েছে ম্যাগনেটোমিটার, এক্সেলেরোমিটার, জাইরোস্কোপ, আল্টিমিটার, থার্মোমিটার আর জিপিএস সেন্সের। তবে রেকন জেটের সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনার সাধারণ চশমার প্রয়োজনীয় পাওয়ার আপনি ব্যবহার করতে পারবেন না। ফলে ব্যবহার করতে হবে কন্টাট লেন্স।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

৭. মাইক্রোসফট হলোলেন্স

বাজারের সবথেকে বেশি চাহিদা আর আকর্ষণীয় স্মার্ট গ্লাস ডিভাইসের মধ্যে অন্যতম একটি হচ্ছে মাইক্রোসফট হলো লেন্স। যদিও এই ডিভাইসটি স্মার্ট গ্লাস না বলে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট বললেই বেশি মানায়। চোখ দৃষ্টি আর হাতের স্পর্শ ছাড়াই মাধ্যমে এই ডিভাইসটি নিয়ন্ত্রণ করা যায়।

Source: Pinterest

প্রায় আধাকেজি ওজনের এই হেডসেটটিতে ব্যবহার করা হয়েছে ২ জিবি র্যাম আর ৬৪ জিবি রম। এছাড়া ২ মেগাপিক্সেল ক্যামেরার পাশাপাশি রয়েছে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৪.১, মাইক্রো ইউএসবি রয়েছে। সেন্সরের মধ্যে রয়েছে গেজ সেন্সর, গেজ ট্রাকিং, ভয়েস ইনপুট। এই স্মার্ট ডিভাইটি টানা দুই থেকে তিন ঘন্টা সার্ভিস দিতে সক্ষম। আপাত দৃষ্টিতে যেটা আপনার কাছে কম মনে হলেও এর বিভিন্ন ধরনের ফিচারের জন্য বাজারের সেরা পণ্যের মধ্যে একটি হচ্ছে মাইক্রোসফট হলোলেন্স।

৮. গুগল গ্লাস

বলা বাহুল্য বর্তমানের বাজারের সেরা স্মার্ট গ্লাসের শীর্ষে থাকা তিনটি গ্লাসের মধ্যে একটি হচ্ছে গুগল গ্লাস। ১৬ জিবি রম আর ২ জিবি র্যামের পাশাপাশি এই স্মার্ট গ্লাসটিতে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }
Source: Pinterest

যেটা ৭২০পি রেজ্যুলেশনের ভিডিও ধারন করতে পারে। এছাড়া এখানে ব্যবহার করা হয়েছে এলকস ডিসপ্লে যেটা ব্যবহারকারীকে ২৫ ইঞ্চি আকৃতির পর্দা দেখাতে সক্ষম। ওয়াইফাই আর ব্লুটুথ দুই ধরনের প্রযুক্তি ব্যবহার করা এই স্মার্টগ্লাসটি ব্যবহারকারীকে টানা একদিন সার্ভিস দিতে পারে। বর্তমানে এই গ্লাসটি এমাজনে পাওয়া যাচ্ছে ১৫৯০ ডলার মূল্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *