যুক্তরাজ্য ও ইউরোপে মহাকাশ ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রির শীর্ষ ১০টি কোর্স

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং (Aerospace Engineering) হলো বিমান ও মহাকাশযানের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলের প্রাথমিক ক্ষেত্র। এটির দুটি প্রধান শাখা রয়েছে। যথা: বৈমানিক প্রকৌশল (Aeronautical Engineering) এবং মহাকাশচারী প্রকৌশল (Astronautical Engineering)। বৈমানিক প্রকৌশলে বিমান, জেট, হেলিকপ্টার, আবার কখনো কখনো সাবমেরিন নিয়েও কাজ করা হয়। আর মহাকাশচারী প্রকৌশলে, সাধারণত রকেট আর মহাকাশযানের নকশার কাজ করা হয়।
মহাকাশ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে পারলে, তা এমন একটি ক্যারিয়ারের দিকে ধাবিত করবে, যাতে আমেরিকা এবং রাশিয়ায় মহাকাশ অনুসন্ধানের ঐতিহ্যগত কেন্দ্রসমূহের বাইরেও, দ্রুত বর্ধমান বিভিন্ন মহাকাশ প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্তির অধিক পরিমাণে সুযোগ সৃষ্টি করবে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Source: kingston.ac.uk

এই ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়ার বহুল সুযোগ রয়েছে। মহাকাশ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রিতে ভর্তি হতে হলে, অবশ্যই ইঞ্জিনিয়ারিং বিষয়ে একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে।
মহাকাশ ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রির কোর্সসমূহের মধ্যে, যুক্তরাজ্য ও ইউরোপে প্রচলিত সেরা ১০ টি কোর্স সম্পর্কে, এ আর্টিকেলটিতে উল্লেখ করা হলো। আপনি মহাকাশ প্রকৌশল বিষয়ে, স্নাতকোত্তর পর্যায়ের সেরা কোনো কোর্স করতে চাইলে এবং এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এ আর্টিকেলটি পড়ুন

১. এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি-ডেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজি

ইংরেজিতে পরিচালিত ২ বছর পূর্ণমেয়াদী এ কোর্সটি সম্পন্ন করতে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের শিক্ষার্থীদের প্রতি বছরে প্রায় ২১০০ ইউরো বা প্রায় ২ লক্ষ টাকা এবং অন্যান্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি বছরে প্রায় ১৫ হাজার ৬০০ ইউরো বা প্রায় ১৫ লক্ষ টাকা খরচ হবে।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

Source: surrey.ac.uk

নেদারল্যান্ডসয়ের ডেলফট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে, কল্পনা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে মহাকাশ শিল্পে অবদান রাখতে পারে এবং দক্ষ ও পেশাদার প্রকোশলী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে, সেজন্য সেখানে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।

২. স্পেস ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি-পলিটেকনিকো ডি মিলানো

২ বছর পূর্ণমেয়াদী এ কোর্সটি সম্পন্ন করতে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের একজন শিক্ষার্থীর প্রতি বছরে প্রায় ১ হাজার ইউরো থেকে প্রায় ৪ হাজার ইউরো খরচ হয়ে থাকে, যা বাংলাদেশের মুদ্রা অনুযায়ী প্রায় ৯০ হাজার টাকা থেকে ৩ লক্ষ ৮০ হাজার টাকা। এ খরচ কম বেশি হয়ে থাকে মূলত আর্থিক অবস্থার ওপরে ভিত্তি করে। আর ইউরোপীয় ইউনিয়নের বাইরের আন্তর্জাতিক শিক্ষার্থীরা প্রতি বছরে ৩৯ হাজার ইউরো বা প্রায় ৩ লক্ষ ৮০ হাজার টাকায় সম্পন্ন করতে পারবে। ইংরেজিতে পরিচালিত ইতালির এই কোর্সটিতে, মহাকাশ নিয়ে গবেষণা ও বিভিন্ন যন্ত্রের নকশা প্রণয়ন সম্পর্কিত বিষয়ে উচ্চতর শিক্ষা প্রদান করা হয়।

৩. এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স-কেটিএইচ রয়েল ইনস্টিটিউট অব টেকনোলোজি

সুইডেনের স্টকহোমে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বৈমানিক বিদ্যা, মহাকাশ, লাইটওয়েট গঠন বা পদ্ধতির মতো বিষয়ে উচ্চতর পড়ালেখা করে থাকে। ইংরেজিতে পরিচালিত ২ বছর পূর্ণমেয়াদী এ কোর্সটি করতে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর শিক্ষার্থীদের কোনো ফি দিতে হবে না।

Source: upc.edu

তবে অন্যান্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রায় ৩১ হাজার সুইডিশ ক্রোন, যা বাংলাদেশের হিসাব অনুযায়ী প্রায় ৩ লক্ষ টাকা খরচ হবে।

৪. বৈমানিক ও মহাকাশ প্রকৌশলে এমএসসি – ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয়

এ কোর্সটি ১ বছর পূর্ণমেয়াদী কিংবা ২ থেকে ৫ বছরে স্বল্পমেয়াদী হিসেবে সম্পন্ন করা যাবে। যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ খরচ প্রায় ১১ হাজার পাউন্ড বা প্রায় ১২ লক্ষ টাকা। আর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ খরচ প্রায় ২১ হাজার ৫০০ পাউন্ড, যা বাংলাদেশের মুদ্রা হিসেবে প্রায় ২৩ লক্ষ টাকা। ব্যক্তিগত গবেষণা প্রকল্পের উপর দৃঢ় গুরুত্বারোপের পাশাপাশি, এই কোর্সটি শিক্ষার্থীদের মহাকাশ ইঞ্জিনিয়ারিংয়ের মূল তত্ত্বসমূহের ওপরে ব্যাপক ধারণা প্রদান করে থাকে।

৫. স্পেস ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স-টেকনিশা ইউনিভার্সিটাঁট, বার্লিন

জার্মানের বার্লিনে অবস্থিত টেকনিশা বিশ্ববিদ্যালয়ের এই কোর্সটিতে, স্যাটেলাইট প্রযুক্তি, মহাকাশ ফ্লাইট মেকানিক্স, মহাকাশ ইলেক্ট্রনিক্স ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ইংরেজিতে পরিচালিত দুই বছর পূর্ণমেয়াদী, এ কোর্সটি করতে সকল দেশের শিক্ষার্থীদের জন্যই সম্পূর্ণ খরচ হলো ১৮ হাজার ৫০০ ইউরো, যা বাংলাদেশের টাকার হিসাবে প্রায় ১৮ লক্ষ।

৬. এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি-ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশকিছু কোম্পানিতে কাজ করে, মহাকাশ শিল্পসংক্রান্ত বিষয়ে প্রচুর অভিজ্ঞতা অর্জন করতে পারে। আর এসব কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয়েরও ঘনিষ্ঠ সংযোগ রয়েছে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Source: studyabroad.shiksha.com

যেমন: বিএই সিস্টেমস ও রোলস রয়েস ইত্যাদি। এছাড়াও এই কোর্সটিতে উন্নত মহাকাশসংক্রান্ত নকশা ও গণনীয় তরল গতিবিদ্যা অন্তর্ভুক্ত রয়েছে। ১ বছর পূর্ণমেয়াদী ইংরেজি মাধ্যমের এই কোর্সটি সম্পন্ন করতে, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের শিক্ষার্থীদের প্রত্যেকের ব্যয় হবে প্রায় ১০ হাজার ৫০০ পাউন্ড বা প্রায় ১১ লক্ষ টাকা। আর অন্যান্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২২ হাজার পাউন্ড বা প্রায় ২৪ লক্ষ টাকা।

৭. এরোস্পেস ম্যাটেরিয়্যালসয়ে এমএসসি (ইঞ্জিনিয়ারিং)-ইউনিভার্সিটি অব শেফিল্ড

শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি মাস্টার্স প্রোগ্রাম রয়েছে, যেগুলো মহাকাশ ইঞ্জিনিয়ারিংয়ের নির্দিষ্ট ক্ষেত্রসমূহের ওপর আরো উচ্চতর পর্যায়ের শিক্ষা প্রদান করে থাকে। আপনি মহাকাশ ম্যাটেরিয়্যালস কোর্স করার মাধ্যমে, মহাকাশ ফ্লাইট ও তাপগতিবিদ্যার মতো বিষয়ে ব্যবহৃত উপাদানসমূহের ব্যবহার, গঠন ও উৎপাদন সম্পর্কেও জ্ঞানার্জন করতে পারবেন।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Source: besrvaluesschools.com

১ বছর পূর্ণমেয়াদী এ কোর্সটি করতে, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের প্রত্যেক শিক্ষার্থীর ব্যয় হবে প্রায় ১২ হাজার পাউন্ড, যা বাংলাদেশের হিসাব অনুযায়ী প্রায় ১৩ লক্ষ টাকা। আর অন্যান্য শিক্ষার্থীদের প্রত্যেকের ব্যয় হবে প্রায় ২১ হাজার পাউন্ড বা প্রায় ২২ লক্ষ টাকা।

৮. এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে গবেষণার মাধ্যমে এমএসসি-ইউনিভার্সিটি অব ব্রিস্টল

ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে মহাকাশ প্রকৌশলে গবেষণার মাধ্যমে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের, এ কোর্সটিতে অধ্যয়নের ৩ টি ক্ষেত্র রয়েছে, সেগুলো হলো তরল প্রবাহ ও বায়ুগতিবিদ্যা, উচ্চতর যৌগিক বস্তু এবং গতিবিদ্যা ও নিয়ন্ত্রণ। এ কোর্সটি ১ বছর পূর্ণমেয়াদী কিংবা ২ বছরে স্বল্পমেয়াদী হিসেবে সম্পন্ন করা যাবে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Source: timeshighereducation.com

যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের পূর্ণমেয়াদী শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ খরচ প্রায় ৪ হাজার ২০০ পাউন্ড, যা বাংলাদেশের মুদ্রা হিসেবে প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা এবং স্বল্পমেয়াদী শিক্ষার্থীদের প্রতি বছরে ব্যয় হবে প্রায় ২ হাজার ১০০ পাউন্ড বা প্রায় ২ লক্ষ ২৫ হাজার টাকা। আন্তর্জাতিক অন্যান্য দেশের পূর্ণমেয়াদী শিক্ষার্থীর ব্যয় হবে প্রায় ২১ হাজার পাউন্ড বা প্রায় ২২ লক্ষ টাকা। আর স্বল্পমেয়াদী কোর্সটি ইউরোপীয় ইউনিয়নের বাইরের অন্যান্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়।

৯. এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি-ইউনিভার্সিটি অব লিডস

লিডস বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্তরাজ্যের মহাকাশ শিল্পের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, যার সুবিধা এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিতে পারবে। এছাড়াও এ কোর্সটিতে মহাকাশ যানের নকশা, ঘূর্ণমান পাখাযুক্ত বিমান এবং মহাকাশের গঠন ও কাঠামোসংক্রান্ত বিষয়সমূহ অন্তর্ভুক্ত রয়েছে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Source: topuniversites.com

১ বছর পূর্ণমেয়াদী এ কোর্সটি করতে, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের প্রত্যেক শিক্ষার্থীর ব্যয় হবে প্রায় ১১ হাজার পাউন্ড, যা বাংলাদেশের হিসাব অনুযায়ী প্রায় ১২ লক্ষ টাকা। আর অন্যান্য দেশের শিক্ষার্থীদের ব্যয় হবে প্রায় ২১ হাজার পাউন্ড বা ২২ লাখ টাকা।

১০. এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স-সাপিয়েঞ্জা ইউনিভার্সিটি অব রোম

সাপিয়েঞ্জা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি মাধ্যমের এ কোর্সটিতে, মহাকাশ প্রকৌশলের মূল তত্ত্বগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এখানে সাধারণত গবেষণা নির্ভর শিক্ষা প্রদান করা হয়ে থাকে। এ কোর্সটি ২ বছর পূর্ণ মেয়াদী। তবে আপনার যদি প্রকৌশল বিষয়ে ৫ বছরের স্নাতক পর্যায়ের ডিগ্রি থাকে, তবে ১ বছেরই এ কোর্সটি শেষ করতে পারবেন।

Source: theengineer.co.uk

এ কোর্সটি করতে সকল শিক্ষার্থীদের জন্যই প্রতি বছরে ব্যয় হবে প্রায় ১ হাজার ২০০ ইউরো, যা বাংলাদেশের মুদ্রার হিসাব অনুযায়ী প্রায় ১ লক্ষ টাকা।
আপনি যদি মহাকাশ প্রকৌশল ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে ইচ্ছা করেন, তবে এসব কোর্সগুলো থেকে যেকোনোটি সম্পাদন করে, আপনার যোগ্যতা ও দক্ষতাকে বৃদ্ধি করতে পারেন। এতে আপনার ক্যারিয়ারে সফলতা অর্জন করা বেশ সহজ হয়ে যাবে।

Featured Image:Gla.ac.uk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *