American Flag Graduation Cap Topper Decoration

ফুলব্রাইট বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা (বাংলা ভাষা) করার সুযোগ পেতে আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট (এফএলটিএ) নামের এই প্রোগ্রামের জন্য আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

ঢাকার মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এফএলটিএ একটি ফুলব্রাইট প্রোগ্রাম। এটি মার্কিন সরকারের ফ্ল্যাগশিপ ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আর্থিক সহায়তায় ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) এই প্রোগ্রাম পরিচালনা করে।

বাংলাদেশি তরুণ, যাঁরা শিক্ষা পেশায় আছেন (আমেরিকার স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া, আমেরিকান/ইংরেজি সাহিত্য ও বাংলা ভাষার প্রশিক্ষক), তাঁরা ফুলব্রাইট এফএলটিএ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

ফুলব্রাইট বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে শিক্ষকতার সুযোগ
ছবি: ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে নেওয়া

নয় মাস মেয়াদি নন–ডিগ্রি এই প্রোগ্রামের আওতায় বৃত্তিপ্রাপ্তরা বিনা খরচে যুক্তরাষ্ট্রের কলেজ/বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের বাংলা ভাষা শিক্ষা দেবেন, নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন, পেশাগত দক্ষতা অর্জন ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন।

যাঁরা আবেদন করতে পারবেন

  • আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
  • ইংরেজি বা এ–সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক হতে হবে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতার বয়স সাত বছরের বেশি হওয়া যাবে না।
ফুলব্রাইট বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে শিক্ষকতার সুযোগ
ছবি: ফুলব্রাইট প্রোগ্রামের ইনস্টাগ্রাম থেকে নেওয়া
  • বাংলাদেশের স্বীকৃত কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে।
  • ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
  • ইংরেজি ভাষার দক্ষতার পরীক্ষায় টোফেল স্কোর ৮০ অথবা আইইএলটিএস স্কোর ৬ দশমিক ৫ থাকতে হবে।

আবেদনকারী প্রার্থীদের করণীয়
অনলাইন আবেদন ফরম এই লিংকে পাওয়া যাবে। আবেদন করার জন্য আবেদনকারীকে একটি লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। পূর্ণাঙ্গ নির্দেশাবলি পাওয়া যাবে এই লিংকে। আরও বিস্তারিত জানতে ঢাকার আমেরিকান দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানার ই-মেইলে (sultanaR1@state.gov) যোগাযোগ করা যেতে পারে।

ফুলব্রাইট বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে শিক্ষকতার সুযোগ
ছবি: ফুলব্রাইট প্রোগ্রামের ইনস্টাগ্রাম থেকে নেওয়া

আবেদনের শেষ সময়: আগামী ১০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত (ওয়াশিংটন ডিসি সময়)।