বিআইডব্লিউটিএতে নিয়োগ, দ্রুত আবেদন করুন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি প্রকল্পে ‘অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন চলছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (বিআরডব্লিউটিপি-১)–এর আওতায় এ নিয়োগ দেওয়া হবে। নারী-পুরুষ যে কেউ এ পদের জন্য আবেদন করতে পারবেন।

{ "slotId": "2452885053", "unitType": "in-article" }

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি/সমমান পাস থাকলে ‘অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদের আবেদন করা যাবে। কর্মক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই প্রতি মিনিটে বাংলায় ৩০ অক্ষর ও ইংরেজিতে ৩০ অক্ষর টাইপ করার যোগ্যতা থাকতে হবে।

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীদের বিআইডব্লিউটিএর চাকরির আবেদন ফরমেটে আবেদন করতে হবে। আবেদনের নমুনা বিআইডব্লিউটিএয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, বিআরডব্লিউটিপি-১ প্রকল্প, বিএসসি টাওয়ার (১৯ তলা)।

{ "slotId": "", "unitType": "in-article", "pubId": "pub-6767816662210766" }

আবেদন ফি: আবেদনপত্রের সঙ্গে বিআরডব্লিউটিপি-১ প্রকল্প বরাবর ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ৩০ জুলাই বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *